-
ফরেক্স মার্কেটে প্রথমে আসলে কিছুই বুঝা যায় না আপনি ফরেক্স মার্কেটের সাথে লেগে থাকুন ডেমো প্রকটিস করতে করতে নিজেকে বুঝার চেস্টা করুন তাহলে একদিন সফল ট্রেডার হতে পারবেন।ফরেক্স সম্পর্কে বিভিন্ন ওয়েব সাইট রয়েছে সে সাইট গুলো থেকে ফোরামের মাধ্যমে অনেক কিছু জানতে পারি।
-
যেহেতু আপনি ফরেক্স মার্কেটে একদম নতুন সেহেতু আপনি আগে ফরেক্স ফোরাম করে যান আর আপনি ফরেক্স মার্কেটে ডেমো একাউন্ট করে অল্প অল্পভকরে ফরেক্স মার্কেটে ট্রেড করে যান থলে আপনি দেখবেন আপনার বোনাস হচ্ছে পাশা পাশি আপনি ফরেক্স মার্কেটের ট্রেড শিখতে পারবেন।
-
আপনি যেহেতু ফরেক্স *মার্কেটে নতুন সেহেতু অামি মনে করি আপনি একটি ডেমো একাউন্ট খুলে সেখানে বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন । ডেমো প্র্যাকটিসের ফলে আপনি মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন । তাছাড়া আপনি বিভিন্ন সাইটের সাহায্য নিয়ে মার্কেট সম্পর্কে পড়াশুনাও চালিয়ে যেতে পারেন ।
-
ফরেক্স ট্রেডারদের জন্য টাইম ফ্রেম অনেক বেশি গুরুত্বপুর্ণ । কেননা এই সব টাইম ফ্রেমের মাধ্যমেই মুলত একজন ট্রেডার তার এনালাইসিসকে আরো বেশি তাৎপর্যমন্ডিত করতে পারে । তবে মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা অনেক বেশি পরিমাণে টাইমফ্রেমেকে গুরত্ব দিয়ে থাকি । আর টাইমফ্রেম এনালাইসিসের একটা অংশও বটে ।
-
আপনি ফরেক্স করতে চান ভাল কথা আপনি ফরেক্স করেন আমাার মনে হয় আপনি যদি নিয়মিত ফোরম পরেন তবে আপনি ফরেক্স শুরু করবেন কি করে তা জানতে পারবেন |আপনার যদি কোন বড় ভাই থাকে যে ফরেক্স করে তার কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন তা হলে আপনার জন্য অনেক ভাল হবে ফরেক্স এর সাথে থাকু আর ফরেক্স থেকে আয় করুন ধন্যবাদ|
-
আপনি যদি বাংলা ফোরামে নতুন হন আগে সবার কমেন্ট পড়ার চেস্টা করুন এবং বুঝুন যে কমেন্ট লেখার ধরন কি রকম ।আপনি ডেমো একাউন্টে প্রাকটিস করুন বাংলা ফোরামে এর পাশাপাশি।ডেমো একাউন্টে আপনি কি কি সমস্যার সম্মুক্ষিন হন।আর সেই সমস্যা গুলো থ্রেড আকারে পোস্ট করুন।
-
দক্ষ ট্রেডারদের কাছে সব সময় আমাদের শেখার আছে । আমরা যেখান থেকে কম বুঝব সেখান থেকে জানার চেষ্টা করব । আমরা সব সশয় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য দক্ষ ট্রেডারদের সাহায্য নিতে হবে । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য জ্ঞান অর্জন করতে হবে ।
-
নিয়মিত ফোরাম পোষ্টসমূহ পড়ুন এবং আপনার কোন মন্তব্য থাকলে এখানে মন্তব্য করুন। ফোরামে পোষ্ট করার কিছু নিয়মনীতি আছে সেগুলো ভালভাবে পড়ে নিন। এখানে আপনাকে আপনার মন্তব্যের জন্য কিছু পয়সা ক্রেডিড হিসাবে ফোরাম আপনাকে দিবে ,যা দিয়ে আপনি রিয়েল এ ট্রেড করে প্রফিট উত্তোলন করতে পারবেন।
-
আপনি প্রথমে কয়েক মাস ডেমো প্রাকটিকস করেন । আপনি ডেমোতে ১০০ ডলার নিবেন । ১০ সেন্টের বেশি ট্রেড করবেন না । যতখন তা লাভে কোলস না হয় । এক দিনে বড় লোক হওয়ার স্বপ্ন ছেড়ে দেন ।ধর্য্য ধারন করেন সময় নেন । মার্কেট এনালাইস করেন সিগন্যাল বুঝেন ট্রেড করেন।