-
আসলে আমি এই ব্যাপার টা সঠিক যানিনা,আমি যানি যদি কোন পোস্ট অনেক সুন্দর,নির্ভুল এবং মান সন্মত হয়ে থাকে,তাহলে এক পোস্ট অনেক বোনাস পাওয়া যাই,এখন আর পোস্ট কয়টা করলাম তার উপর বোনাস দেওয়া হয় না,আপনার পোস্ট এর মান ভালো হলে তার উপর অধিক হারে বোনাস প্রদান করা হয়ে থাকে বলে আমি যানি।
-
ফরেক্স শেখার সর্বোত্তম মাধ্যম
কোন কিছু শিখতে হলে কোন প্রতিষ্ঠান এবং প্রশিক্ষকের প্রয়োজন হয়। তাহলে ফরেক্স শেখার জন্য সর্বোত্তম মাধ্যম কি ? অনেকে হয়ত বলবেন ফরেক্স ট্রেনিং সেন্টার খুজতে বা অন্য কোন পথ তবে আমার মতে ফরেক্স একটা ব্যাপক জ্ঞান ভান্ডার। একে জানতে হলে আপনাকে ব্যাপক পড়াশোনা করতে হবে- ইন্টারনেটে,কারণ জানার সর্বোত্তম মাধ্যম হলো ইন্টারনেট । বাংলাদেশ ফরেক্স ফোরাম আপনার কোচিং সেন্টারের ভূমিকা পালন করবে। এখানে অনেক দক্ষ,অভিজ্ঞ এবং সফল ট্রেডার ভাইয়েরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে যা সকলের জন্য প্রশিক্ষকের ভূমিকা পালন করেন। যেখানে আপনার কোন বিনিয়োগের প্রয়োজন নেই বরং বিনিয়োগে আপনাকে সহযোগীতা করবে এবং পথ দেখাবে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আমার মতে, ফরেক্স শেখার উত্তম মাধ্যম হল ফোরাম। যেখানে ফরেক্সের খুটিনাটি নানান বিষয় সম্পর্কে আলোচনা হয়ে থাকে। এখানে ফরেক্স মার্কেটের সকল অভিজ্ঞদের আলাপ আলোচনা হয়ে থাকে। এছাড়া ফরেক্স সম্পর্কে জানতে ফরেক্সের ওয়েবসাইট সহ ইউটিউব এর মাধ্যমে অনেক তথ্য পাওয়া যাবে।
-
অভিজ্ঞ সব ধরনের ট্রেডারের মিলনমেলা । এখানে অভিজ্ঞ ট্রেডাররা তাদের মতামত এবং কৌশল শেয়ার করেন যা থেকে অনেক কিছু শেখার আছে । পাশাপাশি নতুন রা চাইলে যে কোন সময় যে কোন কিছু বুজতে না পারলে এখানে সরাসরি জিজ্ঞাসা করতে পারে । কারণ বর্তমান ইন্টারনেটের যুগে সকল কিছুই ইন্টারনেটে পাওয়া যায়। একজন ট্রেডার হিসেবে এখনো আমি ইন্টারনেট থেকে অনেক কিছু শিখছি। এরপর ডেমো ট্রেডিং অন্যতম একটি ভালো মাধ্যম।ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়।
-
ফরেক্স শেখার জন্য কোন প্রশিক্ষক বা ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় না। ফরেক্স শেখার জন্য সবচেয়ে ভাল মাধ্যম হলো ফোরাম। ফোরামে অভিজ্ঞ ট্রেডারগণ ফরেক্সর ওপর অভিজ্ঞতাগুলি প্রতিনিয়তই এখানে শেয়ার করে থাকেন। একজন নতুন ফরেক্স মেম্বারের ট্রেডিং শেখার জন্য যেসকল বিষয়গুলি জানার প্রয়োজন তার সবকিছুই ফোরামে আছে। শুধু ধৈর্য এবং আগ্রহসহকারে ফোরামে দক্ষ ট্রেডারদের পোস্টগুলি অনুসরণ করলে অনেক কিছু শেখা যায়। ফরেক্সের ওপর যদি কোনো ট্রেনিং সেন্টার থাকতো তাহলে অবশ্যই আপনাকে টাকা খরচ করে শিখতে হত। কিন্তু ফোরাম থেকে শেখার জন্য আপনার টাকা খরচ করার প্রয়োজন হচ্ছে না। বিনা খরচেই এখান থেকে ট্রেডিং শেখার সুযোগ পাচ্ছেন। তাই ফোরামই ফরেক্স শেখার উত্তম মাধ্যম।
-
আমার দৃষ্টিকোণ থেকে ফরেক্স শেখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো কোনো অভিজ্ঞ ট্রেডারের কাছে ফরেক্স শেখা। একজন অভিজ্ঞ ট্রেডার আপনাকে যতটা ভালো ভাবে ফরেক্সে শেখাতে পারবেন সেটা কোন ট্রেনিং সেন্টার কখনোই পারবে না। একজন অভিজ্ঞ ট্রেডার তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাকে অনেক কিছুই শেখাতে পারে। সে দীর্ঘ কয়েক বছর যাবৎ যে ভুলগুলো বারবার করেছে, কখন কোথায় বাই এবং সেল নিতে হবে সেটা আপনাকে দু-তিন মাসের মধ্যেই শিখিয়ে দিতে পারেন।
পাশাপাশি forex-forum থেকেও অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি। এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন যেটা একজন নতুন ট্রেডারের এর জন্য অনেক উপকারী। ফরেক্স ফোরাম থেকে একজন ট্রেডারের অনেক কিছু শেখার আছে।
অনেকে হয়তো ফরেক্স শেখার জন্য ট্রেনিং সেন্টারের কথা চিন্তা করে থাকেন। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ভাল মানের কোন ফরেক্স ট্রেনিং সেন্টার গড়ে ওঠেনি। দু-একটি যা আছে তা শুধু কমার্শিয়াল পারপাসে গড়ে উঠেছে। শুধু টাকা কামানোর ধান্দা। তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনি ভালভাবে ফরেক্স ট্রেডিং করতে পারবেন না। তারা যেটা শিখাবে সেটা আপনি বিভিন্ন সাইটে ভিডিও টিউটরিয়াল দেখে তার থেকেও বেশি শিখতে পারবেন। যেটা ট্রেনিং সেন্টারের থেকে অনেক বেশি সহায়ক।
-
আমরা সকলেই হয়তোবা সেই দুই বন্ধু সম্পর্কে জানি,যাদের উদ্দেশ্য ছিল সাইকেল চালানো শেখা।এক বন্ধু সাইকেল নিয়ে প্রশিক্ষণে নেমে পড়ে,অন্যদিক অপর বন্ধু পুঁথিগত জ্ঞান আহরণ করে। ফলশ্রুতিতে ব্যবহারিক জ্ঞানকে কাজে লাগানো বন্ধু টাই আগ সাইকেল চালানোর জ্ঞান অর্জন করে। তেমনি ফরেক্স এর ডেমো ট্রেডিং ও নিয়মিত ফোরাম ফলো করা হলো,সেই প্রথম বন্ধুর মত, অর্থাৎ আপনি যতো বেশি ডেমো ট্রেডিং ও ফোরাম ফলো করবেন,আপনি ততোবেশি ও ততটাই দ্রুততার সাথে ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠবেন।আর ফরেক্স ট্রেডিং এ আপনার দক্ষতার পরিমাণ যত বেশি, আপনার মুনাফা অর্জনের পরিমাণ ও ততটাই বেশি।
-
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আর তাছাড়াও ফরেক্সে আসতে গেলে অবশ্যই আমরা কারো না কারো কাছ থেকে জেনেই আসি। মূলত ব্যাসিকটা আমরা তাদের কাছ থেকেই জানতে পারি। তবে প্র্যাকটিকাল ফিল্ডটা আলাদা।
-
অনেকেই ফরেক্স শেখার জন্য ইউটিউব চ্যানেলগুলো ফলো করার কথা বলেছেন। আমি নিজে অনেকগুলো ভিডিও দেখেছি কিন্তু একদম কোর ব্যাসিকগুলো কোথাও দেখতে পাই নি। যেমনঃ আমি যেভাবেই হোক বুঝতে পারলাম যে gbp/usd পেয়ারে gbpএর দর উর্ধ্বমূখী & হোপফুলি দাম আরো বাড়বে সেক্ষেত্রে বাই করলে প্রফিট হবে না সেল দিলে প্রফিট হবে এই বিষয়গুলোও কোনো ভিডিওতে পাই নি। আমি জানি আমার কথাগুলো আপনাদের কাছে হয়তো খুবই বোকা বোকা লাগছে। কিন্তু নতুনদের অর্থাৎ যারা ফরেক্স সম্পর্কে কিছুই জানে তাদের জন্য এইটুকু জানতে পারাও অনেক কিছু।
-
আমি মনে করি ফরেক্স শিখতে চাইলে ফোরাম খুবই উপযুক্ত একটা ক্ষেত্র হতে পারে। কারণ এখানে আপনাদের মতো অভিজ্ঞ আর সফল ফরেক্সাররা বিভিন্ন ধরনের তথ্য, উপাত্ত আর বিশ্লেষণ তুলে ধরেন যেটা আমাদের নতুনদের কাজ করার পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে ধারণা দেয় প্লাস দিক নির্দেশনা দেয়। আর এর পাশাপাশি যদি ধৈর্যের সাথে দুই একমাস ডেমোট্রেড করি তাহলে ফরেক্সে টিকে থাকার লড়াইয়ে আমরা জিতেও যেতে পারি।