-
নতুন নিয়ম অনুযায়ী ফরেক্স বাংলা ফোরামের একজন মেম্বার দিনে ৫-১০ টি পোস্ট করতে পারবে । যেখানে আগে ছিলো ৪০ টা পোস্ট । তবে এই ৫-১০ টা পোস্টই যেন হয় শিক্ষনীয় এবং বাস্তব সম্মত সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে । আগে যখন বেশি পোস্ট করা যেত তখন ফোরাম মেম্বাররা আজেবাজে পোস্ট বেশি করতো । তবে এখন বেশী বোনাস নেওয়ার কথা বাদ দিয়ে যদি শিক্ষামূলক পোস্ট করা হয় তাহলে আগের চেয়ে বেশী বোনাস নেয়া সম্ভব ।
-
এখন আপনি যত সুন্দর করে যত গ্রহনযোগ্যতা মূলক একটা কমেন্ট করবেন আপনার বোনাস তত বেশি হবে। এতে করে ফোরামের ক্রাউড টা কিছু টা কম হচ্ছে আবার সেই সাথে মান সম্মত পোষ্ট যাতে হয় সে দিকেও একটা ব্যাপার কাজ করতেছে সবার মধ্যে। প্রতিদিন একটা নির্দিষ্ট ভাবে আপনি যদি ট্রেড করেন মনে করুন যে 5 থেকে 10 টা করেন তাহলে একটি মাসে অনেকগুলো পোস্ট হবে। তবে সর্বনিম্ন পাঁচটা করতে হবে এরকম কোন নির্দিষ্ট নিয়ম নেই আপনি একটাও করতে পারেন দুটো করতে পারেন অথবা 1 থেকে 10 এর ভিতরে করতে পারেন।
-
সর্বনিম্ন ৫ টা এবং সর্বোচ্চ ১০ টা পোষ্ট করতে পারবেন প্রতিদিন। তবে এর অতিরিক্ত করলে সেটা এই ফোরামের নিয়মের বাইরে চলে যাবে। এছাড়াও আপনার পোষ্টগুলো যেন মানসম্মত ও শিক্ষনীয় হয় এবং অন্যান্য সদস্যদের উপকারে আসে এরকম যক্তিসঙ্গ পোষ্ট লিখার চেষ্টা করতে হবে। এছাড়াও আপনার পোষ্টগুলো যেন দুই লাইনের চেয়ে কম না হয়। তাই বেশি পোষ্ট না করে ১টি পোষ্ট করলেও সেটা তথ্যবহুল হওয়াটা অধিক যুক্তিযুক্ত।
-
আমার জানামতে, ফরেক্স ফোরামে পোস্ট করার জন্য নির্দিষ্ট কোন লিমিট নেই। জ্ঞান অর্জন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে আপনি যত খুশি তত প্রশ্ন আর যত খুশি তত প্রশ্নের উত্তর এই প্লাটফর্ম থেকে শেয়ার করতে ও জানতে পারবেন। তাই সবকিছু বিবেচনা করেই ফোরামে পোস্টিং করা উচিত। তাহলেই একজন ট্রেডার ফোরামে পোস্টিং এর মাধ্যমে বোনাস এর সাথে সাথে অনেক কিছু শিখতে পারবে।
-
আমরা সকলেই ফরেক্স ফোরাম প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এটা একটা খুবই ভালো দিক বলে আমি মনে করি। আর এখন নতুন নিয়ম অনুযায়ী ফরেক্স বাংলা ফোরামের একজন মেম্বার দিনে ৫-১০ টি পোস্ট করতে পারবে। তাই সবকিছু বিবেচনা করেই ফোরামে পোস্টিং করা উচিত। তাহলেই একজন ট্রেডার ফোরামে পোস্টিং এর মাধ্যমে বোনাস এর সাথে সাথে অনেক কিছু শিখতে পারবে।
-
প্রতিদিন আমরা সর্বোচ্চ 10 টা পোস্ট করতে পারে। এটা নির্দিষ্ট করে দেওয়া আছে তবে দশটা বেশি পড়া যাবে না। প্রতিদিন একটা নির্দিষ্ট ভাবে আপনি যদি ট্রেড করেন মনে করুন যে 5 থেকে 10 টা করেন তাহলে একটি মাসে অনেকগুলো পোস্ট হবে। তবে সর্বনিম্ন পাঁচটা করতে হবে এরকম কোন নির্দিষ্ট নিয়ম নেই আপনি একটাও করতে পারেন দুটো করতে পারেন অথবা 1 থেকে 10 এর ভিতরে করতে পারেন।
-
আমার জানা মতে ফোরামের নতুন আপডেট দেওয়ার পর একজন সদস্য প্রতিদিন 10 টি পোস্ট করতে পারবে এবং প্রতিটা পোস্টে লাইক এর উপর তিনি সর্বোচ্চ 50 ডলার নিতে পারবে।তবে নির্দিষ্ট সময়ে পরবর্তীতে আপনি পোস্ট করতে পারবেন ।
-
ফরেক্স বাজারে কাজ করার জন্য ফরেক্স বাংলা ফোরাম একটি বিশেষ ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই ফোরামে কাজ করে অর্জিত বোনাস দিয়ে ফরেক্স বাজারে ট্রেড করা সম্ভব। এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়.... ধন্যবাদ।
-
আমি সাধারনত ৩০-৪০ টা পোস্ট করে থাকি। আসলে বেশি পোস্ট করে লাভ নেই। অনেকস দেখা যায় যে শুধু ব্যালেন্স বাড়ানোর উদ্দেশ্য পোস্ট করে থাকি। তবে প্রতিদিন একটি লিমিট এর মধ্যে ফরেক্স ট্রেডীং েএকাউন্ট এ পোস্ট করা উচিত।
-
আগে ফোরামে প্রতিদিন ৪০ তা পোস্ট করা জেত। কিন্তু ফোরাম এখন নিয়ম করেছে একদিনে সর্বোচ্চ ১০ তা পোস্ট করা করা যাবে। তবে বোনাসের পরিমান বেসি প্রধান করছে।