-
পয়সা টস দিয়ে কখনও ট্রেড করবেন না।ফরেক্স মার্কেটে এই ধরনের কাজ পাগলামী ছাড়া আর কিছুই না।।আসলে ফরেক্স মার্কেটে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে কোন সময় ট্রেড করবেন না।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে মার্কেট সমন্ধে জ্ঞান অর্জন করতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে।একটি কথা মনে রাখবেন না জেনে কোন কাজের ফলাফল কোন সময়ই ভাল হয় না।
-
ট্রেড করব পয়সা টস দিয়ে এ রকম যারা চিন্তা ভাবনা তাদের ফরেক্স সম্বন্ধে কোন জ্ঞানের প্রোয়জন নাই বলে আমি মনে করি কারন তাদের জ্ঞানের প্রোয়জন নাই তারা ঝরে বক মারবে। সফলতার ক্ষেত্রে তাদের ০%।
-
ভাগ্যে যদি অর্থ উপার্জন থাকে তা হলে অর্থ উপার্জন হবে। আর ভাগ্যে না থাকলে হবেনা। এই ধরনের মনোভাব নিয়ে কখনো ফরেক্স মার্কেটে ট্রেড করা ঠিক না। ফরেক্স মার্কেটে টাকার টস দিয়ে কিন্তু বিজনেস হয় না। এখানে নিজেকে গড়ে তুলতে হলে দরকার ফরেক্স উপর এনালাইসিস। এখানে আমাদের ভাল কিছু করতে হলে আমাদের এনালাইসিস করা উচিত।
-
পয়সা দিয়ে টস করলে যে কন মুহুর্তে আপনার একাউন্ট ব্যালেন্স হাওয়া হয়ে যেতে পারে । তাই টসের পিছনে সময় নষ্ট না করে মার্কেট এনালাইসিস করুন । কারণ এতে আপনার সফলতা নির্ভর করছে । এভাবে টস করে ট্রেড করলে কখনোই ট্রেডিং এ সফল হওয়া সম্ভব না ।
-
এটা ফরেক্স জোক হতে পারে। কিন্তু বাস্তবে কেউ এমন ভাবে টস করে ব্যবসা করবেন না। এনালাইসিস করুন তারপর, ডেমো করুন, তারপর ট্রেড করুন। যদি শুধু কোন একটা এনালাইসিস এ দুর্বল হয় তাহলে ধরজ ধরুন । ফোরামে সময় দেন দেখতে পারবেন, শিখতেও পারবেন । লস - লাভ তো থাকবেই ।
-
ভাই আপনি সুন্দর একটা পোস্ট দিলেন। ফরেক্স মার্কেট এ আসলে টস দিয়ে ট্রেড করা যাই না , ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে ফরেক্স মার্কেট কে এনালাইসিস কোরতে হবে। ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে ফরেক্স মার্কেট কে তিন ধরনের এনালাইসিস কোরতে হবে। তাহলেই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রপিট কোরতে পারবেন এবং সফল হতে পারবেন।
-
আপনি বিষয়টাকে আসলে অনেকটা বিজ্ঞাপন স্ট্যাইলে উপস্থাপন করেছেন বিষয়টা আমার কাছে খুব মজার মনে হয়েছে যে টছের উপরে নির্ভর করে ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার গল্প আপনি বলেছেন তাকে আমরা টছ অ্যানালাইসিস নাম করন করতে পারি আর এই অ্যানালাইসিস সেই সকল ট্রেডাররাই নিয়ে থাকে যারা কান্ডজ্ঞানহীন, দক্ষ, ফরেক্স ট্রেডিংয়ে অজ্ঞ। আর আমার মনে হয় ঐ সকল লোকদের ট্রেডার না বলে জুয়ারী বলে অাখ্যায়িত করলে প্রকৃত ট্রেডারদের সম্মান করা হবে।
-
টস করে যদি ট্রেড করা যেত তাহলে ফরেক্স করে সবাই রাতা রাতি ধনী হয়ে যেত।আসলে টস করে ট্রেড করা ফরেক্স অত সোজা নয়।কারন ফরেক্স কখনো ভাগ্য দ্বারা নিয়ন্তিত হয় না।ফরেক্স এ ট্রেড করতে হলে এনালাইসিস ও মার্কেট মুভমেন্টের উপর বিশ্লেষন করে করতে হয়।আর সখানে টস করে ট্রেড করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মাড়ার সমান।তাই আমি বলছি এই বোকামি পদ্দতি কেউ যেন অনুসরন না করেন।
-
আসলে পয়সা দিয়ে টস করে ট্রেড সম্ভব না। এটি একটি ব্যাবসা। এর অনেক নিয়ম কানুন আছে। এর জন্য সঠিক এনালাইসিস প্রয়োজন। আর আমি মনে করি এই ধরনের মনোভাব নিয়ে কখনো ফরেক্স মার্কেটে ট্রেড করা ঠিক না। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে। আর নয় তো ফরেক্স মার্কেটে লস হবে।
-
ফরেক্স এর সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। ফরেক্স প্রাইস মুভ করারর পিছনে অনেক কারন রয়েছে। কারন ছাড়া প্রাইস মুভ করে না।তাই এই এইখানে টস করে ট্রেডে করাটা একদম পাগলামি ছাড়া আর কিছু নয়। ফরেক্স কোনো জুয়া নয়।এটা একটি ইন্টারনেসনানল ব্যবসা। হয় তো দুই একটা ট্রেড এ ভাগ্যের কারনে লাভ করতে পারেন। কিন্তু এই ভাগ্য সবসময় সাথে থাকেনা। তাই ফরেক্স ব্যবসা তরার আগে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে পড়াশুনা করা উচিত।