েটা সত্য কথা যে কোন জিনিস সম্পর্কে না জেনে সেই সম্পর্কে কোন মন্তব্য করা ঠিক না তাই যেকোনো সম্পর্কে মন্তব্য করতে গেলে সেই সম্পর্কে আগে জানতে হবে যে আমি যে বিষয় কথা বলতে জাসছি জেটা আসলে সত্য কিনা তা জানতে হবে তারপর বলতে হবে।
Printable View
েটা সত্য কথা যে কোন জিনিস সম্পর্কে না জেনে সেই সম্পর্কে কোন মন্তব্য করা ঠিক না তাই যেকোনো সম্পর্কে মন্তব্য করতে গেলে সেই সম্পর্কে আগে জানতে হবে যে আমি যে বিষয় কথা বলতে জাসছি জেটা আসলে সত্য কিনা তা জানতে হবে তারপর বলতে হবে।
কোন জিনিস্কে না জেনে সুনে ঘৃণা করা উচিত না বা ঠিক না কারন ঘৃণা করতে গেলে আগে জানতে হবে সেই সম্পরকে যে আমি ঘৃণা করছি কি জন্য সেঠা কি আসলে সত্য তাই অবশ্যই আগে জানতে হবে আমি জেকারনে ঘৃণা করছি সেটা কি সত্যি।
খুুবই সুন্দর একটা কথা। আমি অনেকের কাছে শুনি ফরেক্স নাকি স্বপ্ন বাজি। আসলে যারা্ এগুলো বলে তারা কখনও ট্রাইও করে দেখেনি।
মুখের উপর বলে দিতেতো কোন সমস্যা না্ই।
অবশ্যই কোন কিছুর সম্পকে ভাল ভাবে না জেনে খারাপ মন্তব্য করা উচিত নয় ।
যে কাজ করবেন সেই কাজের প্রতি আপনার শ্রদ্ধা আর সম্মান থাকা উচিত। ফরেক্স জুয়ার মত না। এটা অনেক ভাল ব্যবসা।
আসলে আমার মনে হয় না জেনে বুঝে কোন কিছু ঘৃণা করা ত দূরে থাক কোন কিছুর প্রতি মন্তব্য করা ও উচিৎ নয় ঘৃণা করার জন্য আগে সে জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে তার সত্যতা যাচাই করতে হবে তা না হলে আপনাকে অন্ধ বলে গণ্য করা হবে
আমি আপনার সাথে এক মত । মানুষ অনেক সময় কোন কিছু যাচাই নাকরে মন্তব্য করে । এটা মটেও ঠিক না । আগে কাজটা সম্পর্কে জানুন । বোঝার চেষ্টা করুন । তারপর ভাল না লগলে মন্তব্য করুন ।
ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছেন যারা ফরেক্স কে ভাল বিজনেস হিসেবে দেখে না, তারা এটাকে জোয়া খেলা মনে করেন। আসলে না জেনে না বুঝে আজেবাজে মন্তব্য করা ঠিক নয়। আপনি আগে জানুন এর সম্পর্কে, ধৈর্য ধারন করুন, তারপর এই বেপার কমেন্টস করতে আসবেন।
হ্যাঁ আপ্ন ঠিক বলসেন কোন বিষয় সম্পর্কে না জেনে কমেন্ট করা ঠিক না। একটি বিষয় সম্পর্কে বলতে গেলে আপনার আগে ওই বিষয়টি সম্পর্কে জানা দরকার। না জেনে কোন কিসুকে ঘৃণা করা ঠিক না। ফরেক্স একটি ইন্টারন্যাশনাল বিস্নেস।অনেক গ্রাহক অনেক লাভবান হইসে । তাই বলা যায় ফরেক্স একটি ভাল বিস্নেস।
আমিও আপনার সাথে এ ব্যাপারে পুরোপুরি ভাবে একমত কারন কোন বিষয় সম্পর্কে যখনই আপনি পরিপূর্ন ধারনা পাবেন তখনই আপনি সেই বিষয় সম্পর্কে নির্ভল ভাবে বলতে বা মন্তব্য করতে পরবেন কিন্তু যে বিষয়ে আপনি তেমন কিছু ভাল করেই জানেন না বা ধারনা নেই সেই বিষয়ে অযথা মন্তব্য করা আর মিথ্যাচারের ভেতর তেমন কোন তফাদ নেই। ফরেক্স ট্রেডিং সম্পর্কে না জেনে বা ভাসাভাসা ধারনা নিয়ে অনেকেই ফরেক্সকে জুয়া বলে অভিহিত করে থাকে আসলে যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানেন তারা অবশ্যই ভাল করে জানেন এবং মনে প্রানে বিশ্বাস করে যে ফরেক্স ট্রেডিং হল সারা বিশ্বব্যাপী বিস্তৃত একটি মার্কেট প্লেস যেখানে যে কেই তার ট্রেডিং দক্সতাকে কাজে লাগিয়ে অন্যান্য ব্যবসা বা পেশা অপেক্ষা এখান থেকে অধিক পরিমান আয় করতে পারে।