আমরা বিভিন্ন রকমের টাইম ফ্রেম দেখে ট্রেড করি তার এক ঘন্টার বা ডেইলি টাইম ফ্রেম আমার কাছে অনেক ভাল লাগে। কারন মার্কেটে ডেইলি মার্কেট দেখে এনালাইসিস করলে কিছুটা সাপোর্ট রেজিস্টেন্স বুঝা যায় তাই আমাদের কে এই গুলো দেখে ট্রেড করতে হবে।
Printable View
আমরা বিভিন্ন রকমের টাইম ফ্রেম দেখে ট্রেড করি তার এক ঘন্টার বা ডেইলি টাইম ফ্রেম আমার কাছে অনেক ভাল লাগে। কারন মার্কেটে ডেইলি মার্কেট দেখে এনালাইসিস করলে কিছুটা সাপোর্ট রেজিস্টেন্স বুঝা যায় তাই আমাদের কে এই গুলো দেখে ট্রেড করতে হবে।
টাইমফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেটে দর বৃদ্বি এবং হ্রাসের সময়কাল। টাইমফ্রেম বুঝলে ট্রেডিং করতে সুবিধা।
ফরেক্স মার্কেট ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই নির্দষ্ট একটি টাইম ফ্রেমে ট্রেড করতে হবে।আমি লং ট্রেড করি আর তাই ডেলি টাইম ফ্রেমে ট্রেড করি।আপনি যদি শর্ট ট্রেড করেন তাহলে ১ঘন্টা বা ৩০ মিনিটের টাইম ফেমে ট্রেড করবেন।
আমার জানা মতে টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবো।
আমরা টাইমফ্রেম অবলম্বন করে তারপর ট্রেড করার চেষ্টা করব । যে ট্রেডার টাইম ফ্রেম মেনে ট্রেড করতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ৪ ঘন্টার টাইম ফ্রেম অথবা দিনের টাইম ফ্রেডম দেখে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন টাইম ফ্রেম মেনে ট্রেড করার তাহলেই লাভবান হতে পারবেন ।
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে মেটা ট্রেডার ৪ এ টাইমফ্রেম খুবই গুরুত্বপূর্ণ । লং ট্রেড করার জন্য ডেইলি চার্ট এবং উইকলি চার্ট ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। ডে-ট্রেডিং এর জন্য ১ঘন্টার চার্ট, ৪ঘন্টার চার্ট এবং ডেইলি চার্ট ব্যবহার করা হয়। স্ক্যাপ্লিং করার জন্য সাধারনত ৫ মিনিট, ১৫মিনিট এবং ৩০ মিনিটের চার্ট ব্যবহার করা হয়।
ফরেক্স মার্কেট এ বিভিন্ন টাইমফ্রেম আছে বিভিন্ন টেড আর বিভিন্ন টাইম এ টেড করে থাকে আপনার হাতে যদি সময় কম থাকে তা হলে আপনি বড় টাইম এ টেড করবেন যাদের হাতে সময় বেশি থাকে তারা ছোট টাইম এ টেড করে আপনি যত ছোট টাইম এ টেড করবেন আপনাকে তত তারাতারি টেড ওপেন করতে হবে তাই আপনার সময় অনুজায়ি টেড ইং সিস্টেম সিলেট করে টেড করুন তা হলে আপনি ভাল করবেন
ফরেক্স মার্কেট একটা গতিশীল মার্কেট।প্রতি সেকেন্ড মার্কেট উঠানামা করে।কতটুকু সময়ে কতটুকু মুভ করছে সেটা যে ফ্রেমে দেখানো হয় তাকে টাইমফ্রেম বলে। ট্রেডিয় মার্কেটে অনেকরকমের টাইমফ্রেম রয়েছে। ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন,৭ দিন, ১ মাস ইত্যাদি বিভিন্ন ধরনের টাইমফ্রেমে মার্কেটের মুভমেন্ট বোঝা যায়।
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করার জন্য টাইমফ্রেম খুবই গুরুত্বপূর্ণ। বড় টাইমফ্রেম দেখে এনালাইসিস করলে ট্রেডে নির্ভরশীলতা বেশী পাওয়া যায়। ধরুন, ৪ ঘন্টার টাইমফ্রেম একটি ক্যান্ডলস্টিক ৪ ঘন্টা সময়ের মধ্যে কতটুকু মুভমেন্ট করেছে তা বুঝা যায়। আর প্রতি ৪ ঘন্ট অন্তর অন্তর একটি নতুন ক্যান্ডলস্টিক ওপেন হয়।
টাইমফ্রেম দিয়ে আমরা মার্কেটের কোন একটি নির্দিষ্ট সময়ের মাধ্যে প্রাইজ কতটুকু উঠানামা করল তা বুঝা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেটে ট্রেন্ড বুঝতে হলে আমাদের সবধরনের টাইমফ্রেম এনালাইসিস করতে হয়।