-
ফরেক্স মার্কেটে লিভারেজ বা মার্জিন এর সহজ অর্থ হল লোন বা ঋণ। ট্রেড করার জন্য আপনি আপনার মূলধনের উপর কত গুন লোন বা ঋণ ব্রোকার থেকে পাবেন তা এই লিভারেজ বা মার্জিন দ্বারা নির্ধারিত হয় । এক কথায় লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকার আপনাকে সর্বোচ্চ কত গুন লোন দিবে আপনার ক্যাপিটালের উপরে।
-
ফরেক্স মার্কেটে আমাদের কে ট্রেড করতে হলে লিভারেজ নিয়ে ট্রেড করতে হবে কারন আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা সবার পক্ষে বেশি টাকা ইনভেস্ট করে ফরেক্স করা সম্বভ হবেনা। লিভারেজ হল ফরেক্স মার্কেটে আপনার ট্রেডিং সক্ষমতা বাড়ানো।
-
লিভারেজ হলো নিজের ব্যালেন্সের বিপরীতে ব্রকারদের দেয়া লোন যা নিজের ব্যালেন্সের ১০০ গুন হতে পারে । এদিয়ে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন সে জন্ন কোন কমিশন দিতে হবে না । তবে লসের ভার ব্রকার গ্রহন করবে না ।
-
লিভারেজ মানে লোনএ।লিভা রেজের কারনেই আপনি লট সাইজ নিধা'রন করতে পারবেন।আপনার পুজির অল্প কিন্তু আপনার লিভারেজ বেশী সে ক্ষেত্রে লট সাইজ বর হতে পারে।আবার আপনার লিভারেজ অল্প সে ক্ষেত্রে লট সাইজ বর নিতে দেবে না।তবে লিভারেজ ছোট হলে ভাল হয় বলে আমি মনে করি।
-
আপনি কত ভলিউম এ ট্রেড ওপেন করতে পারবেন তার জন্য সেট করতে হয় লিভারেজ । আমি মনে করি বড় লিভারেজ খুব ভাল প্রফিট করার জন্য । কিন্তু অনেকে আবার খুব কম লিভারেজ ব্যবহার করে থাকে । আমি সব সময় ব্যবহার করে থাই ১ঃ৫০০ লিভারেজ । আমার পরিচিত অনেকে এই লিভারেজ ব্যবহার করে । কারন তারা মনে করে যে বড় লিভারেজ ভাল ট্রেডিং করার জন্য ।
-
ফরেক্সে লেভার একমাত্র ও শেষ কথা হচ্ছে নিজেকে দক্ষ করে গড়ে তুলে শৃঙ্খলা মেনে ট্রেড করতে থাকা এবং লোভ না করা। বরং ব্যবসাকে ব্যাবসার মতোই করা। আর দক্ষতা ছাড়া একজন যতই লাভ করুক না কেন, পরিণামে অবস্যই তাকে পুঁজি হারাতেই হবে। তাই আগে দক্ষতা ও পরে ব্যবসা।
-
ফরেক্সে লিভারেজ একটি গুরুত্বপূর্ন বিষয়। আমার ব্যলেন্সে যদি 100 ডলার থাকে আর আমি যদি 1000 ডলারের ট্রেড ওপেন করতে চাই তাহলে ত হবে না। তাই ব্রোকার আমাদের জন্য লোনের ব্যবস্থা করে রেখেছে। যাতে আমরা 1000 ডলারের ট্রেড ওপেন করতে পারি। ব্রোকারের সাইটে 1 লট সমান কত ডলার তা লেখা থাকে।
-
লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর অর্থ হলো লোন। যেমন আপনি যদি লিভারেজ ছাড়া ট্রেড করেন তাহলে ০.০১ সেন্ট যদি লট সাইজ হয় তাহলে প্রতি পিপ উঠানামাতে আপনার ১ ডলার লাভ বা লস হবে এখন যদি আপনি লিভারেজ ১.১০০ হয় তাহলে প্রতি পিপে আপনার .১০ সেন্টে উঠা নামা করবে আর যদি লিভারেজ ১.১০০০ হয় তাহলে প্রতি পিপে .০১ সেম্ট উঠানামা করবে এই পুরু টাকাটায় আপনি লোন হিসাবে পাচ্ছেন ফরেক্স মার্কেট থেকে।
-
লিভারেজ হচ্ছে লোন সুবিধা আপনি আপনার ইনভেস্টের উপর কতগুন লোন সুবিধা পেতে পারেন ফরেক্স মার্কেটে সর্বোচ্ছ ১০০০ গুন পর্যন্ত লোন সুবিধা পাওয়া যাবে ।
-
নতুন দের জন্য লিভারেজ কম নেওয়াই ভাল ।কারন যখন আপনি শিখতে পারবেন তখন এমনেই বঝতে পারবেন কম লিভারেজ ভাল নাকি বেশি লিভারেজ
আমি মনে করি নতুন দেরে জন্য ১ঃ১৬০ বা ১ঃ২০০ ভাল একটি লিভারেজ