-
ফরেক্স হল আন্তর্জাতিক কারেন্সি ব্যাবসা। এই খানে দুইটি দেশের মুদ্রা মিলে একটি কারেন্সি ফেয়ার হয় সেই কারেন্সি আমরা বাই বা সেল করি। যেমন eur/usd মিলে একটি কারেন্সি হয়। প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি এবং দিতীয় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা বাই করি কাউন্টার কারেন্সির বিপরীতে বেস কারেন্সি এবং সেল করি করি কাউন্টার কারেন্সির বিপরীতে বেস কারেন্সি সেল করি।
-
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। ফরেক্সে মার্কেটে এই সকল কার্য সম্পাদন হয়।
-
ফরেক্স হল কারেন্সি ক্রয় বিক্রয় এর একটি মারকেট। এই মার্কেটে কারেন্সির দাম বাড়লেও লাভ করা যায়। আবার কারেন্সির দাম কমলেও লাভ করা যায়। এখানে ট্রেড করার জন্য একাধিক কারেন্সি পেয়ার আছে। যেমন ইউরো/ইউএসডি। এসকল কারেন্সি পেয়ারে ট্রেড করে লাভ হলে ট্রেড ক্লজ করে দিলে লাভাংশ একাউন্টে যোগ হয়। এভাবে ফরেক্স মারকেটে আয় করা হয়।
-
নতুন ভাবে মনে হয় কাউকে বোঝানোর দরকার নেই যে ফরেক্স কি তারপরও আলোচনার স্বার্থে এবং একেবারে নভিস যারা তাদেরকে বলছি; ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়। আর এই মার্কেটে ট্রেডিং সুবিধাগুলোও নতুনরা একবার জেনে নিতে পারেন।
-
এত সাধারন একটি বিষয় নিয়ে অনেক থ্রেড খোলা হয়ে গেছে । আসলে আমরা বোনাসের জন্য অযথাই বিভিন্ন থ্রেড খুলে ফোরামের পরিবেশ নষ্ট করি । এতে যে একসময় আমাদেরই সমস্যা হবে সেটি বুঝতে পারি না । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর জন্য এই ফোরামটি আমাদের জন্য অনেক উপকারী । এই ফোরামকে আমাদেরই টিকিয়ে রাখতে হবে ।
-
। ফরেক্স মার্কেট হচ্চে অনলাইন ভিত্তিক শেয়ার মার্কেটিং ব্যবসা । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ট্রেডার প্রফিট অর্জন করে থাকেন । প্রথমত ফরেক্স মার্কেটে ট্রেডার ট্রেডিং করতে হলে ট্রেডারকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা নিতে হবে । তারপর ট্রেডার ফরেক্স মার্কেটে সময় ব্যয় করে দক্ষ হতে হবে । দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে লাভবান হওয়া সম্ভন নয় ।ফরেক্সের মাধ্যমে আমরা দেশের উন্নতি করতে পারি ।
-
ফরেক্স একটি অনলাইন মার্কেট। যেখানে অর্থের ক্রয়-বিক্রয় হয়।
-
ফরেক্স হলো আর্ন্তজাতিক মুদ্রা কেনা বেচার ব্যবসা । সমস্ত বিশ্বের মানুষেই অনলাইনে বসে এটা পরিচালনা বা ট্রেডিং করতে পারবে । তবে সেজন্য আপনাকে বা যারা ফরেক্স করতে আগ্রহী তাদেরকে আগে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে হবে । পরে দক্ষতা অর্জন হলে রিয়ালে ট্রেড করা যেতে পারে ।
-
ফরেক্স হল বৈশ্বিক একটা আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্টান । ফরেক্স হল বিশ্বময় এমন একটা প্লাটফ্রম যেটাতে আমরা পৃথিবীর অসংখ্য ট্রেডাররা ট্রেড করি । আর আমাদের ট্রেড করার মাধ্যমে অনেক বেশি স্বাবলম্বি হতে পারব । আর ফরেক্সের জনপ্র্রিয়তা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে । কেননা ফরেক্স মার্কেট হল একটা স্বাধীন ও মুক্ত পেশা যেটাতে আমরা অনেক বেশি লাভবান হতে পারে নিজেদের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগিয়ে । ফরেক্স মার্কেটে যে কেউ নিজের উজ্জল ক্যারিয়ার করতে পারবে ।
-
ফরেক্স হল একধরনের আর্ন্তজাতিক ব্যবসায় যেখানে মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে । এটা সমস্ত পৃথিবী জুড়েই করা হয়ে থাকে । এই মার্কেটের পরিধি একই বিশাল যে কেই ইচ্ছা করলেই এটাকে মেনুপুলেট করতে পারেনা । অথাৎ এই মার্কেটে দুর্নীতি করা এক বারেই অসম্ভব একটা ব্যপার ।