জিবন ধারাবাহিকতা বজায় রাখতে চায়, পূরানোকে ত্যাগ করে নতুনকে গ্রহণ করা আমাদের একটু কষ্টকর ব্যাপার কিছু ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে বললাম এই কারণে যে, পুরানোর বদলে নতুন মোবাইল, কম্পিউটার, জামা-কাপড় পেলে আমরা খুশিই হব। কিন্তু উইন্ডোজ ৭-এর বদলে ১০ বললে নিশ্চয় একটু দ্বিধাবোধ করবেন, যদিও ১০ অনেক বেশি উন্নত। ঠিক তেমনি মেটাট্রেডার ৪ ও ৫-এর ক্ষেত্রে।