-
ফরেক্স হল অনলাইন ইনকাম। বেকারত্বের করাল গ্রাসে যখন দিসে হারা অনলিনে এ ইনকম খজায় বেয়াস্ত তখন হঠাত চোখেপড়লো ফরেক্স। ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আরো ভাল ভাবে চেষ্টা করলাম।জানলাম এর মার্কেট সম্পর্কে।কিভাবে ফরেক্স এর কাজ করতে হয়। সব কিছু জানার পর খুব ভাল লাগ্ল।বুঝলাম ছাত্রদের জন্য একটা ভরসা। তাই দেরি না করেই সুরু করলাম ফরেক্স।সব কিছুর থেকে best মনে হল ফরেক্স কে।এভাবেই ফরেক্স আ আসা
-
একদিন আমার এক ফ্রেন্ড এই ফরেক্স ট্রেডিং নিয়ে আলোচনা করে । সে অনেক দিন ধরে এই ফরেক্স এর সাথে জড়িত ছিল ।সে এই ফরেক্স ট্রেডিং করে ফরেক্স থেকে মোটামোটি আয় করতে পারছে । ফরেক্স থেকে যেহেতু আয় করে নিজেকে স্বাবলম্বী করা যায় । তাই আমি এই ফরেক্সের সাথে এড হয়েছি । আর এখন আমি নিয়মিত ডেমো ট্রেড করে যাচ্ছি । এভাবে আমার ফরেক্সে আসা ।
-
করোনা চলাকালীন সময়ে আমার এক বাল্যবন্ধুর মাধ্যমে ফরেক্সে আসা। যদিও তার অনলাইন ট্রেডের বিষয়ে আগে থেকেই জানতাম। তারপরও নিজের প্রফেশনাল কাজের জন্য ফরেক্স সম্পর্কে আলোচনা বা এ সম্পর্কে আগ্রহ প্রকাশ করা হয়নি। কিন্তু বর্তমানে অনেকটা স্পেয়ার টাইম থাকায় ফরেক্সে আসা। আশা করি আপনার মতো আমিও ফরেক্সকে নিজের রক্তে প্রবাহিত করতে পারবো।
-
ফরেক্সে এসেছি একজন বন্ধুর মাধ্যমে। সে ফরেক্স করতো তাই দেখতাম একসময় আগ্রহী হয়ে উঠি এবং তার কাছে থেকেই কিছু ধারনা নিয়ে ফরেক্স করার চেষ্টা করি। শুরুতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে মার্কেট সম্পর্কে ধারনা নিয়ে ফরেক্সে ভালো করার চেষ্টা করে চলেছি।
-
ফরেক্সে আসার পেছনে আমার এক অভিজ্ঞ ও দক্ষ বড় ভাই এর অবদান রয়েছে। তার মাধ্যমে আমি ফরেক্সে কাজ শুরু করি। দীর্ঘ দিন থেকে আমি আমার অফিসে পাশাপাশি কিছু করার জন্য চেষ্টা করেছিলাম যখন আমি আমার উক্ত বড় ভাইয়ের কাছে আমার বিশেষ গুলি খুলে বলি তখন তিনি আমাকে ফরেক্স করতে উৎসাহ প্রদান করেন। ফরেক্স করার জন্য যত সহযোগিতা প্রয়োজন তিনি আমাকে করেছেন আমি তার কাছে চির কৃতজ্ঞ। ফরেক্স এর মাধ্যমে আমি আমার জীবনের গতি বদলে দিতে চায়।
-
ফরেক্স ট্রেডিং করছে এবং সে এখানে অনেক দক্ষ ও অবিজ্ঞ। তিনিই আমাকে এখানে আসার জন্য উদ্ভুদ্ধ করেছেন। যদিও আমি প্রথম অবস্থায় তেমন আত্নবিশ্বাসী ছিলাম না এবং তেমন পারতামও না। তবে এখানে কাজ করতে গিয়ে আমি অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি। এই বিজিনেস আমি করবো,তাই রাত দিন খুব খাটা শুরু করি,বিভিন্ন ফরেক্স টপিক পড়তে থাকি,অনলাইন দিয়ে অনেক ডিডিও সংগ্রহ করে থাকি।
-
আমি ফরেক্স মার্কেটে এসেছি দুজন সিনিয়র ট্রেডারের মাধ্যমে। তারা অনেক বছর যাবত ফরেক্স ট্রেডিং করছেন এখন বর্তমানে তারা অনেক অভিজ্ঞ ট্রেডার। আগে আমার ফরেক্স মার্কেট সম্পর্কে কোন ধারণা ছিল না। তাদের কাছ থেকেই ফরেক্স শিখেছি এবং তারাই আমার শিক্ষা গুরু। তাদের কাছে আমি চির কৃতজ্ঞ এমন একটি প্লাটফর্মে আমাকে আনার জন্য। ফরেক্স শেখার সবচেয়ে ভালো উপায় হলো কোনো অভিজ্ঞ ট্রেডারের কাছে ফরেক্স শেখা। একজন অভিজ্ঞ ট্রেডার আপনাকে যতটা ভালো ভাবে ফরেক্সে শেখাতে পারবেন সেটা কোন ট্রেনিং সেন্টার কখনোই পারবে না। একজন অভিজ্ঞ ট্রেডার তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাকে অনেক কিছুই শেখাতে পারে। সে দীর্ঘ কয়েক বছর যাবৎ যে ভুলগুলো বারবার করেছে, কখন কোথায় বাই এবং সেল নিতে হবে সেটা আপনাকে দু-তিন মাসের মধ্যেই শিখিয়ে দিতে পারেন। পাশাপাশি forex-forum থেকেও অনেক কিছু শেখার আছে। এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন যেটা একজন নতুন ট্রেডারের এর জন্য অনেক উপকারী। ধন্যবাদ সকল সিনিয়র ট্রেডারদের।
-
হঠাৎ একদিন আমার এক বন্ধুর সাথে দেখা । সে আমাকে এই ফরেক্স ফোরাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে । তাঁর আয়ের কথা বলে । তার অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমাকে ফরেক্স ফোরাম এ আস্তে উৎসাহিত করে আসার জন্য । তার কথা গুলো শুনে আমি ফরেক্সে আসার জন্য সহোমত পোসন করি । আর তার মাধ্যমে আমার এই ফরেক্স মার্কেটে আসা ।
-
বছর দুয়েক আগে আমি এক ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলা অন লাইনে একটা ভাল বিশ্বস্ত সাইট আছে যেখানে মানুষ ইনভেস্ট করে ভাল আয় করতেছে আমি তাহার কাছ থেকে হালকা পাতলা ধারণা নিয়ে ডেমো ট্রেডিং করে তার পর আমি ইনভেস্ট করে ছিলাম ইনিস্টাফরেক্সে কিন্তু প্রথম দিকে ভাল প্রফিট করি তারপর প্রফিট আস্তে আস্তে নরমালে আসলে এপূূর্যন্ত লাভ লস করে আছি বইকি তবে খুব একটা ভাল পজিশন করতে পারিনি কারণ অনন্য ব্যাবসার পাশা পাশি ফরেক্স করি,
-
ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আরো ভাল ভাবে চেষ্টা করলাম।জানলাম এর মার্কেট সম্পর্কে।কিভাবে ফরেক্স এর কাজ করতে হয়। সব কিছু জানার পর খুব ভাল লাগ্ল।বুঝলাম ছাত্রদের জন্য একটা ভরসা। আমাকে সর্ব প্রথম এই ব্যবসা এর কথা বলে ছিলো,কিন্তু আমাকে সে ফরেক্স শিক্ষায় নি,কিন্তু আমার জেদ ছিলো এই বিজিনেস আমি করবো,তাই রাত দিন খুব খাটা শুরু করি।