-
ফরতেক্স মার্কেট হল একটা আন্তরজাতিক্মানের ব্যবসা যেখানে অনেক দেশের মুদ্রা কেনা বেচা করা হয় এবং এর বিভিন্ন ব্রোকার আছে যাদের মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করা হয়। সারা বিশে্ব মাত্র একটি প্লাটফর্মের মাধম্যে সব লোক ক্রয় বিক্রয় করে থাকে । এটি ফরেক্স মার্কেট এর অন্যতম বড় সুবিধা বলে আমি মনে করি ।
-
ফরেক্স হলো এমন্ একটা আর্থিক মার্কেট যেখানে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারি । ফরেক্সে যে যত বেশি পরিমাণে দক্ষ হতে পারে সে তত বেশি পরিমাণে লাভবান হতে পারে । ফরেক্স পৃথিবীর একমাত্র মার্কেট প্লেস যেখানে আমরা স্বাধীনভাবে নিজেদেরে ব্যবসা পরিচালনা করতে পারি । আর এটাই দৈনিক সবচেয়ে বেশি লেনদেন হওয়া মার্কেট । ফরেক্সে লেনদেনের পরিমাণ দৈনিক ট্রিলিয়ন ডলারের উর্ধে্ব ।
-
সবাই একই সময় আপনার সামনে একই প্রাইস তুলে ধরতে বাধ্য । কারণ ফরেক্স মার্কেট কেউ নিয়ন্ত্রণ করে না । নিজেই নিজের গতিতে চলতে থাকে । ফরেক্স মার্কেট পাঁচটি বিশ্ব বাজারের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় । কারণ ফরেক্স মার্কেট কেউ নিয়ন্ত্রণ করে না । নিজেই নিজের গতিতে চলতে থাকে ।
-
ফরেক্স হলো বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷বিশ্বব্যাপী এই মার্কেটে ব্যাবসা করতে হলে অবশ্যই যেকোনো একটি ট্রেডিং ফ্লাটফর্ম বা ব্রোকারেজ ব্যাবহার করতে হয়৷বর্তমানে সারে তিন হাজার ব্রোকারেজের মধ্যে যেমন ইনস্টা ফরেক্স ফ্লাটফর্ম আমরা অনেকেই ব্যাবহার করি৷
-
ফরেক্স হচ্ছে বিদেশি মুদ্রার ক্রয় এবং বিক্রয়। এটি একটি অনলাইন কারনেসি ট্রেডিং ব্যবসা। এটি কোন স্থানে যেয়ে করার দরকার নেই। আমরা ঘরে বসে করাতে পারি। ফরেক্স ট্রেড ব্রোকার কর্তিক প্রদত্ত প্লাটফরাম এর দ্বারা করতে হয়।
-
ফরেক্স হল একটি আন্ত্রর্জাতিক মানের ব্যবসা। সূচক একটাই, এই ব্যবসার কোন প্রতিষ্ঠান নেই তবে এর বিভিন্ন প্লার্টফর্ম আছে যেগুলোর ব্রোকারের মাধ্যমে সরাসরি এই ব্যবসার সাথে লিংন্ড তারাও এবং তাদের মাধ্যমে আমরাও। এটি সরাসরি পরিচালিত হয় ওয়াল্ড ট্রেড সেন্টার থেকে বিধায় এখানে কারো দুর্নিতি করার কোন সুযোগ নেই। সুতরাং বলা যায় যে ফরেক্স মার্কেট একটাই।
-
ফরেক্স মার্কেট প্রধাণত চার প্রকার
১) কারেন্সি মার্কেট
২) কমোডিটি মার্কেট
৩) ইনডিস মার্কেট
৪) স্টক মার্কেট
কারেন্সি মার্কেটে কারেন্সি পেয়ারগুলোর উপর ট্রেড করা হয়, কমোডিটি মার্কেটে মেটাল জাতীয় পণ্যের উপর ট্রেড করা হয়, ইনডিস মার্কেটে ওয়েল- ক্রডওয়েল জাতীয় জিনিসের উপর ট্রেড করা হয় এবং স্টক মার্কেটে ওনলাইন ভিত্তিক বিভিন্ন কোম্পানীর শেয়ারের উপর ট্রেড করা হয় ইত্যাদি।
-
আমরা জানি ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে সবাই ট্রেড করে আয় করতে পারে।ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় এর মাধ্যমে ট্রেড করি।ফরেক্স মার্কেট কোন একজন মানুষ বা কোন একটা দেশে সীমাবদ্ধ নয়।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রাই তিন শত এর মত ব্রোকার রয়েছে।যাদের মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট নিয়ে বেসি বেসি এনালাইসিস করতে হয়।ফরেক্স মার্কেট এ আমরা চাইলে বিনা পুঁজিতে ট্রেড করতে পারবো।
-
সারা পৃথিবীতে মাত্র একটি ফরেক্স মার্কেট রয়েছে। তবে ফরেক্স মার্কেটের ব্যাপ্তি অনেক বড় হওয়ার কারণে এর অনেকগুলো ট্রেডিং সেশন রয়েছে। যেমন নিউইয়র্ক সেশন, সিডনি সেশন, টকিয়ো সেশন,লন্ডন সেশন এবং ফ্রাঙ্কফুর্ট সেশন। এই সেশন গুলোকে অনেকে ফরেক্স মার্কেট মনে করে থাকেন। কিন্তু আসলে এগুলো ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ণ ট্রেডিং অঞ্চল। এই সেশন গুলোতে মূলত ইউএসডি,এইউডি,জেপিও য়াই, জিবিপি এবং ইউরো এর কারেন্সি পেয়ারগুলোর লেনদেন বেশি হয়ে থাকে। ফরেক্স মার্কেট এ মুদ্রা কেনাবেচা ছাড়াও মূল্যবান ধাতু যেমন সোনা,সিলভার, ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন,লাইট কয়েন,রিপল এছাড়াও তরল পদার্থ যেমন ক্রুড অয়েল কেনাবেচা করা যায়।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন ব্যবসা, এবং এটার নির্দিষ্ট কোন স্থান নেই অর্থাৎ পৃথিবীর সমগ্র দেশব্যাপী এর অবস্থান, যে কোন দেশ থেকেই এই ব্যবসায় অংশগ্রহণ করতে পারবে,তবে ফরেক্স একটিমাত্র ব্যবসা হলেও এখানে ব্রোকারের সংখ্যা অনেক বেশি, কিন্তু যে যে ব্রোকার এর সাথে ব্যবসা করুক না কেন সবাই একই ব্যবসার অন্তর্ভুক্ত,এবং প্রত্যেকটা ব্রোকারই আপনার সামনে একই সময়ে একই প্রাইস তুলে ধরে থাকে, কারন এটা অটোমেটিকলি নিয়ন্ত্রিত হয়ে থাকে অর্থাৎ কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না।তাই যে যে ব্রোকারের সাথে ব্যবসা করুক না কেন সবাই একই প্লাটফর্মে একই সূচক নিয়ে ব্যবসা করে থাকে।