-
ভাল ট্রেডাররা সাধারনত খুব বেশি লিভারেজ ব্যবহার করে না । তারা ১:৫০ বা ১:১০০ লিভারেজ ব্যবহার করে । আমাদেরতো ব্যালেন্স অনেক কম । আর কম ব্যালেন্স মানি ম্যানেজমেন্ট করা যায়না । তাছাড়া বড় লটে ট্রেড ওপেন করা যায় না । আর তাই বাধ্য হয়েই আমাাদেরকে ১ঃ১০০০ কিনবা ১ঃ২০০০ লিভারেজ নিতে হয় ।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন । তাই লিভারেজ বিষয়টি সম্পর্কে আমি ততটা ক্লিয়ার না । আমার এক বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে লিভারেজ নির্ভর করে একাউন্ট এর ব্যালেন্স এর উপর । সাধারনত লিভারেজ যত বেশি নেওয়া হবে তত বেশি ট্রেড ওপেন করা যাবে । লিভারেজ ব্যবহারে সতর্ক না হলে অনেক লসের সম্মুখিন হওয়ার সম্ভাবনা থাকে । ধন্যবাদ।।:happy:
-
ভাল বড় ট্রেডাররা যত লিভারেজ ব্যবহার করে সকলের ক্ষেত্রে তাদেরর অনুরূপ লিভারেজ ব্যবহার করা ভালো কিছু নয়। কারন ভালো ট্রেডাররা মার্কেট সম্পর্কে অনেক ভালো ধারনা জানে।তাদের অধিকাংশ ট্রেডই প্রফিটেবল হয়। এজণ্য তাদের মত সবার একই লিভারেজ উচিত না। তবে অনেক ভালো ট্রেডারই পরিমিত লিভারেজ ব্যবহার করে।
-
আমার মনে হয় একজন ভাল ট্রেডার ২০০ ভাগ এর বেশি লেভারেজ নেয় না । এটাই লেভারেজের নিরাপদ রেশিও । তবে লেভারেজ নেয়ার আগে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনি লেভারেজ কিভাবে ব্যবহার করছেন । আপনি যদি সঠিকভাবে লেভারেজ ব্যবহার করতে পারেন তবে আর কোন সমস্যা নেই ।
-
আমি মনে করি বা আসলে আমার মতে ভাল বা খারাপ ট্রেডার ভেদে লিভারেজের কোন ব্যাপার নেই বা বেশি লিভারেজ বা কম লিভারেজের কারনে কোন ট্রেডার ভাল বা খাপার গননাকৃত হয়্ও না আপনি যেমন মাপের ট্রেডার হননা কেন লিভারেজ সবসময় আপনাকে বড় আকারে টেড ওপেন করওেত সাহায্য করবে।
-
আসলে ভালো ট্রেডাররা রিভারেজের দিকে খেয়াল রেখে তারপর ট্রেড করে । তারা চিন্তা করে কমপক্ষে ১০০০ ভলিউম রেখে তারপর ট্রেড করে । সুতরাং আমরা তাদের মত হিসাব নিকাশ করে তারপর ট্রেড করব তাহলে আর কোন প্রকার সমস্যায় পড়তে হবে না ।
-
আসলে আমার মতে ১ঃ১০০ নেয়াই উচিৎ ।
-
যারা মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেড করে তারা সব সময় হাই লিভারেজ থেকে দূরে থাকে। কেননা এটা আমাদের লোভকে সদা সর্বদা জাগ্রত করে। আমরা বড় লটে ট্রেড করে সর্ব শান্ত হয়ে পড়ি। তাই ছোট লটে ট্রেড করার জন্য লো লিভারেজ সব সময়ের জন্যই ভাল।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের লিভারেজ নিতে হবে কেই কম নেই আবার কেই বেশি নে।। আমি আপনাদের কাছে ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার বলতে কেই আছে কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয় কারন মার্কেট মাঝে মাঝে এমন ভাবে বিপরীতে যায় যা বুঝার কোন উপায় থাকেনা।
-
ভাই আমি নিজেও জানিনা যে ভাল ট্রেডাররা কত পরিমানের লিভারেজ ব্যবহার করে থাকে । কিন্তু আমি চেষ্টা করে থাকি যত বেশি নেওয়া যায় এতে করে অল্প পরিমানের ব্যালেস থাকলেও বড় ধরনের ট্রেড করা যায় ।