অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করা হয় শুধুমাত্র ও একমাত্র রোজগার করার জন্য। রোজগার করার জন্য ফরেক্স সবচাইতে উত্তম ব্যাবসা বলে আমি মনে করি।
Printable View
অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করা হয় শুধুমাত্র ও একমাত্র রোজগার করার জন্য। রোজগার করার জন্য ফরেক্স সবচাইতে উত্তম ব্যাবসা বলে আমি মনে করি।
ফরেক্স বিজনেস আমাদের জন্য আধারের প্রতিকুলে আলো হয়ে এসেছে। ফরেক্স মার্কেট হচ্ছে বর্তমানে একটি স্মার্ট বিজনেস । এবং তা সারা জগত জুরে রয়েছে। ফরেক্স মার্কেট থেকে আজ কাল অনেকেই নিজেদের পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন করতে পেরেছেন নিজেদের পরিবারের ও । আজ ফরেক্স মার্কেট দ্বারা বেকার সমস্যা দূর করার পাশাপাশি সামাজিক ভাবে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে।তাই আমি মনে করি আমাদের মধ্যে প্রাই সবাই রোজগারের জন্য ফরেক্স এর অন্তরভুক্ত হন।
না ফরেক্স ট্রেডিং শুধু মাত্র যে আয়ের উৎস আসলে তা নয়। কারণ,ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। ফরেক্সে ট্রেডিং করে আপনি বৈদেশিক মুদ্রা বাজার সম্পর্কে অনেক ভাল ধারণা পেতে পারেন। এতে করে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে না। ধন্যবাদ
শুধু মাত্র রোজগারের জন্য ফরেক্স কিনা তা বলতে গেলে আগে আমাদের জানতে হবে যে আমরা পৃথিবীতে আমাদের নিজেদের পরিচিত করতে চাই আর এ্টাই বাস্তবতা যে একমাত্র টাকা আপনাদের সেই আইডেন্টিটি দিতে পারে তো কেউ কেউ এই ব্যবসাকে তাদের ফুল টাইম পেশা হিসেবে নেয় আবার কেউ কেউ এটা কে পার্ট টাইম পেশা হিসেবে নেয়।
আমি ফাইন্যান্সের ছাত্র, তাই অন্য সবার জন্য ফরেক্স রোজগারের মাধ্যম হলেও আমার জন্য নয়। আমি একাডেমীক অনেক কিছুই বুঝতে পারছি ফরেক্সে ট্রেড করে।
ফরেক্স মার্কেট হোল অনলাইনে মুদ্রা কেনা বেচা করা হয় । এটা আমার জন্য সুদু বেবসা না এবং সারা পৃথিবীর মুদ্রা মান সম্পর্কে জ্ঞান ও অর্জন হবে ।
প্রশ্নটা আমার কাছে একটু দ্বিধার মধ্যে ফেলে দিল। এটা নিয়ে কিছুক্ষন ভাবার পর আমার মনে হয় হ্যা শুধু রোজগারের জন্যই ফোরেক্স। কারন আমারা পড়ালেখা করি ব্যবসা বা চাকরি যাই করিনা কেন তার প্রধান ইদ্দেশ্যই থাকে ভালো করে জীবন কাটানোর জন্য ইনকাম করা। তার এর জন্য ফোরেক্স অবশ্যই একটি আশির্বাদ স্বরুপ আমার জন্য। তাই এটি রোজগারের একটি ভালো মাধ্যম এল আমার ধারনা।
ফরেক্স হল একটি অন্তর্জাতিক ব্যবসা। এ ব্যবসা শুধু মাত্র রোজগারের জন্য নয় এ ব্যবসা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। কোন ডলারের কোন নাম তা জানতে পেরেছি কোন দেশে কোন জিনিসের দাম কমলো কোন জিনিসের দাম বাড়লো তা জানতে পারছি এবং আরও নতুন নতুন জিনিস শিখছি এই ব্যবসা থেকে।
ফরেক্স মার্কেট আমার সেষ বিজনেস নয় । ফরেক্স মার্কেতে আমি সরব প্রথম কাজ করি । আমি আশা করি ফরেক্স থেকে ভাল প্রফিট পাব ।ফরেক্স কে পার্ট টাইম হিসেবে আপনি নিতে পারেন ।
পরাসনার পাশাপাশি ফরেক্স মারকেতে কাজ করা জাই তাই বিসেশ করে ছাত্র ড়াও ফরেক্স মার্কেট এর প্রতি আগ্রহ বেশি । আমি মনে করি ফরেক্স শুদু পেশাই নয় রজগারের জাইগা ।
ফরেক্স আমার একমাত্র লক্ষ হল ফরেক্স হতে আয় করা এবং যেহেতু আমি পেশা হিসাবে ফরেক্স ট্রেড করছি তাই আমার এরুপ পেশায় ক্রমাগত কাজ করার ফলে যদি কোন প্রকার পেশাগত দক্ষতা সৃষ্টি হতে পারে । তবে ফরেক্স মার্কেট থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার রাগ কন্ট্রোল করা, লোভ না করা, নিয়ম মত সব কিছু করা। এসব গুলো ফরেক্স এ সফল হবার জন্য খুব দরকার। তাই এসব ও ফরেক্স থেকে শেখা যাই।