ফরেক্সে অনেক কিছ ট্রেড করা হয়।প্রথমত অনেক রকমের কারেন্সির ট্রেড করা হয়।মেজর কারেন্সির, ক্রস কারেন্সির ইত্যাদির ট্রেড করা হয়।আবার গোল্ড, সিলভার এমনকি ওয়েলের ও ট্রেড করা হয়।এসব কিছু সবকিছুই বাস্তবে নয় অনলাইনে ক্রয়-বিক্রয় এর মাধ্যমে ট্রেড সম্পন্ন হয়।তবে সচরারচর সবাইই কারেন্সির ট্রেড করে থাকে।