-
হ্যা ফরেক্স এর সবচেয়ে সত্য কথা হল, ফরেক্স মার্কেট সবসময় সাপোর্ট রেসিস্টেন্স তৈরি করে চলে। যখন কোন রেসিস্টেন্স ব্রেক করে তখন সেই রেসিস্টেন্স হয়ে যায় সাপোর্ট। আবার কোন সাপোর্ট ব্রেক করলে সেই সাপোর্ট রেসিস্টেন্স হিসেবে কাজ করে। তাই সাপোর্ট রেসিস্টেন্স মেনে ট্রেড করলে সহজে মার্কেট থেকে বেশি প্রফিট করা যায়।
-
ফরেক্স মার্কেটে টেকনিকাল এনালাইসিস এর সাপোর্ট আর রেজিস্ট্যান্স মার্কেটে খুব গুরুত্বপুর্ন ।সাপোর্ট আর রেজিস্ট্যান্স সঠিকভাবে নির্নয় করতে হলে মুভিং এভারেজ , ফিবোনিছি সঠিক ভাবে বের করা শিখতে হবে।
-
সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল গুরুত্ব পুর্ণ একটি বিষয় ভালমানের ট্রেডারের জন্য ।কারণ যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে। আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও বেড়ে যায় এবং পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে। তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত।
-
যে ফরেক্স ট্রেডিং মার্কেটের কঠিন সত্য হল ফরেক্স মার্কেট অধিকাংশ সময় ইতিহাস পুনারাবৃতি করে চলে তাই রেসিসটেন্স থেকে মার্কেট নেমে আসে যদি রেসিসটেন্স ভাংতে না পারে আবার সাপোর্ট থেকে মার্কেট আপ হয়ে থাকে যদি সাপোর্ট ব্রেক না করতে পারে এবং আগের সাপোর্ট নতুন রেসিসটেন্স এবং পুর্বের রেসিসটেন্স নতুন সাপোর্ট হিসাবে কাজ করে।
-
ফরেক্স মার্কেট শহ যে কোন মার্কেট এ রেসিসটেন্ট ও সাপোর্ট অনেক ভাল কাজ করে । আপনি যদি ফরেক্স মার্কেট এ টেড লাইন একে রেসিসটেন্ট ও সাপোর্ট বের করে যদি আপনি টেড করতে পারেন তা হলেও অনেক ডলার লাভ করতে পারবেন । আপনি যেই সিস্টেম এ টেড করেন না কেন আপনাকে রেসিসটেন্ট ও সাপোর্ট বুজে টেড করলে আপনার রিস্ক অনেক কমে যাবে ফরেক্স মার্কেট এ ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট সব সময় একটা নির্দিষ্ট লেভেল ফলো করে চলে আর সেই লেভেলগুলো হচ্ছে সাপোর্ট-রেসিসট্যান্স। ফরেক্স মার্কেট সবসময় সাপোর্ট রেসিস্টেন্স তৈরি করে চলে। যখন কোন রেসিস্টেন্স ব্রেক করে তখন সেই রেসিস্টেন্স হয়ে যায় সাপোর্ট। আবার কোন সাপোর্ট ব্রেক করলে সেই সাপোর্ট রেসিস্টেন্স হিসেবে কাজ করে।
-
সাপোর্ট এবং রেজিস্টান্স বের করা ফরেক্স মার্কেটে প্রফিট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন মার্কেট বেশিরভাগ ামময়ে সাপোর্টে গিয়ে ব্যাকে আবার রেজিস্টান্সে চলে আসে এভাবেই মার্কেটের মুভমেন্ট বেশি হয়ে থাকে তাই আমাদেরকে সাপোর্ট এবং রেজিস্টান্স বের করা শিখতে হবে।
-
এই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পারে এবং ঠিকমত এই সাপোর্ট-রেসিসট্যান্স লেভেল আঁকতে পারে তাদেরকে অন্য কোন হলিগ্রেইলের পিছনে ছুটতে হবেনা । কোন সাপোর্ট ব্রেক করলে সেই সাপোর্ট রেসিস্টেন্স হিসেবে কাজ করে । একটি হলো টেকনিক্যাল এনালাইসিস। সাপোর্ট এবং রেসিস্টেন্স টেকনিক্যাল এনালাইসিসের দুইটি গুরুত্বপূর্ন বিষয় ।
-
না আমি বিশ্বাস করি যে ফরেক্স এর কঠিন একটা সত্য (সাপোর্ট-রেসিসটেন্ট) । কারন ফরেক্স ব্যবসা করতে হলে অনেক প্রফকার এনালাইসিস করা লাগে । তাই আমি মনে করি যে সাপোর্ট-রেসিসটেন্ট ছাড়া আমাদের ট্রেড করা ঠিক না । কারন সাপোর্ট-রেসিসটেন্ট আমাদের ফরেক্স মার্কেট বুঝতে সাহায্য করে থাকে । আমি সাপোর্ট-রেসিসটেন্ট বুঝে তাই ট্রেড করি ।
-
বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷সাপোর্ট এন্ড রেসিসট্যান্স হলো এই টেকনিক্যাল এনালাইসিসের মূল বিষয় বস্ত্তু৷আপনার ট্রেডিং টাইম ফ্রেমের চার্টে এই সাপোর্ট এন্ড রেসিসট্যানস লেভেলগুলো পরিষ্কার ভাবে চিনতে হবে,বুঝতে হবে ও মার্ক করতে হবে৷এই লেভেলগুলোতেই ট্রেডারগণ ট্রেড করেন৷