-
সব বিজনেস এ লাভ লস উভয়টি রয়েছে তাই ফরেক্স মার্কেট এও লাভ লস আছে।ফরেক্স মার্কেট আপনি লাভ করবেন না লস করবেন তা নির্ভর করবে আপনার ট্রেড এর উপর।তাই আমি যখন ফরেক্স মার্কেট এ লস করি তখন আমি অতি উত্তজিতো না হয়ে মাথা ঠাণ্ডা রেখে সামনের দিকে এগিয়ে যাই।জাতে আমার ট্রেড এর উপর কোন প্রকার প্রভাব না পরে। তাই আমি যখন ফরেক্স মার্কেট এ লস করি তখন আমি আগে নিজেকে কন্ট্রোল করি এবং এগিয়ে যাই।
-
হ্যা ফরেক্স এ কাজ করতে গেলে লস তো হবেই কিন্তু ভুল থেকে তো আমারা নতুন কিছু শিখতে পারি কি করনে আমার আজকে লস হল তার একটা চ্যাট করে পরবতীতে আমারা নিজেকে সুধরে নিতে পারি।কিন্তু লসের সময় আমারা অনেকেই খুব বেশি হতাস হয়ে যাই।কিছু কিছু কারনে কিংবা আমার ই বেশি লোভের আশাই হয়ত আমি লস করেছি তাই নিজেকে নিয়ে একটু আপসোস হওয়াটা স্বাভাবিক।তবে পরবতী ট্রেড এর জন্য মন কে শান্ত করে আমাদের এগিয়ে যেতে হবে।
-
আমরা খুব ভালো করে জানি সকল ব্যবসায়ে লাভ লস আছে ফরেক্স যেহেতু একটা ব্যবসা সেহেতু এত ওঁ এর বাইরে নয় আর আমি ফরেক্স মার্কেটে যখন ট্রেড করি এবং লস করি তখন আমি বিষয় তাকে একদমই সিম্পিল ভাবে নেই কারণ আমি জানি এটা আমার ভুলের জন্য হয়েছে আর আমি তখন আমার ভুল গুলো খুঁজে বের করার জন্য উথে পরে লাগে এবং আমি থ্যিক করি এরকম ভুল যেন আর কখনো না হয়
-
আমি যখন লস করি তখন টার্মিনাল বন্ধ করে মাথা ঠান্ডা করে চা খাই। তার পরে মোবাইলে প্রাইস দেখে যদি দেখি এবার মার্কেট আমার অনুকুলে আসছে তখন আবার প্লাটফর্মের সামনে বসি এবং চেষ্ট করি লস রিকভার করার। তবে আমি দেখেছি একমাত্র যখন আমি লস রিকভার করার জন্য ট্রেড করি তখন আমার লস টা বেড়ে যায়।
-
ফরেক্স এ লাভ লস দুইটাই আসে তাই আমাদের সব সময় লাভের ছিন্তা করলে এই বাবসা থেকে কোন টাকা আয় করতে পারবো না। আমি যখন কোন সময় এই বাসবায় লস করি তখন আমি আবার নতুন করে ট্রেড করি এবং আবার লাভ করার জন্য অপেক্ষা করি।
-
লসের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় কিন্তু আপনি নিজেকে স্বাভাবিক রাখতে পেরেছেন, এটা খুব ভাল কথা। সবার উচিত লসকে মেনে নিয়ে শান্ত ভাবে ট্রেড করা। ফরেক্সে লস খুব স্বাভাবিক। তাই এই সময় নিজের মাথা ঠিক রেখে নতুন ভাবে ফরেক্স এ ট্রেড করা দরকার
-
ব্যবসায় লাভ লস থাকে আর কেউই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেনা যে সে লস করবেনা আর ফরেক্স হল একটা আন্তর্জাতিক ব্যবসা এ ব্যবসায় লস তো থাকবেই। ফরেক্স এ যেমন লস আছে ফরেক্স এ তেমন লাভও আছে কিন্তু ফরেক্স এ মজার জিনিস হচ্ছে আপনি যদি ফরেক্স এ লস করেন তাহলে আপনার অল্প ডলার যাবে আর ফরেক্স এ আপনি যদি লাভ করে তাহলে আপনি লসের থেকে ডাবল লাভ করতে পারবেন।
-
ব্যবসা করতে হলে লস হবে। আমার লস টা মেনে নিতে খুব কস্ট হয়। যে কেউ ছাই দিনে দিনে কোটি পতি হতে।
-
ফরেক্স মার্কেটে আমি যখন লস করি তখন আমি ফরেক্স ট্রেডে লস করলাম কেন কি কারনে লস হল সেঠা আমি ভাল করে দেখি লস হয়ার কারন খুজে ভের করি এবং পরবরতিতে জেন লস না হয় সেটা ভাল করে জেনে রাখি ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে আমি যখন লস করি আমি ফরেক্স ট্রেডে লস কে আমি নিয়ে থাকি লস হতে পারে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে লস কোন বিসয় না তাই মনে করি কারন ব্যবসা করতে গেলে লস হতে পারে ।