আমি্ একটা ফরেক্স এর ইনিস্টিটিউট থেকে ফরেক্স শিখেছি তো আমদের শিক্ষক জিনি আমদের ফরেক্স সম্পর্কে জ্ঞান দিয়েছেন তিনি আমাদের বলেছে প্রতিদিন ১০ পিপ করে নিতে বলেছেন অবশ্যই ট্রেড করার সময় স্টপলস এবং টেক প্রফিক ব্যবহার করে।
Printable View
আমি্ একটা ফরেক্স এর ইনিস্টিটিউট থেকে ফরেক্স শিখেছি তো আমদের শিক্ষক জিনি আমদের ফরেক্স সম্পর্কে জ্ঞান দিয়েছেন তিনি আমাদের বলেছে প্রতিদিন ১০ পিপ করে নিতে বলেছেন অবশ্যই ট্রেড করার সময় স্টপলস এবং টেক প্রফিক ব্যবহার করে।
ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন কত পিপ লাভ করবো ঠিক সঠিক করে বলা যায় না । আপনি প্রতিদিন কত পিপ লাভ করবেন এটা নির্ভর করবে আপনার ট্রেডিং এর উপর । আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক অভিজ্ঞ হন তাহলে আপনি অনেক লাভ করতে পারেন । আমি ফরেক্স মার্কেট আনালাইসিস করে প্রতিদিন ৩০ থেকে ৫০ পিপ লাভ করার চেষ্টা করি । ফরেক্স মার্কেট এ আপনি আপনার ইচ্ছা মত লাভ করতে পারবেন প্রতিদিন ।
আমি পিপ মানে জানি না । ফরেক্স এ পিপ কাকে বলে তা হয়ত বলতে পারব না কারন আমি ফরেক্স কি তা জানি । আমার মতে পিপ হল যে ফরেক্স এ আমরা যে পোস্ট গুলু করে থকি তাকে মনে হয় বুজানো হয়ছে । আমি ফরেক্স এ কাজ করি তাই আমি ফরেক্স কে চিনি ।
ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে এখন ৫০পিপস লাভ করলাম তো আবার ৪০পিপস লস করলাম।এভাবে লাভ-লস হতেই থাকে।তবে দৈনিক লাভ লস মিলিয়ে কিছু পিপপস লাভ করার ইচ্ছা তো আছেই।আমি সাধারনত দৈনিক গড়ে ৫০-৭০পিপস লাভ করার লক্ষ্য নিয়ে ট্রেড করে যাচ্ছি। কিছুদিনের মধ্য ভালো ট্রেড শিখলে আরো বেশি পিপস লাভ করার চেষ্টা করবো।
প্রত্যেক ট্রেডারের অবশ্যই একটি টার্গেট নিয়ে ট্রেড করা উচিৎ আর আমরা জানি যে অতিরিক্ত লোভ করা কোন প্রকার ব্যবসার ক্ষেত্রে ভাল নয় তাই আমি মনে করি একজন নতুন তবুও ভাল ট্রেডারের একটি নির্দিষ্ট টার্গেটে যেমন দিনে ১০ পিপ এর বেশি নেয়া ঠিক নয় । এর বেশি লোভ করলে আপনি অর্থ লস করতে পারেন।তাই লোভকে কন্ট্রোল করুন।
আশলে এই বশয়ে কথা বলতে গেলে আমি আক্তাই কথা বলব আপনি কি মানী মানাগ্মেন্ত অনুজায়ি ট্রেড করতে চান । যদি আপনি মানি মানেগ্মেন্ত অনুজাই ট্রেড করেন সা খত্রে আপনি আপনার ভলিউম অনুজায়ি একটি ট্রেড করেন এবং স্টপ লস এবং টেক প্রফিত ব্যবহার করুন । এবং আপনি জত কম পিপ্স টার্গেট করবেন আপনার জনা তত মঙ্গল জনক । কারন এই মার্কেট এ জত লভ তত বিপদ ।
আমি শর্ট টাইম ট্রেডার বা স্কাল্পার ফলে আমার জন্য শর্টপিপ এবঙ বিগভলিউম অবশ্যই ভালো একটি পথ। তাই আমার পছন্দ দৈনিক ২৫/৩০ পিপ। আর এটার জন্য আমাকে খুব বেশি কষ্ট করতে হয় না। আমি খুব সহজেই নিচের ইচ্ছা মতো সময় ট্রেড করে আমার লক্ষ অর্জন করতে পারি।
ফরেক্স এ কত পিপ্স প্রতিদিন প্রতিদিন হল এটার চেয়ে ফরেক্সে প্রতিদিন কতটুকু রিস্ক নিয়ে কতটুকু আয় করবেন এটা যুক্তিযুক্ত। ফরেক্স মার্কেট প্রতিদিন ১৫০-২০০ পিপ্স প্রতি পেয়ার এ মুভ করে এখোন আপনি যদি রিস্ক কম নেন, কম লট নেন তাহলে প্রতি পেয়ার এ ৫০-৬০ পিপ্স পেলে ২০০-৩০০ পিপ্স নেয়া যায়। আর রিস্ক যদি বেশি নেন, যেমন ঝোপ বুঝে কোপ, তাহলে এক পেয়ার এ ২০-৩০ পিপ্স ই যথেস্ট। রিস্ক কম নিলে বেশি পিপ্স নেয়া যায় কিন্তু রিস্ক বেশি নিলে বেশি পিপ্স নেয়া এতো সহজ না।
কত পিপ্স পাব তার কোন থিক নেই। এটা আপনার অভিজ্ঞতার উপর নিরভর করে। কখন হয় কখন হয় না। বিভিন্ন সাইটএ যে ২০০ বা ৩০০ পিপেস এর অ্যাড দেয় তার সত্ততা কততুকু তা জানিনা। কাইতু সেটা এক্তা বর সংখ্যা।
আমার মনে হয় আমি কেন ফোরামের কোন মেম্বারই আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না কারন আপনার প্রশ্নে ধরন একং আপনি কি বুঝাতে চেয়েছেন তা পুরোপুরিই অস্পষ্ট।