-
আমিও আপনার সাথে একমত। সুন্দর একটি পোস্ট লেখার জন্য আপনাকে ধন্যবাদ। ফরেক্স যেহেতু একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা তাই এ ব্যবসা থেকে লাভ করতে হলে অবশ্যই দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপরই এখান থেকে লাভ করা যাবে। একজন সফল ট্রেডার হতে হলে অনেক পড়ালেখা করতে হবে।
-
ফরেক্সে লস করার অনেক কারণ আছে তার মধ্যে অভিজ্ঞতার অভাব ফরেক্স সম্পকে অনেক জ্ঞানের অভাব, অনলাইন দক্ষতার অভাব, না বুঝে ট্রেড করার কারনে ফরেক্স এ সবচেয়ে বেশি লস হতে পারে তাছাড়াও ফরেক্স এ লস হতে পারে না বুঝে ট্রেড করা লস এর আরেকটি অন্যতম কারন এজন্ন ফরেক্স খুব ভালভাবে শিখে করলে লচের শম্ভাবনা খুবই কম থাকবে।
-
ফরেক্সে একটি কথা প্রচলোন আছে- নতুন মধ্যে ৯৯% তাদের প্রথম একাউন্ট/ডিপজিট জিরো করে ফেলে। ফরেক্স মর্কেটে সফল ভাবে নিজের অবস্থার ধরে রাখতে হলে দরকার- অভিগ্যতা, মূলধন, ধৈর্য, সঠিক মানিমেজেমেন্ট ও প্রপার ট্রেডিং প্লান। ফরেক্স ট্রেডিং করার জন্য নিজেকে প্রতিনিয়ত আপডেট রখতে হয়। যার জন্য দরকার পর্যাপ্ত সময়। এবং লভে পরে বা ইমোশনাল হয়ে ট্রেড করা থেকে বিরত থাতে হবে।
-
১। অভিজ্ঞতার অভাব।
২। সিগন্যালের ওপর নির্ভরশীলতা।
৩। উদ্দেশবিহীন ট্রেডিং করা।
৪। বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
৫। ট্রেডিং স্ট্রাটেজি না থাকা।
৬। নিজের ওপর আত্মবিশ্বাস থাকা।
আমার ক্ষেত্রে ১,৩,৪,৫ নং দায়ী :/
-
অতিরিক্ত লাভের আশায় অনেক ট্রেডার বড় ধরনের লস এর সম্মূখিন হয় ।অভিজ্ঞতার অভাব,সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা, নিজের ওপর আত্মবিশ্বাস থাকা।তাই আগে ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে জেনে ট্রেড করা উচিত ।আপনাকে ডেমো প্রেকটিস করে বুঝতে হবে আপনি কত ভাগ প্রস্তত করেছেন নিজেকে ।
-
অতি লোভে তাতি নষ্ট বলে একটা কথা আছে, যখন কেউ নিজেকে সংবরন করতে পারে না অতি মুনাফার অর্জনের লোভে পরে ট্রেড করে তখনি লস হয়। ব্যবসার একটি সাধারন ব্যাপার হচ্ছে লাভ-লস। এটা যেকোনো সময় হতে পারে, তাই কেউ যদি লস হতে পারে এই কথা মাথায় রেখে ট্রেড করে তাহলে মনে হয় ট্রেডের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা সম্ভব।
-
এই মার্কেটে কোন ট্রেডা্রই শ্রেষ্ট বা পার্ফেক্ট ট্রেডার নয় সব ট্রেডারই লস করে থাকেন তার পরও নতুনদের ক্ষেতে কিচু সাধারন ভুল পরিলক্ষিত হয়ে থাকে তা নিচে লেখা হলো :
+ স্টপলস এবং টেকপ্রফিট না ব্যবহার
+ মানিম্যানেজমেন্ট না মানা
+ ইমোশণকে কন্ট্রোল না করা
+ ওভার ভলিউম ব্যবহার করা
+ একাধিক ট্রেড ওপেন করা ইত্যাদি।
-
ফরেক্সে লসের বহু কারন রয়েছে।তবে অতি সাধারন এবং বাস্তবিক কারনের মধ্যে কিছু হলো-ফরেক্স সম্পর্কে নূন্যতম ধারনা নিয়েই ডিপোজিট নিয়ে ট্রেড করতে আসা,তারপর অতিরিক্ত কনফিডেন্স দেখানো,ফরেক্স খুবই সহজ ভাবা,কি এত কঠিন এতো বাই আর সেল যেকোন একটা তাহলে তো ভাগ্য, এখানে তো শেখার কিছু নেই।ভাগ্যে হলে লাভ হবে নইতো লসই হবে।এসব কারনগুলো আমার কাছে মনে হয় খুবই নিত্য ঘটে থাকে।
-
আমার মতে,ফরেক্স মার্কেট লসের মূল কারন অতিরিক্ত লোভ না বুঝে ট্রেড করা।অনেক বড় লডে ট্রেড করা।ফরেক্স মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা।ফরেক্স মার্কেট অবিজ্ঞতা না থাকা।নিজের উপর আত্ননির্ভরশীল হওয়া।ডেমোতে প্রাকটিস না করা।এগুলো হচ্ছে ফরেক্স ব্যবসা লসের কারন।
-
ফরেক্স লসের অনেক কারন থাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল ধারনা না থাকা মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করা কখন কন নিউজ রিলিজ হবে সেঠা না দেখে ট্রেড ওপেন করা অতিরিক্ত লোভ করা ইমসন হওয়া মার্কেট স্ট্রাটেজি তৈরি না করে ট্রেড করা বার বার ট্রেড ওপেন করা ।