স্কেল্পিং এও যে স্টপ লস ব্যবহার করতে হয় তা আমার জানা ছিল না। ধন্যবাদ জানানোর জন্য । এখন থেকে অনেক বেশি সময় দিব এই টিপ্সের জন্য আমার কাছে খুব ভাল লেগেছে এই টিপস ।
Printable View
স্কেল্পিং এও যে স্টপ লস ব্যবহার করতে হয় তা আমার জানা ছিল না। ধন্যবাদ জানানোর জন্য । এখন থেকে অনেক বেশি সময় দিব এই টিপ্সের জন্য আমার কাছে খুব ভাল লেগেছে এই টিপস ।
এক জন স্কেল্পার হিসেবে এটা বলা যেতে পারে যে, স্ক্যাল্পিং যেহুতু কম
সময়ে করা হয়, তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের
টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে।
আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম
অনুসরন করতে পারেন।
স্কাল্পিং করে দ্রুতই আয় করা সম্ভব, তবে এতে ক্ষতির দিকটাও কিন্তু কম নয়। স্কাল্পিং করে আপনি কখনই ভাল মানের ট্রেডার হতে পারবেন না। আর এ জন্য আপনাকে সবসময় বসে থাকতে হবে। আর যদি এনালাইসিস করে লং বা সুইং ট্রেড করেন তাহলে এর চেয়ে বেশি প্রফিট করতে পারবেন, সারাদিন বসে না থেকেই। :profit:ভাল লাগলে Thanks দিতে ভুলবেন না কিন্তু।
ফরেক্সে স্কাল্পিং একটি ঝুকিপূর্ণ পদ্ধতি।কারণ স্কাল্পিং এ যেমন দ্রুত প্রফিট আসে তেমনি আবার দ্রুত একাউন্টও জিরো হয়।
তারপও এক্সপার্টরা কিছু জিনিস মেনে চলেন বলে তারা হয়তো লসের মুখ তেমন দেখেননা।
ফরেক্স সবাই ট্রেড করে লাভ করার জন্য.এ জন্য এক এক জন বিভিন্ন সময় পর্যন্ত তার ট্রেড অন করে রাখে ,আর কেও কেও খুব সল্প সময় পর্যায়ে ট্রেড অন করে রাখে .আর এই অল্প পরিমাণ সময় ট্রেড অন করে রাখাকেও স্কাল্পিং বলে .এটা একটি জনপ্রিয় মাধ্যম
স্কাল্পিং এ নতুন ট্রেডার রা অনেক বেশি সময় ব্যয় করে এবং অনেক সময় সফলতা ও লাভ করে। স্কাল্পিং সাধারনত মুভিং এভারেজ ব্যবহার করে করতে হয়। এবং Ema set করতে হয় সাধারনত ৫০,২১ এবং ১০। স্কাল্পিং সাধারনত লন্ডন এবং আমিরিকান সেশন অপেন হওয়ার পর করাই ভাল। নিউজ থাকলে তার ৩০ মিনিট আগ থেকে স্কাল্পিং না করা উচিৎ । স্কাল্পিং এ ৫ মিনিট এর টাইম ফ্রেম ব্যবহার করা উচিৎ।
স্কাল্পিং হল ফরেক্স মার্কেট এ জনপ্রিও। কারন স্কাল্পিং করে খুভ অল্প সময়ে লাভ করা যায়। আর স্কাল্পিং হল ছোট ছোট ট্রেড । স্কাল্পিং থেকে সহজে প্রফিট করা যায়। তবে আমি আমি জতদুর জানি স্কাল্পিং বিপদ জনক একটি নিয়ম তাই আমি স্কাল্পিং করি না।
স্ক্যাল্পিং কৌশল ব্যবহার করে অনেকেউ প্রচুর লাভ করছেন।অল্প সময়ের ব্যবধানে ছোট ছোট ট্রেড দিয়ে দ্রুত লাভ গ্রহণ করার কৌশলই স্ক্যাল্পিং। এ পদ্ধতিতে ৩০ সেকেন্ডের কম সময়েও লাভ গ্রহণ করা হয়ে থাকে । বাংলাদেশের যুব সমাজের অনেকেই এ পদ্ধতিতে সিদ্ধহস্ত ।প্রতিটি পদ্ধতির মত এ পদ্ধতিরও কিছু অসুবিধা আছে- আর তা হল সার্বক্ষনিক মার্কেটের আচড়ন অনুসরন করতে করতে ক্লান্ত হয়ে পড়া।দ্রুত পরিবর্তনশীল মূল্যের সাথে তাল মিলাতে গিয়ে অনেকেই খেই হারিয়ে ফেলেন এবং হতাশ হন।
আমার মনে হয় ফরেক্সএ স্কাল্পিং এ যে মজা পেয়ে গেছে সে আর লং ট্রেড এ যাবে না । স্টপ লস দেওয়াটা ভাল জুক্তিসজ্ঞত । স্কাল্পিং খুব বেশি রিস্ক থাকাই ভয়ও লাগে :(
যদি ও বাংলাদেশের বেশিরভাগ ট্রেডার স্কাল্পিং করতে অনেক বেশী পছন্দ করে থাকেন,তবে তা টিক না।আমি মনে করি স্কাল্পিং করার জন্য অনেক ভেশি অভভিগতা প্রয়োজন আছে।এমন অনেক আছেন যারা শুরুতেই স্কাল্পিং করে আর লস করে।তাই বলি নতুন দের জন্য স্কাল্পিং না।