স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স ট্রেডিং এর অংশ । আমরা অধিক লস থেকে অ্যাকাউন্ট কে রক্ষা করার জন্য আমরা স্টপ লস ব্যাবহার করে থাকি । আমরা ট্রেড এর একটি নির্দিষ্ট পরিমান লস মেনে নিয়ে স্টপ লস প্রাইস দিয়ে থাকি । এবং টেক প্রফিট ঠিক নির্দিষ্ট পরিমান একটি প্রাইস দিয়ে সেট করে থাকি । মার্কেট ঐ প্রাইস এ গেলে অটোমেটিক নির্দিষ্ট পরিমান লাভ নিয়ে ট্রেড বন্ধ হয়ে যাবে । আমরা একটি ট্রেড ওপেন করে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে অন্য কাজ করতে পারি ।