-
ফরেক্স অবশ্যই একটি স্বাধীন ব্যবসা। আমি মনে করি স্বাধীন ব্যবসার তালিকা করলে ফরেক্সের তালিকা সবার উপরের দিকেই থাকবে। ব্যাবসা মানেই স্বাধীন কিন্তু তারপর ও কিছু বাধ্যবাধকতা থাকে। যদি আপনি এক বা একাধিক পন্য নিয়ে ব্যাবসা করেন তাহলে আপনার কর্মচারি থাকবে। আপনার কর্মক্ষেত্রে যাওয়া লাগবে কিছু না বলেও অন্তত বসে থাকা লাগবে একটা নিদ্রিস্ট সময় পর্যন্ত। কিন্তু ফরেক্সে এমন না। মার্কেট খোলা কালীন আপনি যে কোন সময় যে কোন দিন ইচ্ছা মত ট্রেড করতে পারেন আবার ইচ্ছা হইলে নাও করতে পারেন। এই দিক গুলা ভেবে আমি মনে করি ফরেক্স সেরা
-
ব্যবসায় জরিমানা করার জন্য কিছু টিপস জানার সাথে ব্যবসায় জড়িত, এর মধ্যে কয়েকটি হ'ল: ব্যবসায়ীর ব্যবসাকে ভালভাবে শিখানো উচিত, ট্রেড করার আগে চার্টের দিকনির্দেশনা পাওয়া উচিত, আমাদের ব্যবসায়ের জন্য স্টপ লস ব্যবহার করা উচিত, আমাদের হওয়া উচিত নয় লোভী, আমাদের অবশ্যই বেশি পরিমাণে বাণিজ্য এড়াতে হবে, বাণিজ্যের উচিত যে কোনও কিছুর মতো গুরুত্বপূর্ণ অর্থ পরিচালন করা উচিত, আমাদের অন্যদের মধ্যে ধৈর্য রাখতে হবে।
-
হ্যা, আমি আপনার মতামতের সাথে একমত।আমি মনে করি পৃথিবীতে সব চাইতে স্বাধীন ব্যবসা হলো ফরেক্স ট্রেডিং ব্যবসা।কারণ ফরেক্স ব্যবসা করতে শুুধু একটি মোবাইল থাকলেই করা যায়।মজার বেপার আপনি ৫ডলার ডিপজিট করেও ফরেক্স ব্যবসা শুুধুু করতে পারেন।
-
ফরেক্স একটি স্বাধীন বিজনেস। এই বিজনেস যেকোন কেউ করতে পারে। দিনের ভিতরে যখন সময় পাবে তখনই এই বিজনেস করা সম্ভব। যে কোন পেশার ব্যক্তিবর্গ ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারে। ফরেক্স মার্কেটে কোন সময়ের বাধ্যবাধকতা নাই তাই এটি একটি জনপ্রিয় স্বাধীন মার্কেট হিসাবে সবার কাছে পরিচিত। প্রত্যেক পেশার লোকজন তাদের অবসর সময়ে ফরেক্স এ কাজ করে আলাদাভাবে কিছু অর্থ উপার্জন করতে পারে। তাই ফরেক্স মার্কেট একটি স্বাধীন বিজনেস।,,,,,,ধন্যবাদ
-
স্বাধীন বলাটা কেমন যেন হয়ে গেলো। এটা ঠিক যখন ইচ্ছা বা নিজের ইচ্ছা মত ট্রেড করা যায় কিন্তু আমারা নিজেরা ব্রোকার না তাই আমি মনে করি কোন ব্রোকার এর আন্ডারে ট্রেড করে নিজেকে স্বাধীন বলা যায় না। কারন অনেক ব্রকার এর কারনে অনেক সময় লস পহাতে হয়। সে ক্ষেত্রে ভালো ব্রোকার বেঁছে নেয়া উত্তম।
-
স্বাধীন ব্যবসা হিসেবে ফরেক্স আসলেই অনেক উন্নত মানের একটা ব্যবসা। এবং এই ব্যবসার মাধ্যমে আপনি, অন্যান্য ব্যবসায়ীদের তুলনায় নিজেকে এক অপূর্ব পরিচয়ের পরিচিতিতে প্রকাশিত করে তুলে ধরতে পারবেন। কারন অন্যান্য সকল ব্যবসাগুলো একটু হলেও কমন, কিন্তু আপনি এখানে আনকমন একটা ব্যবসা করছেন, যেটা সবার পক্ষে করা বা ধরে রাখা সম্ভব নয়। তবে কেহ চাইলে এই ব্যবসার মাধ্যমে তার সার্বিক কল্যাণের পথকে উন্মুক্ত করতে পারেন।
-
ফরেক্স আসলেই স্বাধীন ব্যাবসা। এতে কোন ধরনের সন্দেহ নাই। আমি ব্যাক্তিগত ভাবে ফরেক্স কে অনেক পছন্দ করি কারন এই স্বাধীনচেতার জন্য। আমি গত সতাহে লস করেছিলাম একটা ভুলের জন্য তারপর আসলে মনটা কুব ভেঙ্গে যায় । এক সপ্তাহ আসি ই নাই ফরেক্সে। যদি আমার স্বাধীনতা না থাকতো তাহলে আমি এই কাজটা করতে পারতাম না
-
ফরেক্স সত্যই একটি স্বাধীন ব্যবসা।এখানে যে কেউ ইচ্ছা করলে ব্যবসা করতে পারে।ছাত্র,শিক্ষক, চাকুরীজীবি,গৃহিনী কারও এখানে আসতে বাধা নেই।শুধুমাত্র ইন্টারনেট সংযোগসহ একটা পিসি থাকলে আপনিও ফরেক্স মার্কেটে ট্রেড করে স্বাধীনভাবে ইনকাম করতে পারেন।সে ক্ষেত্রে আপনাকে ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
নিঃসন্দেহে ফরেক্স একটি স্বাধীন ব্যবসা কারণ এখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কোন পেশার মানুষই স্বাধীনভাবে ব্যবসা করতে পারে। শুধু তাই নয় এখানে ব্যবসা করার যেমন অনেক বেশি শিক্ষা গত যোগ্যতার প্রয়োজন হয়না তেমনি অনেক বেশি মূলধনের প্রয়োজন হয়না। অর্থাৎ কারো যদি প্রবল ইচ্ছা থাকে তাহলে সে সামান্য পরিমাণ মূলধন ডিপোজিট করেও ফরেক্স মার্কেটে ব্যবসা করার মাধ্যমে খুব ভালো হয় করতে পারবে।
-
স্বাধীন ব্যবসা হিসেবে ফরেক্স মার্কেটের তুলনা অপরিসীম । এই ফরেক্স মার্কেটে কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত একাউন্ট খুলে কাজ করতে পারবে এবং সকল শ্রেণীর পেশাদার মানুষ ও একাউন্ট খুলে কাজ করতে পারবে । এই ফরেক্স মার্কেটে রাত দিন ২৪ ঘন্টা কাজ করার সুযোগ আছে বলে এই ফরেক্স মার্কেটকে কেউ কেউ ফুলটাই হিসেবে নিতে পারবে আবার কেউ কেউ পার্টটাইম হিসেবে মেনে নিতে পারবে,,,, ধন্যবাদ ।