-
1 Attachment(s)
নিউজ ট্রেডিং করতে হলে বিভিন্ন ফিনান্সিয়াল সাইট থেকে প্রতিদিনের প্রকাশিত নিউজগুলো অ্যানালাইসিস করতে হবে। সাধারণত তিন ধরনের নিউজ প্রকাশিত হয়ে থাকে।এগুলো হলো হাই ইম্প্যাক্ট নিউজ, মিডিল ইম্প্যাক্ট নিউজ এবং লো ইম্প্যাক্ট নিউজ। এই নিউজগুলো যথাক্রমে লাল, হলুদ এবং সিলভার কালার দিয়ে মার্ক করা থাকে। তাই আপনি সহজে কালার দেখেই বুঝতে পারবেন নিউজ টি কেমন ইম্প্যাক্ট এর। লো ইম্প্যাক্ট নিউজ গুলো তেমন একটা মার্কেটে প্রভাব না ফেললেও হাই ইম্প্যাক্ট এবং মিডিল ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে প্রভাব ফেলতে সক্ষম। প্রতিটি নিউজ এই দুইটি মান থাকে একটি ফোরকাস্ট এবং অপরটি একচুয়াল বা প্রকৃত মান। ফোরকাস্ট মানটি আগে থেকেই বিভিন্ন সমীক্ষা বা অর্থনীতিবিদদের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। ফোরকাস্ট ভ্যালু থেকে একচুয়াল ভালো বেশি হলে নিউজটি পজেটিভ এবং ফোরকাস্ট ভ্যালু থেকে একচুয়াল ভ্যালু কম হলে নিউজটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে সক্ষম হয়। অর্থাৎ নিউজ পজিটিভ হলে মুদ্রা শক্তিশালী হয় এবং নিউজ টি নেগেটিভ হলে মুদ্রা দুর্বল হতে থাকে। সার্বিক দিক বিবেচনা করে একটি নিউজে গড়ে 200 থেকে 250 পিপস মার্কেট ওঠানামা করতে পারে। এ কারণে নিউজ ট্রেড করতে হলে নিউজ গুলো ভালোভাবে বুঝে শুনে তারপর ট্রেডে এন্ট্রি নিতে হবে। [ATTACH]9973[/ATTACH]
-
ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন এজন্য আমাদের সবসময় আপডেট নিউজের প্রতি বিশেষ নজর দিতে হবে। আমরা ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স স্ট্রিট এসব সাইটে নিউজ সম্পর্কিত রেগুলার আপডেট দেখে থাকি। যেখানে বিভিন্ন কারেন্সীর উপর ইকোনমিক্যাল ডাট আপডেট দেওয়া থাকে। সাধারনত এই ডাটা গুলো ইকোনোমিক্যাল এক্সপার্টরা এনালাইসিস করে তার উপর ফোরকাস্ট করে থাকে। আর এই ফোরকাস্টের মান থেকে যদি একচুয়াল মান বেশি হয়ে থাকে তখন সেই কারেন্সী জন্য পজিটিভ মুভমেন্ট হয়ে থাকে আর কম হলে তা কারেন্সীর জন্য নেগেটিভ হয়ে থাকে। ফরেক্সে ভালো করতে হলে আমাদের এসকল নিউজের উপর নিয়মিত ফোকাস রাখা উচিত।
-
আমি সাধারনত নিউজ ট্রেড করি না। কারন নিউজ ট্রেড করতে গেলে ভয় লাগে। কেননা মার্কেট উল্টাপাল্টা মুভ করে থাকে। আাবার নিউজ ট্রেড করতে গেলে আপনাকে সেই নিউজ সম্পর্কে ধারনা রাখতে হবে। ধারনা না থাকলে মার্কেট থেকে ভালো প্রফিট করা সম্ভব না। আমি নিউজ এর সময় ট্রেড থেকে বিরত থাকি।
-
অনেক বিশেষজ্ঞ ট্রেডার আছেন যাারা নিউজ এর বিষয়ে খোজ খবর রাখেন। আর যারা নিউজ ট্রেড করেন তারা নিউচ এর ব্যাপারে আগে থেকে রিসার্স করে থাকেন। নিউজ ভালো আসবে বা খারাপ আসবে কিনা। সেই অনুমানের ভিত্তিতে ট্রেড করে থাকেন।
-
যাদের এ্যাকাউন্ট ব্যালেন্স কম তাদের নিউজ ট্রেড থেকে দূরে থাকাই ভালো। কেননা এই সময় মার্কেটের মুভমেন্ট অনেক বেশি থাকে যা আপনার কল্পনার বাইরে । আর যাদের ব্যালেন্স বেশি তাদের বলব যদি পারেন রোবট ব্যবহার করেন। কারন নিউজ টাইমে রোবটই পারফেক্ট। আপনি যেটা সেট করতে পারবেন না রোবট সেটা অনায়াসেই সেট করে দিবে। আজকাল অনেকেই রোবট ব্যবহার করছে তাহলে আপনি করবেন না কেন। তবে রোবট ব্যবহার করার আগে অবশ্যই রোবট এর প্রোগ্রামিং সম্পর্কে ধারনা থাকতে হবে। যদি আপনি রোবট ব্যবহার না করতে চান তবে নিউজ থেকে দুরে থাকুন, সেটা আপনার ব্যালেন্সের জন্য ভালো।
-
বৈদেশিক মুদ্রার শোকেস বা গ্রহের উপর যে কোনও সিকিওরিটি এক্সচেঞ্জের মূল বিষয় হ'ল এমন সংবাদ যা পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে বা প্রভাবিত করে। সুতরাং আপনি যথাযথভাবে সংবাদ বিনিময় করতে পারবেন এমন সুযোগে আপনি সেই সময়ে আরও উল্লেখযোগ্য উপকার করতে পারবেন benefit এর জন্য, যখন কোনও সংবাদ স্রাব করা হয়, বিশেষত ঘটনাটি যখন এটি একটি তাৎপর্যপূর্ণ সংবাদ হয়, আপনি যখন রূপরেখার মধ্যে একটি মূল মান বিকাশ এবং একটি বৈদেশিক মুদ্রার বণিক হিসাবে আপনার সঠিক বিকাশ হওয়া উচিত locate আপনি জানেন, বাজার কিছু জায়গা সরিয়ে নিয়েছে এবং আপনার মূল দায়িত্ব সেই পদক্ষেপটি থেকে একটি সুবিধা অর্জন করা। নিউজ এক্সচেঞ্জিং বিপদগুলি ডেকে আনে তাই আপনাকে সাধারণত প্রথমে এবং পরে এক্সচেঞ্জের মতো বিপদগুলি নিয়ে ভাবতে হবে। উদাহরণস্বরূপ, ব্রেকারের প্রসারণ প্রসারণ, ডায়াগ্রামের মান গর্ত কোথাও ছাড়াই।
-
প্রত্যেক ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডার সেকশনে ফরেক্স নিউজ প্রকাশিত হয়। এই নিউজ এর মধ্যে কোন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য প্রদান করা হয়। ফরেক্স মার্কেটে কারেন্সির প্রাইস মূলত উঠানামা করে দেশেগুলির অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। কোন দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে ওই দেশের কারেন্সির প্রাইস বেড়ে যাবে এবং যদি কোন দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয় তাহলে ওই দেশের কারেন্সির প্রাইস কমে যাবে। যেমন বেকারত্ব যেকোনো দেশের জন্য একটি সমস্যা। যখন কোন দেশে বেকারত্বের পরিমাণ বেড়ে যায় তখন ওই দেশের অর্থনৈতিক অবস্থা তখন অবনতি হয়। যার ফলে ওই দেশের মুদ্রার প্রাইস কমে যায়। এইগুলি ফরেক্স নিউজ এর মাধ্যমে প্রকাশিত হয়। নিউজের উপর নির্ভর করে মার্কেট এনালাইসিস করাকে বলা হয় ফান্ডামেন্টাল এনালাইসিস। কিন্তু এই এনালাইসিস সবাই করতে পারে না। কেবল অভিজ্ঞ ট্রেডাররা এনালাইসিস করতে পারে।
-
নিউজ ট্রেড করতে হলে আগে নিউজ সম্পর্কে ধারনা রাখতে হবে। আর যে ওয়েবসাইট গুলোতে নিউজ সম্পর্কে বিস্তারিত দেওয়া হয় সেই ওয়েবসাইট গুলো আমাদের দেখতে হবে। আর যদি বিভিন্ন এনালিস্টরা তাদের মন্তব্য কি দিয়েছে তা যদি না দেখি তাহলে আমরা নিজেদের মধ্যে নিউজ এর ভালো বা খারাপ আসতে পারে তা ধারনা নিতে পারব না।
-
নিউস ট্রেড বলতে সাধারণত আগে থেকেই কোন ধারনা করাকে বুঝায়। আমি নিউজ ট্রেডের উপর নির্ভর করিনা।আমি নিজে নিজে মার্কেট বুঝার চেষ্টা করি এবং তারপর ট্রেড অ্যান্টি দিই।তবে মাঝে মাঝে নিউস দেখেও ট্রেড অ্যান্টি দিয়ে থাকি।
-
আমি সবসময়ই বলে থাকি যে, নিউজ ট্রেডিং একটি ঝুকিপূর্ণ অবস্থার নাম। সমুদ্র সৈকতে যদি ১০ নাম্বার বিপদ সংকেত দেওয়া হয় তবে কেন আপনি অধিক মাছের আশায় মাছ ধরতে গভীর সমুদ্রের দিকে যাবেন। তাই বলব, নিউজ দেখুন কিন্তু মাঠে নেমে পড়বেন না। অন্যদিকে বলতে হয় যে যারা এই বিষয়ে অত্যন্ত বেশি দক্ষতা রাখেন তারা তাদের নিজস্ব স্ট্র্যাটেজি ব্যবহার করে নিউজ ট্রেড করুন। তবে নিউজের ৫ মিনিট আগে থেকে প্রিপারেশন নেওয়া ভাল ।