-
যেহেতু আপনি ফরেক্স-বাংলা তে পোস্ট করতে পেরেছেন সেহেতু আপনার এখানে অ্যাকাউন্ট আছে। এখন আপনি কন আকাউন্ত খুলবেন তা কিন্তু বলেননি । ধরি, আপনি ইন্সতা আচউন্ত খুলবেন এরজন্য ইনস্টা ফরেক্সএর হোম পেজে গিয়ে ওপেন লাইভ একাউন্ট লিংকটি ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, আপনারএকাউন্ট তৈরি হয়ে যাবে। আর আপনি বুঝতে না পারেন তাহলে যে পারে তার সাহায্য নিন।
-
আমার মতে ফরেক্সে একাউন্ট খোলা খুব কঠিন কিছু না। আপনি যে ব্রোকারে একাউন্ট খুলতে চান সে ব্রোকারের ওয়েবসাইটে গিয়ে নরমালি রেজিস্ট্রেশন করুন। এটা আর দশটা সাইটে রেজিস্ট্রেশন করার মতোই সহজ। যে যে তথ্য চায় সেগুলো ঠিক ভাবে পূরন করুন। পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য প্রয়োজনিয় ডকুমেন্ট দিন। এভাবেই পারবেন বলে আমি মনে করি।ধন্যবাদ
-
আমি আসলে একনও একাউন্ট খুলার নিয়ম ভাল করে জানা নেই ,তবে আমি নিজেকে অবোধ মনে হচ্ছে কারন আমি একজন ভাল ট্রেডার হতে চাই তাহলে আমি একনও একাউন্ট ভাল করে খুলতে জানি না।।তবে আমার একটা প্রশ্ন হচ্ছে আমি যখন একাউন্ট খুলতে যাব্*,তখন কতগুলো আaffiliate code খুজে সেগুলো ক্ষেত্রে কি করা যায়।।কেউ জানলে জানাবেন।
-
ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট খুলতে হলে আপনার কিছু প্রয়োজনীয় ডুকমেন্ট এর প্রয়োজন হবে।যেমন-আইডি কার্ড বা পাস্পুটের পটকপি।এর মাধ্যমে আপনি একাউন্ট খুলতে পারবেন।প্রথমে আপনি আপনার নির্দিষ্ট ব্রোকার এর একটি এপ্লিকেশন নামাবেন। তার পর সেখানে আপনি আপনার সব ডুকমেন্ট দিবেন।এভাবেই আপনি আপনার রিয়েল একাউন্ট খুলতে পারবেন।তবে একটু সতর্ক থাকতে হবে যে কোন তথ্য জাতে ভুল না হয়।যদি ভুল হয় তাহলে আবার একাউন্ট খুলতে হবে।
-
ফোরামের বোনাস ফরেক্স ট্রেডিং-এর জন্য। ঐই বোনাস ফরেক্স একাউন্টে পেতে:
১। ইন্সটা ফরেক্স সাইটে যান।
২। Register বা Open Live Trading Account-এ ক্লিক করুন।
৩। যে ফর্ম আসবে তা পূরণ করে সাবমিট করুন। Affiliate Code-এর জায়গায় অবশ্যই portalforum দিবেন, না হলে বোনাস পাবেন না।
৪। আপনার ই-মেইল কনফারমেশনের জন্য একটা মেইল আসবে, যে লিঙ্ক দেওয়া থাকবে তাতে ক্লিক করে দিন।
৫। আপনাকে একাউন্ট নম্বর ও পাসওয়ার্ড দিয়ে একটা মেইল পাঠানো হবে, ঐগুলি ব্যবহার করে লগিন করুন।
৬। Account Settings, পরে Verify Account-এ ক্লিক করে ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
৭। এবার ফোরামে লগিন করুন।
৮। আপনার ইউজার নেম বা Profile-এ ক্লিক করুন।
৯। Bonus for post, পরে Attach Account-এ ক্লিক করুন।
১০। আপনার ইন্সটা ফরেক্সের একাউন্ট নম্বর ও পাসওয়ার্ড দিয়ে Attach-এ ক্লিক করুন।
ব্যাস, কাজ হয়ে গেল।
-
দি ইনস্টাফরেক্স বা এই ধরনের কোন ব্রোকারে ট্রেডিং একাউন্ট খুলতে চান,সেক্ষেত্রে আপনি ওদের ওয়েব সাইটে গিয়ে সহজে একাউন্ট খোলার ফর্ম পুরন করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে পারবেন।আর ফোরাম সক্রান্ত কোন একাউন্ট খোলার আগে তাদের নিয়ম ভালভাবে পড়ে নিন ধন্যবাদ।
-
আপনি কোন একাইন্ট খোল ভেন আমাকে একটু বলবেন । কারন ফরেক্স একাইন্ড খোলার হন্য এক নিয়ম ,ফোরাম একাইন্ড খোলার হন্য এক নিয়ম , ডেমো একাইন্ড খোলার হন্য এক নিয়ম । তাই আমাকে বলুন যে কোন একাউন্ট আপনি খোল তে চান ।
-
ফরেক্স মার্কেট এ একাউন্ট খুলা অনেক সহজ টকা লাগেনা,যদি আপনি একটু ইংরেজি জানেন তাহলে ফরেক্স মার্কেট এর ফরেক্স ব্রোকারের একাউন্ট খুলার ফ্রম এর খালি জায়গা গুলি পুর্ন করলে দেখবেন যে ফরেক্স মার্কেট এর লাইভ একাউন্ট বা ডেমো একাউন্ট করতে পারবেন।
-
আপনি কোন একাউন্টের কথা বলছেন ? instaforex এ যদি একাউন্ট খুলতে চান তা হলে প্রথমে www.instaforex.com এ গিয়ে লগইন করে প্রয়োজনিয় ডকুমেন্টস্ জমা দিয়ে একাউন্ট খুলতে পারবেন । www.instaforex.com এ একাউন্ট খুললে সুবিধা হচ্ছে এই ফোরামের পোস্ট বোনাস দিয়েই আপনি ট্রেড করতে পারবেন ।
-
একাউন্ট খোলার পদ্ধতি খুবই সহজ । আপনি ইচ্ছে করলে খবই সহজেই একাউন্ট খুলতে পারেন । আপনি প্রথমেই ইন্সটাফরেক্স এর ওয়েবসাইটে যান । সেখানে লেকা দেখবেন ওপেন লাইভ একাউন্ট । সেখানে ক্লিক করুন । তারপর আপনার বিস্তারিত ইনফরমেশন দিয়ে আপনি একটি লাইভ একাউন্ট খুলতে পারেন খুব সহজেই ।