-
ইন্ডিকেটর শন্দটি আমরা ফরেক্স মার্কেট এ শুনে থাকি। ইন্ডিকেটর হলো একটা নিদেশক যা দিয়ে আপনি মারকেট এর মুভমেন্ট বুঝতে পারেন। অনেক সময় আমরা মার্কেট মুভমেন্ট বুঝতে পারি না। তখন আমরা ইন্ডিকেটর এর সাহায্য নিতে পারি। আর তাছারা এই ইন্ডিকেটর দিয়ে আমরা মার্কেট ট্রেন্ড বুঝতে পারি।
-
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেট এর বিভিন্ন মুভমেন্ট এর গানিতিক প্রকাশ । ইন্ডিকেটর এর সাহায্যে আমরা সহজেই মার্কেট মুভমেন্টর বিভিন্ন গানিতিক হিসাব চিত্রের মাধ্যেম দেখতে পাই । তবে শুধুমাত্র ইন্ডিকেটর দেখে ট্রেডের সিদ্ধান্ত নেয়া একদমই ঠিক না । এর সাথে সাথে অন্যান েএনালাইসিস ও কাজে লাগাতে হবে ।
-
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।
-
ইন্ডিকেটর ফরেক্স মার্কেটে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমি ইন্ডিকেটরের সাহায্য ছাড়া কোন ট্রেড করতে পারি না। আমাদেরকে এদের ব্যবহার খুব ভাল করে শেখা উচিত। এ জন্য ডেমোতে বেশি বেশি প্রাকটিস করে রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত। নয়তো আমরা এখান থেকে লাভ করতে পারব না। ইনডিকেটর ব্যবহারে সাবধান হতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ভাল করতে হলে একজন সদস্যকে অনেক কিছুই জানতে কিছুই জানতে হয় আর বেশি বেশি পড়া শুনা করতে হয়।ফরেক্স মার্কেটে যে যেমন সময় দিবে সেই বেশি কিছু ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে।ইন্ডিকেটর সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে হলে আমি মনে করি আপনি বেবি পিপ্স ডট কমে ভাল করে লিখা আছে।
-
ইন্ডিকেটর হল ফরেক্স মার্কেটের গতিবিধি জানার একটা টুলস । এই টুলস টা ব্যবহার করে আপনি আপনার মার্কেট কে ভাল করে নিয়ন্ত্রন করতে পারেন । আমরা আসলে ফরেক্স মার্কেট কে ভাল করে জানার জন্য এই টুলস ব্যবহার করে থাকি । তাই আমি মনে করি আপনি এই টুলস ব্যবহার করে ফরেক্স মার্কেট কে জানতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে কাজ কারার সময় আমরা অনেক ধরনের টুলস ব্যবহার করে থাকি । তার ভিতরে ইন্ডিকেটর টুলস অন্যতম ।আমরা আসলে ফরেক্স মার্কেট কে ভাল করে জানার জন্য এই টুলস টা ব্যবহার করে থাকি । ইন্ডিকেটর ব্যবহার করে আমরা আসলে ফরেক্স মার্কেট কে ভাল করে জানতে পারি । আপনি কি এই টুলস টা ব্যবহার করে দেখেছেন ।
-
ইন্ডিকেটর হচ্ছে প্রাইস মুভমেন্টের একটি দিক নির্দেশক,যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে সেই সম্পর্কে ধারনা দিবে । ইন্ডিকেটরের সাহায্যে মার্কেটের গতিবিধি পর্যালোচনা করে সে অনুযায়ি বাই / সেল ট্রেড দেওইয়া যায় । ফরেক্স ব্রোকার গুলোতে অনেক ইন্ডিকেটর পাওয়া যায় । এক্সেমনঃ-বুলিঙ্গার বেন্ডস,মুভিং এভারেজ ইত্যাদি । এছাড়া অনলাইনে হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়, যা দিয়ে আপমি আপনার ট্রেডে প্রভুর লাভ করতে পারেন ।
-
ইন্ডিকেটর হল টেকনিক্যাল এনালাইসিস এর একটি টুল যা দিয়ে মার্কেট এর বর্তমান অবস্থা বুঝে , ভবিষ্যত গতিবিধি সম্পর্কে জানতে পারি । ইন্ডিকেটর ব্যবহার করে আমরা মার্কেট আপ না ডাউন তা বুঝতে পারি । ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স ট্রেড করলে উইন হওয়ার চান্স বেশি থাকে।
-
ফরেক্স মার্কেট এ ইনডিকেটর একটি প্রয়জনিওয় অধ্যায় । এই ইনডিকেটর দিয়ে আপনি মার্কেট এর অবস্থান সম্পর্কে জানতে পারবেন। ফরেক্স মার্কেট টেকনিকেল এনালাইসিস একটি গুরত্ত পুরন জিনিস ।আর এই এনালাইসিস এর জন্য ইনডিকেটর খুবে দরকার। ইনডিকেটর এর অর্থ হল নির্দেশিকা ।বর্তামানে অনেক ইনডিকেটর আছে তবে ভালো টা দিয়ে কাজ করাস দরকার বলে আমি মনেকরি ।