-
সর্বমোট আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে।
কিভাবে ডেমো ট্রেড শুরু করবেন?
ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে,,
-
ডেমো ট্রেড করলে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে একটি ধারনা পাবেন । মার্কেট কিভাবে মুভ করে সেটি বুঝতে পারবেন । বিভিন্ন স্ট্রাটিজি ব্যবহার করতে পারবেন । এছাড়াও নিজের মধ্যে কনফিডেন্ট তৈরি করার জন্য ডেমো ট্রেডের ভূমিকা অসামান্য ।
-
আসলে ডেমো ট্রেড করলে কোন লাভ হয় না।তবে ফরেক্স মাকেটে শিখার জন্য ডেমোর কোন বিক্লপ নাই।ডেমোতে ট্রেড করতে আপনার কোন টাকা খরচ হবে না।ডেমোতে ট্রেড করে আপনি আপনার ট্রেডিং দক্ষতা বাড়াতে পারবেন।আপনি যখন ডেমোতে ট্রেড করে এক্সপাট হবেন তখন আপনি রিয়াল ভাবে ট্রেড করতে পারবেন।
-
ডেমো ট্রেড করে আপনি লাভবান হতে পারবেন । যে সব দিক থেকে আমরা ডেমো ট্রেডিং-এ লাভ হতে পারি:
১. ট্রেডিং কলাকৌশল শিখতে ।
২. ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে ।
৩. নিজের ট্রেডিং দক্ষতা যাচাই করতে ।
৪. নিজেকে একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলার জন্য বেশি বেশি ডেমো ট্রেড করার কোন বিকল্প নেই ।
-
ডেমো ট্রেড দক্ষতা বাড়ায় এই কথা সত্য... সকলের ডেমো ট্রেড করা উচিত... কিন্তু ডেমো ট্রেড দিয়ে শেখা সম্পূর্ণ হয় না... ডেমো ট্রেড দিয়ে স্ট্র্যাটেজি চেক করা যায়, প্র্যাকটিস করা যায়, ট্রেড ডিসিপ্লিন তৈরি করা যায়... কিন্তু ইমোশন কন্ট্রোল করা শিখতে গেলে লাইভ ট্রেডিং এর বিকল্প কিছুই নাই... আমি অনেক ডেমো ট্রেডিং করে লাইভ ট্রেডিং এ যেয়ে ইমোশন এর কাছে হেরে গিয়েছি... কারণ ডেমো ট্রেডে কারেন্সি পেয়ার আপনার ট্রেডের বিপরীতে গেলেও আপনি ধৈর্য ধরে বসে থাকবেন যদি মনে করেন আপনার এনালাইসিস ঠিক আছে... কিন্তু লাইভ ট্রেডিং এ মাথা ঠাণ্ডা করে বসে থাকা কঠিন... এরকম ঘটনা ঘটেছে যে, ট্রেড এনালাইসিস আর মার্কেট মুভমেন্ট আমার ফেভারে ছিল কিন্তু আমার ডীরেকশনে যাবার আগে যে প্রাইস বিপরীতে গিয়েছিল সেখানে আমি ভয়ে ট্রেড থেকে লস নিয়ে বের হয়ে এসেছি... বের হবার পর ঠিকই ট্রেড আমার ডিরেকশনে গিয়েছে... এই ইমোশন কন্ট্রোল টা লাইভ ট্রেডিং এ না এলে শেখা হয় না... তাই লাইভ ট্রেডিং আপনার শিক্ষাকে পরিপূর্ণ করবে...
-
আমরা যত বেশি ডেমু একাউন্ট ত্র ট্রেড করবো তত বেশি আমরা ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হবো।ডেমু হচ্ছে এমন জাতে আপনি ফরেক্স মার্কেট এর রিয়েল ট্রেড এর মত ট্রেড করতে পারবেন।তবে এই আয় করা টাকা আপনি উত্তোলন করতে পারবেননা।আপনি শুধু ডেমু একাউন্ট এর মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ডিমু একাউন্ট এ ট্রেড করা ভালো। এতে আপনি ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ভালো ট্রেড করতে পারবেন।
-
ডেমো ট্রেড যে কারোরই প্রথমে করার দরকার যদি সএ ফরেক্স করতে আগ্রহী হয়। তা না হলে ফরেক্স এ সফলতা লাভ করা অনেক দুষ্কর হয়ে পড়ে। কারন কেউ যদি ডেমো ট্রেডে সফল হয় তবে সে রিয়েল ট্রেডেও সফল হতে পারবে। ডেমো ট্রেড করলে যেমন আপনার অভিজ্ঞতা বাড়বে পাশাপাশি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ফরেক্স করার যোগ্য কি না। তাই প্রথমে সবার জন্যই ডেমো ট্রেড করা জরুরি।
-
ডেমো ট্রেড করলে লাভ গুলো হলো ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন ,বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন ,আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন ,নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন ।
-
আমি ব্যক্তিগতভাবে মনেকরি ডেমো মূলত এক ধরনের ইন্টার্নশীপ। আর ডেমো একাউন্ট এ ট্রেড করা মানে ইন্টার্নি করা। আর ইন্টার্নি যে কতটুকু গুরুত্বপূর্ণ তা মূলত প্রফেশনল লাইফে বোঝা যায়। আপনার ডেমো একাউন্ট এ ট্রেড করার সময় এমন কিছু ভুল ধরা পড়বে যা রিয়াল একাউন্ট এ বিশাল লসের কারন । তাই আপনি ভুল গুলো শোধরে নেওয়ার জন্য ডেমো ট্রেড অনেক গুরুত্বপূর্ণ।
-
ডেমোতে বড় সুবিধা হল এখানে আমরা জেকোন সিস্টেম ইউজ করতে পারি আর তার ফল জদি খারাপ হয় তাতেও আমাদের কোন প্ররবলেম নাই। আবার লাভ হলেও আপনি তা নিতে পারবেন না। কিন্তু আপনি বুঝবেন সামনে কি করা লাগবে।