-
রোবট ব্যবহার করে ট্রেড করা অনেক ভাল লাগে। কিন্তু বিষয় হলো রোবট ব্যবহার করতে হলে আপনাকে ডিপোজিট অনেক বেশি রাখতে হবে। রোবট আপনার ট্রেড দিলেও আপনাকে রোবটকে পরিচালনা করতে হবে। আপনি যদি মনে করেন রোবট অনেক বেশি ট্রেড দিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে রোবটের দিকে। তবে রোবট ব্যবহার করে সব সময় ট্রেড না করাই ভাল।
-
রোবট ব্যবহারে আমি এক মত না , আমি নিজে যেটা মনে করি সেটা হল নিজের এনালাইসিস হল বড় রোবট । রোবট মাঝে মাঝে ব্যবহার করা যায় ।
-
রোবট কিছ সময় কাজ করে আবার কিছু সময় কাজ করে না , আমি মনে করি নিজে বুঝে যদি ট্রেড করা যায় তাহলে মনে হয় ভালহয়।
-
আমি কখনই রোবট ব্যাবহারের পক্ষে ছিলাম না।তবে অনেক ট্রেডারের পক্ষে ইনভেস্ট করা সম্ভব হলেও এখানে সময় দেয়া সম্ভব হয়না।তাই তাদের জন্য রোবটই একমাত্র ভরসা।তবে অবশ্যই রোবট সেটিং সম্পর্কে ভালোভাবে জেনে ব্যাবহার করতে হবে।
-
আমি রোবট ব্যাবহার করাকে কখনই সমর্থন করি না কারন রোবট ব্যাবহার করে ট্রেড করলে কোন কিছু শিখা যায় না । অবিজ্ঞতা নিয়ে এই মার্কেট থেকে ট্রেড করতে হবে এবং সফলতা লাভ করতে পারবেন ।
-
বর্তমান যুগ আধুনিক যুগ তাই আধুনিক যুগ হিসেবে রোবট এর ব্যবহার আমি সমর্থন করি। কাওরন রোবট ব্যবহার করে সহজে খুব নির্ভুল ভাবে ট্রেড করা যাবে। এবং রোবট ব্যবহার করে সফল হওয়া যায়। তাই ভাল ধারনা জন্য রোবট ব্যবহার করা উচিত। আমি এটাকে সমর্থন করি।
-
আমার মত যারা ফরেক্স এ অনিয়মিত ............ তাদের জন্য রোবট টাই ভাল...............
-
হা আমি রোবটকে সমর্থন করি।কারন আমরা চাই লাভ করতে। আর লাভ করার জন্য আমরা নিজের অথবা রোবট যেকনটা ব্যাবহার করতে পারে।
-
ফরেক্স মার্কেট এ আমরা রোবট শব্দটির সাথে অনেক পরিচিত আসলে এখানে রোবট হল এক ধরনের স্ক্রিপ্ট যার মাধ্যমে আপনার ফরেক্স টার্মিনাল থেকে অটো ট্রেড ওপেন ও ক্লোজ হয়ে থাকবে ।আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার যদি পূর্ববর্তী সময়ে রোবট ব্যাবহারের অবিজ্ঞতা না থাকে তাহলে লাইভ একাউন্ট এ ব্যাবহারের পূর্বে এর ব্যাবহার বিধি ডেমো একাউন্ট এর মাধ্যমে জেনে নিবেন ।
-
আমি রোবট ব্যবহারকে সমর্থন করি । কারন রোবট আমন একটি জিনিষ যার মাধ্যমে আমরা অতি অল্প সময়ে যেকোন কাজ র্নিভুল ভাবে সমাধান করা যায় । ফরেক্স এ রোবট ব্যবহার করে আমরা অনেক তারাতাতি আমাদের লক্ষে পৌছাতে পারি ।