ফরেক্স মার্কেটে ভালো করা কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে এ কঠিনকে জয় করা সম্ভব। ফরেক্সে ভালো করার জন্য অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো করে জানতে হবে। ফরেক্স আন্তর্জাতিক বিজনেস হওয়ায় এখানে প্রতিযোগি সংখ্যাও একটু বেশি তাই এই প্রতিযিাগিতায় টিকে থাকতে হলে ফরেক্স সম্পর্কে ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার জন্য প্রচুর প্রাকটিস করতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে। প্রচুর ডেমো প্রাকটিস করতে হবে। ফরেক্সে সফলতার জন্য প্রাকটিসের কোন বিকল্প নেই। যে যতো প্রাকটিস করবে সে ততো অভিজ্ঞ হবে এবং ভালো করবে।
আপনি যদি যথাযথ ড্রাইভিয় প্রশিক্ষন না নিয়েই গাড়ি চালানো শুরু করে দেন তাহলে আপনি গাড়ি রাস্তায় নাকি বিলে নাকি নদীতে চালাবেন সেটা ভালো করেই অনুমিত। অনুরুপ ভাবে আপনি ফরেক্সে ভালো প্রশিক্ষন না নিয়েই ট্রেড করা শুরু করে *দিলে ফলাফল ভালো আশা করা যায় না। তাছাড়া ফরেক্সে ভালো করতে হলে অবশ্যই লোভ নিযন্ত্রন করতে হবে। লোভ ফরেক্সে সফলতার অন্তরায়। ফরেক্সে ৯০% ট্রেডার ঝড়ে যায় অতিরিক্ত লোভ করার কারনে।