ফরেক্স ট্রেডিং খুবই সহজ । যে ট্রেডা্র যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
Printable View
ফরেক্স ট্রেডিং খুবই সহজ । যে ট্রেডা্র যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
ফরেক্স ট্রেডিং শিখা আসলে অনেক কঠিন কারন শিখার জন্য উপযুক্ত ফরেক্স ট্রেইনার নেই যথাপুযগী প্রতিষ্টানিক ব্যবস্থা নেই আবার যেখানে এধরনের সকল সুযোগ সুবিধা আছে সেখানে ফরেক্স শেখা কঠিন নয় আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না তাদের ধারন ক্ষমতা কম ইকোনমিক্যাল বিষয় গুলো খুবই জটিল এবিষয় গুলো আসলে বুযতে পারলে ফরেক্স ট্রেড করা অনেক সহজ হয় । এটা এক এক জনের কাছে এক এক রকম ।
আপনার এই কথাগুলো অনেক বেশি সত্য তবে এর সাথে সাথে আমি আরও একটি বিষয় যোগ করতে চাই আর সেটি হল ” আপনার শেখার আগ্রহ নেই, আপনার জন্য ফরেক্স ট্রেডিং নয়” অনেকেই আছে যাদের শেখার মত যথেষ্ট মেধা বা আগ্রহ নেই তাদের বলব শুধু শুধু ফরেক্স ট্রেডিং এ সময় নষ্ট করবেন না ।
ফরেক্স ট্রেড করা অনেক সহজ। ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকা অনেক কঠিন যা আপনাকে বলে বুঝাতে পারবনা। ফরেক্স সম্পর্কে আমরা পরিপুর্ন পড়ার পর দেখা যায় ফরেক্স মার্কেটে সব কিছু জানি কিন্তু যখন রিয়াল মার্কেটে ট্রেড করি লস ছাড়া লাভের মুখ দেখা যায়না। তাই আমাদের ট্রেড করার আগে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করতে হবে।
ফরেক্স ট্রেডিং এতই সহজ তাদের জন্ন জারা জানে না ফরেক্স এর বেসিক। আর জারা জানে তারা জানে কত আনাল্যসিস করতে হয় এখানে। এখানে বাই বা সেল করলেই লাভ হয না। আমি আগে ভাবতাম ফরেক্স অনেক সহজ। সময় বদলে গেছে এখন জানি এখানে তিকে থাকা কত কঠিন। সবাই দোয়া করবেন।
ফরেক্স ট্রেডিং আপাত দৃষ্টিতে মনে হয় সহজ কিন্তু আসলে তা নয়। অনেকে নতুন অবস্থায় আন্দাজে ট্রেডিং করে কিছু লাভ হলেই মনে করে ফরেক্স শিখে গেছি এবং এটা অনেক সহজ । পরে রিয়েল মার্কেটে প্রচুর টাকা বিনিয়োগ করে কোটিপতি হওয়ার আশায় , কিন্তু না বুঝে ট্রেড করে পথের ফকির হয়।আমি নিজে ফরেক্স ট্রেডিং করছি 2 বছরের বেশি সময় ধরে, অনেক পরালেখা করেছি , ডেমো একাউন্ট এ চর্চা করেছি , কিন্তু রিয়েল একাউন্ট এ বিনিয়োগ করে লাভ তো অনেক দুরে, এখনও লস রিকোভার করতে পারিনি। তাই ফরেক্স ট্রেডিং অনেক কঠিন সাবজেক্ট। দক্ষ না হয়ে রিয়েল ট্রেডিং এ সফলতা অর্জন করা সম্ভব না।
আপদত দুৃষ্টিতে দেখবে ফরেক্স মার্কেট অনেক সহজ মনে হলেও ফরেক্স মার্কেট কোনো ভাবেই এতটা সহজ নয় যতটা আমরা ভাবী । ফরেক্স মার্কেটে সফলতা পেতে আপনাকে প্রচুর পরিমাণে জানতে হবে । বুঝতে হবে ফরেক্স মার্কেটের সাককোলজি । আর এ্সই ইকোলজিকে কাজে লাগানো যায় ।
ফরেক্স ট্রেডিং এতই সহজ নয় আবার এতই কঠিনও নয় । অবশ্যই ফরেক্স একটা ব্যবসা যেটা অন্য যেকোন ব্যবসা হতে সম্পূর্ণ আলাদা । কারণ ফরেক্স মার্কেটে আমরা যারা ইতিমধ্য ট্রেড করেছি তারা জানি যে ফরেক্স মার্কেটের সব সিস্টেম অন্য যে কোন ব্যবসা হতে সম্পূর্ণরুপে ব্যাতিক্রম । ফরেক্স তাদের জন্য নয় যারা ফরেক্সকে জুয়া মনে করে , ফরেক্স তাদের জন্যই যারা মনে করে যে পরিশ্রম ও যথার্থ দক্ষ হওয়া গেলে এখান থেকে অনেক লাভবান হওয়া যাবে ।
ফরেক্স সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। তাহলে ট্রেডিং করতে সুভিধা হবে।
ফরেক্স মার্কেটে প্রচুর আয় করা যায়। তবে কেউ যদি মনে করেন শুধু কম্পিউটারের সামনে বসে থাকলে ফরেক্স থেকে প্রচুর আয় করা যায় তবে সে ভুল করবেন। কারন ফরেক্স থেকে আয় করতে হলে প্রচুর কষ্ট করতে হয়। বিভিন্ন রকম এনালাইসিস করতে হয়। ফরেক্স নিয়ে ঘাটাঘাটি করতে হয়। আর যদি আপনি মনে করেন আপনি অল্প সময়ের মধ্যে অনেক বড়লোক হয়ে যাবেন ফরেক্স ট্রেডিং করে তবে প্লিজ ফরেক্স ট্রেডিং এর আসে পাসেও আসবেননা। কারন ফরেক্স লোভিকে সহ্য করতে পারেনা।