না ভাই আপনি আপনার বোনাস ছাড়া সকল প্রফিট কোন শর্ত ছাড়া তুলতে পারবেন।ইন্সটাফরেক্স এ জন্য কোন শর্ত দেয় নি।আপনার টোটাল বোনাসের মধ্যে আপনি যা লাভ করবেন তা এক ডলার হবার পর উত্তলন করতে পারবেন।
Printable View
না ভাই আপনি আপনার বোনাস ছাড়া সকল প্রফিট কোন শর্ত ছাড়া তুলতে পারবেন।ইন্সটাফরেক্স এ জন্য কোন শর্ত দেয় নি।আপনার টোটাল বোনাসের মধ্যে আপনি যা লাভ করবেন তা এক ডলার হবার পর উত্তলন করতে পারবেন।
হ্যাঁ কোন আসুবিধা নেই , আপনি যেকোনো সময় ফরেক্স থেকে আপনার টাকা উঠাতে কোন প্রব্লেম নেই । আপনি তার জন্য স্ক্রিল, নেটেলার ,অথবা পেইজা টে একটি একাউন্ত করে ভেরিফাই করে নিন । তার পর আপনার টাকা আপনি ডিপোজিট অথবা উঠাতে পারবেন । এবং যেকন সময় যেকোনো এমাউন্ত ব্যাল্যান্স উইথড্র করতে পারবেন ।
হ্যা আপনি যে কোন সময় আপনার ইন্সটা ফরেক্স এ্যাকাউন্ট থেকে যে কোন পেমেন্ট প্রসেসরে আপনি ডলার উত্তোলন করতে পারবেন । তবে আপনি উইথড্র রিকুয়েস্ট করলে তা আপনার পেমেন্ট প্রসেসর এ পৌছাতে চার থেকে পাচ ঘন্টা সময় লাগতে পারে । কখনও কখনও আরও বেশি সময় লাগতে পারে । ধন্যবাদ ।
আপনি স্ক্রিল বা নেটেলার দিয়ে টাকা তুলতে পারবেন। কারন এগুলা খুবই সোজা এবং টাকা অল্প সময়ের মধ্যে চলে আসে। আর এদের ভেরিফিকেশন টাও অনেক সোজা। কোন ঝামেলা নেই। আর যখন টাকার দাম বাড়বে তখন টাকা তুলবেন। এতে আপনার লাভ।
আসালামুঅলাইকুম আমি অভিজ্ঞ বড় ভাইদের কাছে জানতে চাই এখানে কি করে টাকা আয় করতে হয় এবং তা কোথায় কি করে ট্রেড করতে হয়। আর টাকা উঠানোর পদ্ধতি টাই বা কি? মোট ৩ টা প্রশ্ন সহজ সংক্ষিপ্ত উত্তর দিলেই হবে । ধন্যবাদ।
আমি নতুন হওয়াতে এবিষয় নিয়ে এখনো পরিষ্কার না।তবে অশা করছি আমরা ভাল ট্রেড করতে পারব।আপনাদের এই পোস্টটা থেকে কিছু নিয়মাবলী জানতে পারলাম।তবে আপনার কোন উইথড্র মেথড ব্যবহার করেন তা জানাবেন।ইন্সটাফরেক্সে প্রায় অনেক ধরনের উইথড্র মেথড রয়েছে।সুতরাং আপনাদের এ বিষয়ে মতামত জানাবেন।আমার মতে নেটেলার ভাল।
আপনি আমাদের forex-bangla ফোরামে পোস্ট করে নিয়মিত ফোরাম বোনাস পেতে পারেন। প্রতি পোস্টের জন্য ২০ সেন্ট করে বোনাস পাবেন যা দিয়ে লাইভ ট্রেডিং করতে পারবেন এমনকি এর প্রফিটও উত্তোলন করতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফোরামের এই থ্রেডটি পড়ে দেখুনঃ-
http://forex-bangla.com/showthread.p...?????-????????
আর ইন্সটাফরেক্সের বিভিন্ন Withdraw মেথড গু্লো জানতে নিচের এই লিঙ্কটি অনুসরন করুন-
https://secure.instaforex.com/en/withdrawals
ধন্যবাদ
টাকা উত্তোলনের জন্য মানিব্রোকার অথবা নেটেলার একাউন্ট করা ভাল বাংলাদেশীদের জন্য। কারণ এই দুইটি অনলাইন ব্যাংকিং সবচেয়ে ভাল লেনদেন করে ও অনেক বিশ্বস্ত।
ফরেক্স মার্কেটে যখন আসে ট্রেড করা জানতে পারলেন তখন একদিন কিভাবে একাউন্ট টাকা তুলতে হয় সেটা জানতে পারবেন। আপনাকে আরোও বেশি করে জানতে হবে কারন এটা একটা গুরুত্বপুর্ন বিষয়।স্ক্রিল বা নেটেরারে একাউন্ট করে টাকা ট্রান্সফার করতে পারেন।
নেটেলার বা স্কিরল ভয়াল একটি সিসস্টেম
এটি ব্যবহার করা ভাল