-
ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে তাই ফরেক্স মার্কেটে নিজের সুবিধা অনুযায়ি দিনের যে কোন সময় ট্রেড করা যায় । ফরেক্স মার্কেটে কোনো নির্ধারিত সময় নেই । আপনি আপনার অন্য ব্যবসা বা চাকরির পাশাপাশিও ফরেক্স ব্যবসা করতে পারেন ।
-
সোমবার থেকে শুক্রবার এই পাঁচদিন মার্কেট ওপেন থাকে। আপনি এই পাঁচদিন ট্রেড করতে পারবেন। সোমবার ভোর চারটা বাজে মার্কেট ওপেন হয় এবং শুক্রবারদিন রাত তিনটায় মার্কেট বন্ধ হয়ে যায়। এছাড়া ব্যাংক হলিডে থাকলেও সেদিন মার্কেট বন্ধ থাকে। এই ব্যাপারে মেটাট্রেডারের মেইলবক্সে ব্রোকার আপনাকে জানিয়ে দিবে...।
-
ফরেক্স ট্রেডিং আপনি চাইলে সব সময় করতে পারেন তবে সপ্তাহে ৫দিন সোম হতে শুক্রবার পর্ষন্ত করতে পারেন ।
-
ফরেক্স মার্কেট শনি ও রবিবার এই দুই দিন বন্ধ থাকে। বাকি ৫ দিন ২৪ ঘণ্টায় মার্কেট খোলা থাকে। এই ৫ দিন আপনি যে কোন সময় ট্রেড করতে পারবেন। তবে আপনাকে ট্রেডিং ভালভাবে জানতে হবে।
-
ফরেক্স মার্কেট সপ্তাহের পাচদিন যেকোনো সময়ই খোলা থাকে।তাই সপ্তাহের এই পাচদিন যেকোনো সময়ই ট্রেড করা যাই।ফরেক্স মার্কেট শনিবার ও রবিবার এই দুইদিন বন্ধ থাকে।তাই ট্রেডারা চাইলেও এই দুইদিন ট্রেড করতে পারবে না।সুতরাং বলা যায় যে ফরেক্স মার্কেটে সপ্তাহে শুধু পাচদিনই ট্রেড করা যাই।
-
ফরেক্স মার্কেটে সপ্তাহে ৫দিন সব সময় ট্রেড করা যায়। শনি ও রবি বার ফরেক্স মার্কেট বন্ধ থাকে । এই দুই দিন ছাড়া যে কোন সময়ে ফরেক্স ট্রেড করা যায়। তবে কাজের সুবিধার্থে অনেকে প্রতিটি দিনকে তিন থেকে চার ভাগে ভাগ করে ট্রেড করেন। কেউ কেউ মনে করেন ফরেক্স মার্কেট খোলা অথবা বন্ধের সময় ট্রেড করা হলে প্রফিট বেশি হতে পারে।
-
ফরেক্স ব্যবসা একটি আন্তর্জতিক ব্যবসা । এ ব্যবসা কোন কোম্পানির আওতাভুক্ত নয় তাই এ ব্যবসা কখনো বন্ধ হয়ে যাবে না । ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন, দিনে ২৪ ঘন্টা খোলা থাকে তাই নিজের সুবিধা টাইম মত এ ব্যবসা করা যায় । এ ব্যবসায় একবার বিনিয়োগ করে সারা জীবন ট্রেড করে আয় করা যায় ।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খুলা থাকে , তবে সাপ্তাহে শনিবার ও রবিবার বন্ধ থাকে ।
-
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট। আন্তর্জাতিক মূদ্রা নিয়ে যেহেতু কারবার তাই লেনদেনের বিষয়ের উপর নির্ভর করে। সাধারণত সপ্তাহে ৫দিন ফরেক্স মার্কেট খোলা থাকে। শুক্র ও শনিবার মার্কেট বন্ধ থাকে। তাছাড়া বড় দিন, নিউ ইয়ার ইত্যাদি আন্তর্জাতিক ছুটির দিনেও মার্কেট বন্ধ থাকে। মার্কেট খোলা থাকলেই ট্রেড করা যায়।
-
ফরেক্স বিজনেস মুলত সপ্তাহে ২ দিন বন্দ থাকে । শনি বার ও রবি বার। তাই এই দুই দিন বাদে আপনি বাকী দিন গুলুতে যেকোনো সময় ট্রেড করতে পারেন। এতে আর কোন দরা বাধা নিয়ম নেই। ফরেক্স ট্রেড বাকী দিন গুলুতে যেহেতু ২৪ ঘণ্টা ই করা সম্ভব তাই বেশি বেশি সময় ফরেক্স এ বে করলে আমাদেরি লাভ হবে। এতে ভাল একজন ট্রেড আর হওয়া সম্ভব এবং ফরেক্স সম্পর্কে আরও জ্ঞান অর্জন সম্ভব হবে।