আমরা ফরেক্স মার্কেটে বারবার লস করি কারন ট্রেডিং এর পূর্বে আমরা ভালোভাবে মার্কেট এনালাইসিস না করেই আবেগের বশে ট্রেড করি । এছাড়াও ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে হলে দরকার ধৈর্য এবং অধ্যবসায় । কোন একটি ট্রেড ভাল প্রফিটে যেতে কখনো কখনো কয়েক সপ্তাহ সময় নিয়ে থাকে । কিন্তু আমাদের অনেকেরই ততদিন অপেক্ষা করার ধৈর্য থাকে না । সে কারণে অনেকেই অল্প লাভ মেনে নিয়েই ট্রেড ক্লোজ করে দেন । যেটা একদমই ঠিক নয় ।