Originally Posted by
alamsat
আমরা একটি ট্রেড শুরু করার আগে অনেক এ্যানালিসিস করি। এরপর একটি ট্রেড নেই কিন্তু ট্রেড নেওয়ার পর আমাদের মনে একটি ভয় কাজ করতে থাকে যে, ট্রেডটিতে কত প্রফিট করব, যদি লস হয় কত লস নেবো এসব জিনিস মাথায় খেলতে থাকে। ফলে আমরা কম প্রফিট নিয়ে একটি ট্রেড শেষ করে ফেলি। কিন্তু যখন লস হয় তখন ট্রেডটি অনেক সময় ধরে রাখি দেখি প্রাইজ আবার ফিরে আসে কিনা। কিন্তু এভাবে আরও বেশি লস হতে থাকে এব সময় অনেক বড় আকারের একটি লস নিয়ে ট্রেডটি ক্লোজ করে দেই। কিন্তু প্রফিটের ট্রেডগুলি কখনও বেশি সময় ধরে রাখি না। ফলে সব সময় অল্প প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করি। তাই দেখা যাই ১০ ট্রেড এ ৮টিতে প্রফিট করলেও দেখা যাই সব মিলিয়ে লসে আছি। তাই আমি বলব লসের ট্রেডগুলি যেমন বেশিসময় ধরে রাখি তেমনি প্রফিটের ট্রেডগুলিও বেশি সময় ধরে রেখে বেশি প্রফিট করার চেষ্টা করব।