-
ফরেক্সে লাভ করার পেছনে আমাদের সাইকোলজিক্যাল সমস্যাই বেশী দায়ী। আমাদের লাভ করা ট্রেড কে ধরে রাখতে পারি না কারন আমরা বেশী এক্সাইটেড হয়ে যাই কখন মার্কেট আবার বিপরীত দিকে যায়। এটা তখনই হয় যখন আপনি কোন সিস্টেম এর সাথে ট্রেড করেন না। আপনি যদি সঠিক ট্রেডিং করতে চান আর নিয়মিত লাভবান ট্রেডার হতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। এখানে প্রতিনিয়ত মার্কেট ওঠানামা করে। তাই অনেক সময় আপনি চাইলেও এটা ধরে রাখতে পারবেননা। এটা ওই সকল দেশের অর্থনীতি, রাজনৈতিক, ও সামাজিক বিষয় গুলোর উপর নির্ভর করে।
-
এটি একটি মারাত্মক সমস্যা। আমরা লসের ট্রেড লস না হওয়া পর্যন্ত ১০০-২০০ পিপ লস ধরে শেষ পর্যন্ত হিট করা পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু যখন একটা ট্রেড এ লাভ রান হয় তখন আমরা সেই ট্রেডটি ক্লোজ করার জন্য অস্থির হয়ে যাই। আসলে আমাদের ধৈর্য্য ধরে ট্রেড রান করালে আমরা অবশ্যই লাভবান হতে পারব।
-
লাভের ট্রেড ধরে না রাখার কারণ রয়েছে অনেক যার ভিতরে রয়েছে একটি লোভ ভয় ও অনেক কারণে লাভের ট্রেড ধরে রাখা যায় না এবং যখন লস হয় তখন সময় নষ্ট হয় আর ধৈর্য ধারণ করতে পারে না তাই অল্প লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয় তাই লাভের ট্রেড ধরে রাখা যায় না
-
লাভের ট্রেড ও ধরে রাখা যায় কিন্তু আমরা আসলে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারি না বলে লাভের ট্রেড ধরে না রেখে আমরা ছেড়ে দেই। অনেকেই আছে যারা সঠিক ভাবে ডেমো ট্রেড না করেই রিয়েল ট্রেড করতে চলে আসে। আবার অনেকে আছে যারা খুব অল্প সময় যেমন ১ মাস বা তার কিছুটা কম বেশি সময় ডেমো ট্রেড করে। কিন্তু যখন বোনাসের টাকা একাউন্টে চলে আসে তখনই রিয়েল ট্রেড শুরু করে দেয়। কিন্তু যে সময়টা ফরেক্স শেখার জন্য প্রকার ছিলো ঐ সময়টায় ফরেক্স না শিখে লোভে পড়ে টাকার পিছনে ছুটে যাই আর লস হয়ে যায়। আমাদের মূল সমস্যা হলো লাভ নেই কম কিন্তু লস নেই বেশী। যার কারনে লস হলে দীর্ঘদিন তা আমাদের বহন করতে হয়। তাই ফরেক্স সম্পর্কে আরো ভালো জ্ঞান অর্জন করে ধৈর্য ও মনোবল নিয়ে ফরেক্স ট্রেড করা উচিত।
-
কেউ যদি ফরেক্স হতে লাভ করে এবং তিনি বারবার যদি লাভের আশায় লোভ করে এবং তার সর্বোচ্চ ব্যালেন্স শেষ করে দেয় তাহলে ফরেক্স থেকে কেউ লাভ করতে পারবেন না আর যদি কেউ না লবনা করে তাহলে সে ফরেক্স থেকে লাভ করতে পারবে।
-
আমার জ্ঞান অনুসারে, একটি ডেমো অ্যাকাউন্ট এমন এক ধরণের অ্যাকাউন্ট যা প্ল্যাটফর্মগুলির প্রস্তাব করে, যা একটি জাল টাকা দিয়ে অর্থ প্রদান করা হয়। ডেমো অ্যাকাউন্ট অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা দেয়। আমানত ছাড়াই ডেমো অ্যাকাউন্ট অ্যাক্সেস করা ইন্সটাফরেক্স ডেমো অ্যাকাউন্ট মূলত একটি অনুশীলন।নিজের ওপর ভরসা রেখে এনালাইসিস অনুযায়ী পিপস লাভ করুন। কারণ অধিকাংশ ট্রেডারই লাভ করে ছোট ছোট কিন্তু লস করে বড় বড়।
-
আপনি যদি সঠিক ট্রেডিং করতে চান আর নিয়মিত লাভবান ট্রেডার হতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন : মানিম্যানেজমেন্ট করতে হবে ভালভাবে, এবং ট্রেড টেক করার পর মার্কেট থেকে দুরে যেতে হবে অন্য কোন কাজে মনোনিবেশ করতে হবে। অর্থাত ট্রেড চলার সময় মার্কেট দেখবেন না। অনেকেই আছেন যারা ট্রেড প্রফিটে থাকা অবস্থায় চিন্তা করে যে মার্কেট পরিবর্তন হলে তার প্রফিট লস হয়ে যাবে তাই ট্রেড ক্লোজ করে দেয়। নিজের ওপর ভরসা রেখে এনালাইসিস অনুযায়ী পিপস লাভ করুন। কারণ অধিকাংশ ট্রেডারই লাভ করে ছোট ছোট কিন্তু লস করে বড় বড়।
-
এটি একটি মারাত্মক সমস্যা। আমরা লসের ট্রেড লস না হওয়া পর্যন্ত ১০০-২০০ পিপ লস ধরে শেষ পর্যন্ত হিট করা পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু যখন একটা ট্রেড এ লাভ রান হয় তখন আমরা সেই ট্রেডটি ক্লোজ করার জন্য অস্থির হয়ে যাই। আসলে আমাদের ধৈর্য্য ধরে ট্রেড রান করালে আমরা অবশ্যই লাভবান হতে পারব।
-
সেরকম ভরাসা রেখে ট্রেড করতে পারেন না বিধায় এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এবং এই সমস্যাটা আসলে আমাদের অনেকর মধ্যে, বেশিরভাগ ট্রেডারের মধ্যে রয়েছে বলা যায়। আর তাছাড়া ট্রেড নেবার পর মার্কেট আপনার বিপরীত দিকে মুভ করে এটা মার্কেটের খুব স্বাভাবিক একটা নিয়ম। তাই ঐ সময় ভয় পেলে চলবে না, আপনার সিস্টেম কাজ করে কি না, আপনাকে সেটা দেখতে হবে, এবং আপনার ট্রেডিং এন্ট্রি সঠিক পজিশনে হলো কি না সেটাও ভাবার বিষয়।
-
ফরেক্স ট্রেডিং হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। এখানে বিভিন্ন দেশের মূদ্রার ক্রয় বিক্রয় করা হয়। এখানে প্রতিনিয়ত মার্কেট ওঠানামা করে। তাই অনেক সময় আপনি চাইলেও এটা ধরে রাখতে পারবেননা। এটা ওই সকল দেশের অর্থনীতি, রাজনৈতিক, ও সামাজিক বিষয় গুলোর উপর নির্ভর করে। এটা কখনও আমাদের খেয়াল খুশি মতো চলে না। আর এর কারনেই অনেক সময় লাভের ট্রেড গুলো ধরে রাখা সম্ভব হয় না।ট্রেড ওপেনের পর আপনার আপনার ব্যবসা লছের দিকে যেতে পারে সেকারণে ভয় পাওয়া যাবেনা।ট্রেড ধরে রাখুন লাভ হবেই হবে।