-
আপনি অনেক ভালো বলেছেন। ফরেক্সে ভালোভাবে শুরু করতে হলে আস্তে আস্তে ধৈর্য্য ধরে সময় নিয়ে শেখার চেষ্টা করতে হবে । প্রথমেই ফরেক্সের ভালো বাংলা বই ডাউনলোড করে নিতে পারেন।তারপর নিয়মিত বইটি অল্প অল্প করে পড়তে চেষ্টা করুন এবং যা না বুঝতে পারেন সেগুলো ফোরাম থেকে অথবা কোনো ট্রেডারের কাছ থেকে বোঝার চেষ্টা করুন।
-
ফরেক্স এর বেসিক শেখার পরেই আমাদেরকে ডেমোতে ট্রেড করে ট্রেডের বাস্তব লাভ ক্ষতি নির্ণয়ের কারণ জানার চেষ্টা করতে হবে। কেন লাভ হল কিংবা কেন লোকসান হল তা জানতে পারাই হল ফরেক্স মার্কেটের সবচেয়ে গোপন রহস্য। এটা কেউ কাউকে শেখাতে চায় না। যার কারনে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যতটুকু জানি নিজেদের চেষ্টায়ই জানি। আমাদের কাছের বন্ধুরা যারা ট্রেড করেন তারাও আমাদের মাঝে মাঝে সাহায্য করেন।
-
অনেকভাবে শুরু করা যায়। আপনি কিভাবে শুরু করতে চান? প্রথমে ফরেক্স নিয়ে বেসিক গুলা শিখে নিতে পারেন গুগলিং করে। অথবা পেতে পারেন ইউটিউব এর ভিডিও। ইংলিশ না বুজলে বাংলা ভিডিও দেখতে পারেন। আর কোন ফরেক্স এ অভিজ্ঞ কেঊ থাকলে তার সাথে যোগাযোগ করতে পারেন। সর্বোপরি ফোরাম তো আছেই। লাগবে শিখার জন্য আপনার মানসিক শক্তি।
-
ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে হবে ও যথাযথ জ্ঞান , দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে । ফরেক্স শিখার জন্য প্রথমে একটি সহজ ও সাবলীল সাইট বাছাই করে নিন । তাছাড়া ইউটিউব এ অনেক ভিডিও টিউটোরিয়াল আছে আপনি সেগুলার সাহায্যো নিতে পারেন । আপনি ফরেক্স নিয়ে লেখা ইবুক বা পিডীএফ গুলো থেকেও ফরেক্স শিখতে পারেন ।
-
মি যখন প্রথম ফরেক্স ট্রেডিং করি অধিক লাভের আশায় আনেক গূলো ট্রেড দিই কিন্তু আমি তাতে অনেক লস করি | তাই আমি মনে করি যদি ২ টা থেকে ৩ টা ট্রেড কোড়া হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এর অধিক দেওয়া থিক হবেনা যদি বেশি দেন তবে আপনার লস হতে পারে | তবে আপনার দিক থিক রাকতে হবে| আপনি কি ব
-
মি যখন প্রথম ফরেক্স ট্রেডিং করি অধিক লাভের আশায় আনেক গূলো ট্রেড দিই কিন্তু আমি তাতে অনেক লস করি | তাই আমি মনে করি যদি ২ টা থেকে ৩ টা ট্রেড কোড়া হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এর অধিক দেওয়া থিক হবেনা যদি বেশি দেন তবে আপনার লস হতে পারে | তবে আপনার দিক থিক রাকতে হবে| আপনি কি ব:bravo:
-
মি যখন প্রথম ফরেক্স ট্রেডিং করি অধিক লাভের আশায় আনেক গূলো ট্রেড দিই কিন্তু আমি তাতে অনেক লস করি | তাই আমি মনে করি যদি ২ টা থেকে ৩ টা ট্রেড কোড়া হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এর অধিক দেওয়া থিক হবেনা যদি বেশি দেন তবে আপনার লস হতে পারে | তবে আপনার দিক থিক রাকতে হবে| আপনি কি ব
-
ফরেক্সে কাজ করতে চাইলে আপনাকে প্রথমে যা করতে হবে, ফরেক্স কি এখান থেকে কিভাবে আয় করা যায় তার সম্পর্কে ভালভাবে জানতে হবে। শেখার জন্য আপনি অনলাইনে অনেক সাইট আছে তা থেকে আপনি শিখে নিতে পারেন। কিছু ভিডিও সাইট আছে তা থেকে আপনি ভাল ভাবে শিখতে পারেন। এভাবে আস্তে আস্তে আপনি ভাল স্পার্ট হয়ে যাবেন তখন আপনি নিজেই বুজতে পারবেন কি ভাবে ট্রেড করবেন। কিভাবে মুনাফা আয় করবেন।
-
ইন্টারনেট থেকে ফরেক্স ট্রেডিং এর বাংলা লারনিং সাইট থেকে ফরেক্স এর প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারেন । দ্বিতীয়তঃ ইউটিউব এ ফরেক্স লারনিং এর উপর বিভিন্ন ভাষায় (বাংলা , ইংরেজি, হিন্দি) এডুকেশনাল ভিডিও রয়েছে যা দেখে ফরেক্স ট্রেডিং শিক্ষতে পারবেন । এর পর ডেমো একাউন্ট দিয়ে ফরেক্স ট্রেডিং আরম্ভ করতে পারেন।
-
ডেমো একাউন্ট এ সিরিয়াসলি প্রেকটিস করতে হবে অনেক দিন।কমপক্ষে দুই থেকে ছয় মাস ডেমো ট্রেড করতে হবে । অনেকে শুরুতেই রিয়েল একাউন্ট এ ট্রেড আরম্ভ করে দেয় ফলে ব্যালান্স হারিয়ে ফরেক্স মার্কেট থেকে বিদায় নেয় । যারা ডেমো একাউন্ট এ ট্রেড করতে চায়না তারা সেন্ট একাউন্ট এ 10$ ডিপোজিট করে ট্রেড করতে পারেন । তাতে লস হলেও অনেক কম হবে।