আমি মনে করি এফ্লিকড কোড Affiliate Code হল আপনি যে বোরকার দ্বারা কাজ করেন সে ব্রোকার এক প্রকার পারমিশন কোড।জার মাধমে আপনি যেকোনো কাজ করতে আইডিন্টিফাই কারার জন্য আপনাকে যে একটি কোড দিয়ে থাকে।
Printable View
আমি মনে করি এফ্লিকড কোড Affiliate Code হল আপনি যে বোরকার দ্বারা কাজ করেন সে ব্রোকার এক প্রকার পারমিশন কোড।জার মাধমে আপনি যেকোনো কাজ করতে আইডিন্টিফাই কারার জন্য আপনাকে যে একটি কোড দিয়ে থাকে।
এফিলিয়েট কোড এমন একধরনের কোড যেটি ব্যবহার করার মাধম্যে ব্রোকার আপনাকে বিশেষ ধরনের সুবিধা প্রদান করবে । এফিলিয়েট কোড এর অনেক ধরনের ব্যবহার আছে । যেমন এই ফোরামের একটি এফিলিয়েট কোড রয়েছে ।
এটা হল ভাই কোন ব্রোকার এর বোনাস কোড। মনে করেন আপনি একটা ব্রোকার এ ট্রেড করেন এখন সেই ব্রোকার এ একটি বোনাস প্রগ্রাম চালু করলো। এখন কথা হল এটা যে আপনার দেয়া কোড দিয়ে যে অ্যাকাউন্ট ওপেন করবে ব্রোকার মনেকরবে যে সেই লোকটি আপনার দারা এই ব্রোকার এ এসেছে।
এটা হল সেই বিশেষ কোড যা দিয়ে কেউ একাউন্ট ওপেন করলে তার স্প্রেডের কিছু কমিশন আপনি পাবেন। যদি ফোরামে আপনার কেউ এফিলিয়েট হয় তবে আপনি প্রতি পোস্টের জন্য ১ সেন্ট করে কমিশন পাবেন। সিস্টেমটা খারাপ না। একধরণের প্যসিভ ইনকাম আর কি।
অ্যাফিলিয়েট কোড হচ্ছে শাখা কোড। আপনি কোন শাখা বা কার মাধ্যমে ফরেক্সে আসছেন তা জানাতে অ্যাফিলিয়েট কোড দিতে হবে।বিশেষ কররে ফোরামের বোনাস যদি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে নিতে চান তবে ঐ ফোরামের অ্যাফিলিয়েট কোড অ্যাকাউন্টের ওপেন করার সময় বসাতে হবে।অ্যাফিলিয়েট কোড সঠিক হলে বোনাস পাবেন আর সঠিক না হলে বোনাস পাবেন না। তাই বোনাস নেওয়ার জন্য সঠিকভাবে অ্যাফিলিয়েট কোড বসাতে হবে।
আমি ফরেক্স ব্যবসা ছয় বছর করলে ও ফোরাম পোষ্ট নতুন করতেছি । তাই আমি সঠিক জানি না যে এফেলিয়েট কোড কি । তবে আমি মনে করি এফেলিয়েট কোড মানে পোরটালফোরাম । কারন এফেলিয়েট কোড এর ঘরে পোরটালফোরাম না লিখলে না কি ডলার পাওয়া যায় না ।
Affiliate code অনেকটা রেফার করার মতই। আমরা ফোরাম পোস্টিং এ আমাদের যেমন রেফার কোড আছে। সেটা ক্লিক করে করে কেউ যদি রেজিষ্ট্রেশন করে তাহলে আমরা সেই একাউন্ট থেকে কিছু একটা বোনাস পাই। ঠিক সে রকম ইন্সটাফরেক্স তাদের একটি Affiliate code দিয়েছে। যেটার মাধ্যমে জয়েন করলে তারা আমাদের থেকে কিছু একটা বোনাস পেয়ে থাকে।
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
আমরা জানি ইন্সটাফরেক্স ব্রোকার ফোরাম পোস্টিং বোনাসের মাধ্যমে লাইভ ট্রেডিং করার সুবিধা প্রদান করে এই অ্যাফলিয়েট কোডের মাধ্যমে। একটি নির্দিষ্ট কোড প্রদান করা হয়ে থাকে যার মাধ্যমে ট্রেডাররা তাদের রেফারেল আয়ের পাশাপাশি তাদের অ্যাকাউন্টে পোস্টিং বোনাস চালু করতে পারে।