-
রাতের পর আরও বাজার সরিয়ে নেওয়ার মূল উদ্দেশ্য হ'ল নতুন কার্য সভার শুরু। তদুপরি, নিউইয়র্ক সভাটি বাংলাদেশ সময় সন্ধ্যা at টায় শুরু হয় এবং এই সভার তথ্য সন্ধ্যা 30.৩০-এরও বেশি সময় সরবরাহ করা হয় তাই বাজারটি এখনই এক টুকরোয় যায় যদিও লন্ডনের সভা রাত ১০ টায় বন্ধ হলে আপনি বাজারটি দেখতে পাবেন এবং কোনও উপায়ে চলছে না। সুতরাং এই সময়কালে বাজার আরও সরে যায় এই কারণেই দুপুর ১ টা থেকে রাত দশটা অবধি বিনিময় করা আদর্শ।
-
মার্কেট যখন বেশী মুভমেন্ট করে তখন যেমন প্রফিট করার সম্ভাবনা খুব বেশী তেমনি লস করার পরিমাণও কিন্তু অনেক বেশী থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, দিনের বেলায় মাঝে মাঝে বেশী মুভমেন্ট করে। মোট কথা আপনি যে পেয়ারে ট্রেড করবেন যেন সেই পেয়ারের দেশের ব্যাংকিং সময় হয়। ধরুন আপনি বিডিটি অর্থাৎ বাংলাদেশের কোন শেয়ার কিনবেন তখন আপনাকে সকাল ১০ থেকে বিকাল ৪টা এর মধ্যে ক্রয় করতে হবে।
-
ফরেক্স মার্কেট সাধারনত রাতে খুব কম মুভ করে থাকে আর দিনে বেশি মুভ করে থাকে । তবে এর মানে এই নয় যে প্রতিদিনই মার্কেট দিনে মুভ করে । যেমন সপ্তাহের শুরুতে মার্কেট মুভমেন্ট খুব একটা থাকে না । মার্কেট সাধারনত ট্রেন্ড গঠন করে বুধবার থেকে এবং শুক্রবার পর্যন্ত মার্কেটের মুভমেন্ট আরও বৃদ্ধি পায় । তাই আপনি প্রতিদিন বা প্রতিরাত টার্গেট না নিয়ে অপেক্ষা করুন মার্কেট এ ভাল মুভমেন্ট হওয়ার । আর সেই সময়ে ট্রেড করে আপনি সপ্তাহের পুরো লাভ একদিনেই নিয়ে আসতে পারবেন ।
-
ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে। আর এই মার্কেট সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘণ্টাই খোলা থাকে। এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়েই আপনি চাইলে ট্রেড করতে পারেন। তবে আমাদের দেশের সময় অনুযায়ী এটা দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত মার্কেট বেশি মুভ করে এবং আমার মনে হয় এই সময়টাতে ট্রেড করার জন্য উপযুক্ত সময়। তবে আপনি চাইলে এই চব্বিশ ঘণ্টাই এখানে ট্রেড করতে পারেন।ট্রেড যে কোন সময় করা যায় এবং মার্কেট যেকোন সময় যেকোন ভাবে মুভমেন্ট করতে পারে তাই রাগ কিংবা দিনের তফাৎ না করে নিজেকে অভিজ্ঞ করে তোলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
-
মার্কেট যখন বেশী মুভমেন্ট করে তখন যেমন প্রফিট করার সম্ভাবনা খুব বেশী তেমনি লস করার পরিমাণও কিন্তু অনেক বেশী থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, দিনের বেলায় মাঝে মাঝে বেশী মুভমেন্ট করে কিন্তু সন্ধ্যার পর থেকে রাত ১১টা নাগাদ খুব বেশী মুভমেন্ট করে মার্কেট । আমি মনে করি যে আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকেন এবং ভালো মানি ম্যানেজমেন্ট করে ভলিউম সেট করে রাতে ঘুমিয়ে পড়েন তারপরও সকালে উঠে দেখবেন আপনার ভাল প্রফিট হয়েছে।কাজেই আমাদের আগে উচিত মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন যদিও তা পুরোপুরি সম্ভব নয়।
-
প্রফিট করার বিষয়টি অবশ্যই মার্কেটের মুভমেন্ট এর উপর ডিপেন্ড করে। যদি মার্কেটে ট্রেড করা ভালো হয়ে যায় তাহলে প্রফিট ভালো হবে। এছাড়া ফরেক্সে প্রফিট করার জন্য চব্বিশ ঘন্টাই উপযুক্ত সময়। কিন্তু প্রফিটের বিষয়টা নির্ভর করে ফরেক্স মার্কেটের উপর।আমার এ্যানালাইসিস অনুযায়ী লন্ডন সেশনে মার্কেট বেশি মুভ করে থাকে আর সেটির সময় হল বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১ টা থেকে রাত্র ১০ টা তাই এই সময়ে মার্কেট বেশি মুভ করে থাকে কারন বেশির ভাগ নিউজ এই সময়ে রিলিজ হয়ে থাকে। তাই বেশি প্রফিট করতে হলে এই সময়ে ট্রেড করতে হবে।
-
আপনার বিষয়টি হলো ফরেক্সে কখন বেশি প্রফিট করা যায় সেটাও দিনে বা রাতে হতে পারে। এখন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার পেয়ার সিলেকশন এর উপর। আপনার পেয়ার সিলেকশনে উপর নির্ভর করে উক্ত টাইম সেশনে মার্কেট মুভমেন্ট বেশি করে থাকবে। আর এর ভিত্তিতে বলা যাবে যে বেশি প্রফিট কখন করা যাবে রাতে না দিনের ক্ষেত্রে। যেমন আমি নিউইয়র্ক টাইম সেশনে আওতাধীন ইউএসডি গোল্ড সিলভার এইসব টাইমফ্রেমে ট্রেড করে থাকি। যার ফলে আমার ট্রেড গুলো বেশির ভাগ হয় সন্ধ্যার পর থেকে এবং রাত এগারোটার মধ্যে সকল ট্রেড ক্লোজ করি।
-
ফরেক্স একটি স্বাধীণ মাকের্ট এখানে আপনি আপনার ইচ্ছা মতো যেকোনও সময় ট্রেড ওপেন করতে পারেন।আর ভালো প্রফিট দিনরাতের ওপর নির্ভর করে না।নির্ভর করে আপনার দক্ষতা ওঅভিজ্ঞতার ওপর।আপনি যদি ভালো দক্ষ হন ট্রেডিং বিষয়ে তাহলে যেকোন সময়ে ট্রেড করে ভালো প্রফিট অর্জন করতে পারেন। আপনি যদি ভালো ট্রেডার হন এবং ট্রেড এ দক্ষতা থাকে,তাহলে আপনি যে কোন সময় প্রফিট করতে পারেন,অনেক এ বলে দিন এ ট্রেড করলে লাভ বেশি হয় অনেক এ বলে রাত এ করলে প্রফিট করা যাই,আমি এই ধরনের কথা আমি মূল্য দিয় না।
-
ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে। আর এই মার্কেট সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘণ্টাই খোলা থাকে। এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়েই আপনি চাইলে ট্রেড করতে পারেন। তবে আমাদের দেশের সময় অনুযায়ী এটা দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত মার্কেট বেশি মুভ করে এবং আমার মনে হয় এই সময়টাতে ট্রেড করার জন্য উপযুক্ত সময়। ট্রেড যে কোন সময় করা যায় এবং মার্কেট যেকোন সময় যেকোন ভাবে মুভমেন্ট করতে পারে তাই রাগ কিংবা দিনের তফাৎ না করে নিজেকে অভিজ্ঞ করে তোলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
-
আমি মনে করি ট্রেড করার জন্য আপনার সুযোগ মতো দিন বা রাত যে কোন একটি সময় বেচে নিতে পারেন। ট্রেড করার জন্য সপ্তাহে ৫ দিনের ২৪ ঘন্টার যে কোন একটি সময় বেচে নিতে পারেন। হ্যা, তবে আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই মার্কেট কখন খোলা থাকে এবং এবং মার্কেট মুভমেন্ট কখন বেশি করে সেটা দেখে নেয়া ভালো। যেমন ইউরো/উএসডি পেয়ারে ট্রেড করলে দুপুর ১টা থেকে রাত ১০ টায় ট্রেড নেয়া ভালো। তবে সবচেয়ে বেশি মুনাফা উপার্জন করা সম্ভব হয় নিউজ টাইম গুলোর সময়, আবার এসময় অনেকে লোজারও হয়ে যেতে পারে। কারণ যাদের দক্ষতা কম এবং মার্কেট সম্পর্কে তেমন বেশি অভিজ্ঞ না তাদের জন্য নিউজ টাইমে ট্রেড না করাটাই ভাল।