Originally Posted by
Hasinapx
ফরেক্সের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি তথা ”অতি লোভে তাঁতি নষ্ট “ ১০০%সঠিক ।আমার জানা মতে ফরেক্সে লোভে পড়ে ব্যালেন্স জিরো করে নাই এমন ট্রেডার পাওয়া ভার। প্রথম প্রথম আমরা ভালই নিয়ম কানুন মেনে ট্রেড করি ,প্রফিট ও করি হঠাৎ তাঁতির মতো গরুর দুধ বিক্রি করে বেশী লাভের আশায় তাঁত বিক্রি করে গোয়াল ঘর বানাতে পারলেও আর গরু কিনতে পারে নাই। শেষে তাঁত গেল সবই গেল-অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেল। তেমনি আমাদেরকে অবশ্যই তাঁতির মতো অতি লোভ করে সব শেষ করা যাবে না। যে কোন মূ্ল্যে লোভ নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্সে সফল হওয়া সম্ভব ।