আমার কেন্ডেল স্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে তেমন অভিজ্ঞ নেই।তাই আমি এখন কেন্ডেল স্টিক চার্ট প্যাটার্ন এর সাথে সমন্বয় করে ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করছি এবং মোটামোটি ভাবে আমি এখন লাভ করতে পারছি।
Printable View
আমার কেন্ডেল স্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে তেমন অভিজ্ঞ নেই।তাই আমি এখন কেন্ডেল স্টিক চার্ট প্যাটার্ন এর সাথে সমন্বয় করে ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করছি এবং মোটামোটি ভাবে আমি এখন লাভ করতে পারছি।
ক্যান্ডেল ষ্টীক প্যাটার্ন দেখে ট্রেড করা উচিৎ না।কারন প্রতিটা ক্যান্ডেল সুষ্টি হয় মুদ্রার প্রাইস এ্যাকশনের ফলে এবং প্রতিটা ক্যান্ডেলই মার্কেটের গতির দিক সম্পর্কে ধারনা প্রদান করে।
কেন্ডেল ষ্টিক পেট্রান দেখে ট্রেড করলে সাময়িক ভাবে ফরেক্স ট্রেডে লাভ করতে পারলেও লং ট্রেডে তেমন কাজ করে না। যারা স্কাল্পিং করে তারা কেন্ডেল ষ্টীক দেখে ফরেক্স ট্রেড করে এতে তারা ভালো ট্রেড করে এবং ভালো প্রফিতও করতে পারে। যারা লং ট্রেড করে তারা কেন্ডেল ষ্টীক ফলো না করে ফরেক্স ট্রেড করারাই ভালো। অনেকে কেন্ডেল ষ্টিক ফলো করে তেমন ফল পায় না।
আমার কাছে মনে হয় কেন্ডেল ষ্টীক পেট্রান দেখ কি ট্রেড করা ঠিক না কারন ভাই একটা জিনিস দেখেন। মনে করি আপনি একজন ট্রেডার আর আরিফ আরেক জন ট্রেডার ওকে। এখন আপনি ট্রেড করেন exness ব্রোকার এ আর আরিফ ট্রেড করে xm ব্রোকারে। এখন কথা হল, ডে লাইট সেভিং এর কারনে (যখন বাংলাদেশে ডিজিটাল টাইম করেছিল তেমন) আনেক দেশে এক ঘন্টা বেশি মানে এক ঘন্টা প্লাস করে দিছে। এখন exness এ যে ট্রেড করবে তার h4 এর কেন্ডেল পরেবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর যে xm এ টেড করে তার h4 এর কেন্ডেল পরেবে বাংলাদেশ সময় রাত ১১ টায়। এখন আপনি ই বলুন যে আপিনি আর আরিফ যদি একসাথেই কিছু শিখে থাকেন তাহলে আপনার এন্ট্রি হবে একরকম আর আরিফ এর এন্ট্রি হবে আরেক রকম । এরপর আপনার বেপার আপনি কি করবেন।
আমার কাছে মনে হয় কেন্ডেল ষ্টীক পেট্রান দেখ কি ট্রেড করা ঠিক না কারন ভাই একটা জিনিস দেখেন। মনে করি আপনি একজন ট্রেডার আর আরিফ আরেক জন ট্রেডার ওকে। এখন আপনি ট্রেড করেন exness ব্রোকার এ আর আরিফ ট্রেড করে xm ব্রোকারে। এখন কথা হল, ডে লাইট সেভিং এর কারনে (যখন বাংলাদেশে ডিজিটাল টাইম করেছিল তেমন) আনেক দেশে এক ঘন্টা বেশি মানে এক ঘন্টা প্লাস করে দিছে। এখন exness এ যে ট্রেড করবে তার h4 এর কেন্ডেল পরেবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর যে xm এ টেড করে তার h4 এর কেন্ডেল পরেবে বাংলাদেশ সময় রাত ১১ টায়। এখন আপনি ই বলুন যে আপিনি আর আরিফ যদি একসাথেই কিছু শিখে থাকেন তাহলে আপনার এন্ট্রি হবে একরকম আর আরিফ এর এন্ট্রি হবে আরেক রকম । এরপর আপনার বেপার আপনি কি করবেন।
আমার মতে একটি ক্যান্ডেল সটীক কোথায় থেকে তৈরি হয়? এটিতো মার্কেটের মুভমেন্ট থেকেই তৈরি হয়। আর মার্কেট মুভমেন্ট কেন করে, বিশ্বের সকল অর্থনৈতিক লেনদেনের কারনেই হয়ে থাকে। তাই ফরেক্স ট্রেডে ভালো করতে হলে শুধুমাত্র ক্যান্ডেল সটীক এর দিকে চেয়ে না থেকে মার্কেটের ফান্ডাম্যানটাল এনালাইসিসের দিকে জুক্লে ট্রেড সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে।
ফরেক্স মারকেট এ প্রাইচ আকশন বুঝতে হলে আপনাকে কেন্ডেল স্টিক নিয়ে স্টাডি করতে হবে। ফরেক্স এ সবচেয়ে জনপ্রিয় চাট হছে এই কেন্ডেল স্টিক চাট। এতা দিয়ে আপনি মারকেট এ বাই এবং সেলার এর পরিমান বুঝতে পারবেন। তবে আপনি সে সাথে কিছু ইন্ডকেটর ব্যবহার করতে পারেন।
ফরেক্স মার্কেটে ভাল ভাবে ট্রেডিং শিখার জন্য কেন্ডেল ষ্টিক বা চার্ট পার্টান দেখে ট্রেড করা অনেক ভাল,ফরেক্স মার্কেট এ বিভিন্ন সিগনাল ব্যাবহার না করে কেন্ডেল ষ্টিক ব্যাবহার করা অনেক ভাল,তাই বলি ফরেক্স থেকে ইনকাম করিতে হলে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা।
আপনার এই পোস্ট দেখে আমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছি কারণ ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কোন দেশের টাইম ফ্রেম কোন সমস্যর সৃষ্টি করে না আর বাংলাদেশে এখন এক ঘন্টা প্লাস টাইম ফ্রেম নেই বললেই চলে আর যদিও হয়ে থাকে তবে তা হবে অনিশ্চিত ভবিষ্যতের কথা আর ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ক্যান্ডেল স্টিকের সাহায্য নিতে হবে কেননা ফরেক্স মার্কেটে ডলারের চেয়ে আমাদের উচিত হবে চার্টকে বেশি মূল্যয়ন করা কারণ চার্ট আমাদেরকে যথার্থ ধারণা দিতে পারে
ভিন্ন ভিন্ন মানুষের ট্রেড করার উপায় ভিন্ন, কেউ কান্দেল প্যাটার্ন ফল করে, আবার কেউ নাও করতে পারে, এটি নির্ভর করে আপনি কোন বিষয় তা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তার উপর. কারণ অনেকে ইনডিকেটর ববহার করে অনেক ভালো ফলাফল পেয়ে থাকেন, কিন্তু ঠিক একইভাবে অনেকে অনেক লস ও করেন, তার মানি আপনি কোন ভাবে কি ফল করে কিভাবে ট্রেডিং এ সাচন্দ বোধ করেন সেই নিয়ম ফল করাই সবচেয়ে ভালো হবে.