-
1 Attachment(s)
[ATTACH=CONFIG]10153[/ATTACH]
রিস্ক ম্যানেজমেন্ট এর একটি সাধারণ পদ্ধতি হল এই Stop Loss (SL)। উপায়টি আসলে মন্দের ভাল। কারন এর অনেক সীমাবদ্ধতা আছে। এই পদ্ধতি আপনাকে শুধু অধিক মূল্য পতন থেকে বাচাবে কিন্তু কোন মুনাফার নিশ্চয়তা দেয় না। উপরের উদাহরণের শেয়ারটি ১০০ টাকায় কেনার পর দাম বেড়ে ১৫০ টাকা হল। দাম আরও বাড়ার প্রত্যাশায় আপনি শেয়াটি বিক্রি না করে ধরে রাখলেন। কিছু দিনের মধ্যেই দাম কমা শুরু হল। কমতে কমতে দাম ৯০ টাকার নিচে না আসা পর্যন্ত Stop Loss আপনাকে কোন Sell Signal দিবে না। সুতরাং ‘10% STOP LOSS’ পদ্ধতি ব্যবহার করায়, শুধু ১০ টাকা ক্ষতির হাত থেকে রক্ষা পেতে গিয়ে আপনি ৫০ টাকা মুনাফা করা থেকে বঞ্চিত হলেন।
Stop Loss (SL) এই সীমাবদ্ধতা অতিক্রম করার উন্নততর পদ্ধতি হল Trailing Stop Loss (TSL) । এই এডভান্সড পদ্ধতি স্টপ লসের মতই এক দিকে আপনাকে অধিক মূল্য পতন থেকে বাঁচাবে অপর দিকে মুনাফা রক্ষা করার নিশ্চয়তাও দিবে। যারা নতুন বিনিয়োগকারী তাদের অনেকেই বুঝতে পারেন না যে কত দামে তার হাতে থাকা শেয়ারটি বিক্রি করবেন। তাই অনেকে শেয়ার কেনার সময়ই একটি টার্গেট ঠিক করে অপেক্ষায় থাকেন। অভিষ্ট দাম পেলেই বিক্রি! ফলে শেয়ার হাত ছাড়া করার পর দাম আরও বেড়ে যাবার ঘটনা ঘটে উঠতি বাজারে। এমন অবস্থায় আফসোসে হাত কামড়ানো ছাড়া কোন উপায় থাকে না। নিরাপদ সীমার বাইরে থাকা দামে শেয়ারটি আবার কিনে আটকে যাবার সম্ভবনায় আপনি কেনার সাহস করতে পারেন না; অপর দিকে দাম ও ধীরে ধীরে বাড়তে থাকে। অর্থাৎ চেয়ে চেয়ে দেখা ছাড়া কোন উপায় থাকে না।
-
আপনি এর থেকে অনেক সুবিধা পেতে পারেন, কিন্তু আপনি অনেক ক্ষতি করেন কারণ উভয় ক্ষতি এবং মুনাফা খুব গুরুত্বপূর্ণ । যদি ক্ষতি হয়, তা হলে ভাল হয় এবং নৈপুণ্য যেভাবেই নেওয়া হয়, তাই আমাদের খারাপ কিছু বলা উচিত নয় এবং সাবধানে প্রশিক্ষণ রাখা উচিত
-
হুম যাবে, তবে স্টপ লস ব্যবহার না করলে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারে। মার্কেটে মাঝে মাঝে ঝড় আসে যার ফলে অধিক লসের সম্ভাবনা সৃষ্টি হয়। এর থেকে বাঁচার জন্য স্টপ লস ব্যবহার করতে হয়। তবে স্টপ লস ছাড়াও ট্রেড ওপেন করা যায় তবে এখানে কিছুটা রিস্ক ইনভল্ব থাকে।
-
মার্জিনে ফরেক্স ট্রেডিং একটি উচ্চ স্তরের ঝুঁকি বহন করে এবং আপনি যদি ভাল ঝুঁকি এবং অর্থ পরিচালনার দিক থেকে খুব দৃ না হন তবে আপনি কী হারাবেন তার কোনও সীমা নেই। যদি আপনি পুরষ্কারের দিকটি দেখেন তবে আপনি আমার সাথে একমত হবেন যে বৈদেশিক মুদ্রার সমানভাবে সীমাহীন উপার্জনের সম্ভাবনা বহন করে তবে প্রথমে জ্ঞান এবং দক্ষতা অর্জনের প্রয়োজন রয়েছে
-
প্রত্যেক ট্রেডারেরই উচিত স্টপলস ব্যাবহার করা এতে করে ঝুকি কিছুটা কম থাকে বলে আমি মনে করি। কারন মার্কেট মুভমেন্ট সবসময় আপনার ধারনা অনুযায়ী হবে না অনেকসময়ই মার্কেট প্রায় পাগল হয়ে তখন অনেক এনালাইসিসই কাজ করে না। তাই যদি স্টপলস ব্যাবহার না করেন তখন দেখা যাবে হয় লস নিয়ে দীর্ঘদিন বসে থাকতে হবে নাহয়তো একাউন্টও খালি হয়ে যেতে পারে। তবে এরকমটা হয় মাঝে মাঝে যে স্টপলস হিট করে মার্কেট পুলব্যাক করেছে তাই বলে যে স্টপ লস ব্যাবহারই করবেননা এমনটা আমি মনে করি না। স্টপলস ব্যাবহার করা জরুরী বলেই মনে হয় আমার কাছে।
-
প্রধান সঙ্গে এক্সচেঞ্জ একটি নিখুঁত প্রয়োজনীয়তা। আপনি যদি কোনও স্ট্যাপল ছাড়াই বিনিময় করেন তবে কোথাও কোনও বড় সংবাদ বিতরণ করা হয় না এবং এটি আপনার এক্সচেঞ্জের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে এবং প্রায় 20 পিপ-এ উঠে যায়। বর্তমানে আপনি বলুন যে আপনার বিনিময়টির পরিমাণ হতভাগা হবে। তাই এখন নিজেরাই ভেবে দেখুন স্ট্যাপল ব্যবহার করবেন কি না।
-
26 বছরে অনেক ক্ষতির জন্য দায়ী হয়েছি। আমি জানি এটি পুনরুদ্ধার করতে আমার অনেক সময় লাগবে। কারণ আমি অতিরিক্ত লোভী ছিলাম। আমি প্রথম পেয়েছিলাম $ 5 সোজা কথা হ'ল রোবটের কিছু নির্দিষ্ট কোড রয়েছে। এই কারণেই হাজারে উত্থান-পতন বাজারে উপস্থিত হয় তবে রোবটগুলি একই কোডে স্থির থাকে। যে কারণে এটি চূড়ান্ত ক্ষতি হবে। মানুষের মস্তিষ্কের মতো বিভিন্ন সময়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া যায় না। এই কারণেই আপনি ভাল করতে
-
স্টপ লস হলোও এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে অফ করে দিতে চান তা নির্দেশ করে।স্টপ লস আপনার ট্রেডকে সেভ করে।স্টপলস ছাড়াও আপনি ট্রেড করতে পারেন।এটা আপনার নিজের ইচ্ছা।তবে স্টপলস ব্যবহার না করলে ট্রেডের ঝুকিঁ থাকে বেশী।আর আপনার ট্রেডগুলোর খবরও প্রতিনিয়ত নিতে হবে।আর স্টপলস ব্যবহার করলে আপনি কাজে ফাকেঁফাকে ট্রেড গুলোর খুজ নিতে পারবেন।আর যদি কোনো খবর নাও নিতে পারেন তাও সমস্যা নাই। একটি নিদির্ষ্ট সময় পর আপনাআপনি অফ হয়ে যাবে ট্রেড গুলো।এটা হলো স্টপলসের সুবিধা। আর কাজের পাশাপাশি ওট্রেডিং করাযায়।তাই সমস্যা হয়না কোনোও
-
স্টপ লচ ব্যবহার না করে ও ট্রেড করে ভালো অর্থ উপার্জন করা যায় তবে সেই পদ্ধতিটা খুবই রিস্কি হয়ে দাড়ায় । তবে আমি মনে করি যে,,, আপনার যদি যথাযথ ভাবে ট্রেডিং মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি স্টপ লচ ব্যবহার না করেই ভালো অর্থ উপার্জন করতে পারবেন,,,, ধন্যবাদ ।
-
অবশ্যই ফরেক্স ট্রেডিং এ আপনি চাইলে stop-loss না দিয়েও ট্রেড করতে পারেন তবে আমি মনে করি যারা দক্ষ ট্রেডার তারা কখনোই stop-loss ব্যবহার করেন না এখানে স্টপ লস তাদেরই ব্যবহার করা উচিত যারা ফরেক্স ট্রেডিংয়ে একেবারেই নতুন অনভিজ্ঞ।তবে আমি মনে করি যথাযথ মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করলে এবং নিউজ অনুযায়ী ট্রেড ধরলে স্টপ লস ব্যবহার করার প্রয়োজন হয় না। তাই আমাদের সকলের উচিত যথাযথ মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা। ধন্যবাদ