-
মার্কেটে অনেক পেয়ার আছে তাই বলে সব পেয়ার নিয়ে কাজ করা সম্ভব না। আপনার আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পেয়ার নিয়ে কাজ করবেন। নির্দিষ্ট কিছু পেয়ার নিয়ে কাজ করলে ট্রেড এ সুবিধা হয়। এতে মার্কেট আনালাইসিস করতেও সুবিধা হয়। যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করা না যায় তবে সব পরিশ্রম বৃথা হতে পারে।
-
হা ফরেক্স মার্কেটে আপনি সব পিয়ারে ট্রেড করতে পারবেন তবে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করেই তবে আপনি ফরেক্স মার্কেটে সব পিয়ারে ট্রেড করলে বলে মনে করি। আর যদি আপনি যদি ফরেক্স মার্কেট ভাল করলে আপনি অনেক ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের জন্য একাধিক পেয়ারে একইসাথে অনেকগুলো ট্রেড ওপেন করাই হবে ব্যালেন্স দ্রুত শুন্য করার অন্যতম কারন৷আপনি প্রথমেই শুধু ১টি মাত্র পেয়ারে (eur/usd) দীর্ঘদিন ট্রেড করে নিজেকে মার্কেটের সাথে এডজাস্ট করার চেষ্টা করুন৷ নিয়মিত প্রফিট দেখার পরে আরেকটি পেয়ারে আবার দীর্ঘদিন প্র্যাকটিস করুন৷এভাবে আস্তে ধীরে দক্ষ হওয়ার পরে ২/৩ টা পেয়ারে (eur/usd,gbp/usd,usd/jpy) অল্প করে ট্রেড করে প্রফিট করতে থাকুন এবং ধৈর্য্যের সাথে মার্কেটে কয়েক বছর শুধু টীকে থাকার চেষ্টা করুন৷মার্কেটও আছে আর আপনি-আমি সবাই আছি৷
-
ফরেক্স মার্কেট প্রায় ২৫০ এর বেশি পেয়ার আছে। কিন্তু আমরা যদি সব পেয়ার এ ট্রেড নিতে যাই তাহলে আমরা লাভের চেয়ে লসের মুখই দেখব। কেননা এত পেয়ার একসাথে আমাদের হ্যন্ডল করা সম্ভব না। তাই সবাই কম পেয়ার নিয়ে এনালাইসিস করে ট্রেড করে।
-
ফরেক্সে অনেকগুলো পেয়ার আছে যেখানে আমরা ট্রেডিং করে থাকি । ফরেক্সে ট্রেডিং করে সফল হতে চাইলে আমাদেরকে খাপছাড়া ট্রেডিং করা বন্ধ করতে হবে । আমাদেরকে অবশ্যই অবশ্যই ট্রেড করতে হবে খুব ধৈর্য্যর সাথে এবং অত্যন্ত সতর্কতার সাথে যাতে সামান্য ভুলে অামরা বিশাল লসে পড়ে না যায় । তাই সর্বদা সতর্কতার সহিত আমাদেরকে ট্রেডিং করে যেতে হবে ।
-
ফরেক্স মার্কেটে যদিও অনেকগুলা পেয়ার আছে তবে আমি মনে করি আমাদের উচিত সব সময় নির্দিস্ট কিছু পেয়ারে ট্রেড করা উচিত এবং এতে বেশি ভাল ফলাফল দেখা যায়।euro/used,gbp/used এই দুটা ভাল আমি মনে করি এবং এই দুইটা এই ট্রেড করি আমি।আপনাদের প্রতি পরামর্শ আপনাদের নিজেদের সুবিধামতো নির্দিস্ট কিছু পেয়ার বেছে নিন যেটা তে আপনি ভালো আনাল্যসিস করতে পারবেন।
-
ভাই আপনি আসলেই একটা বেশ ভাল এবং গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। কেননা এখানে ফরেক্স মার্কেটে যদিওবা অনেকগুলা কারেন্সি পেয়ার রয়েছে তবু আমি মনে করি যে, আমাদের সবসময় উচিত হবে নির্দিষ্ট একটা পেয়ার নিয়ে কাজ করা বা ট্রেড করা। কারন অনেকগুলো পেয়ার নিয়ে একসাথে এনালাইসিস করা অনেক কষ্টকর, আর এটা প্রায় বলা যায় যে অসম্ভব একটা ব্যাপার, এবং এক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং আপনি লসের সম্মুখিন হতে পারেন। সুতরাং একটা পেয়ারেই ট্রেড করেন।
-
সব পেয়ারে ট্রেড না করাই ভালো।এতো বিরাট সংখ্যক পেয়ারের ভালো অ্যানালাইসিস একজন মানুষের পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না।বরং এতো বেশি পেয়ারে ট্রেড করলে ঝামেলা মনে হতে পারে।তার চেয়ে বরং ফিক্সড কিছু পেয়ারে ট্রেড করা ভালো।আমার মনে হয় নিয়োমিত ১০টা পেয়ারে ট্রেড করা এবং এই পেয়ারগুলোতে নিয়মিতো অ্যানালাইসিস করলেই ভালো হবে।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে অসংখ্য পেয়ার রয়েছে। একজনের পক্ষে কখনোই সব পেয়ারে ট্রেড করা সম্ভব নয়। তাছাড়া সব পেয়ারই সিকুয়েন্স অনুযায়ী আচরন করে না। ফলে সব পেয়ারে ট্রেড করতে গেলে গোজামিল হয়ে যেতে পারে এবং বড়সড় লস হয়ে যেতে পারে। আমার মতে কয়েকটি পেয়ার নির্দিষ্ট করে নিয়ে সেগুলোতে ট্রেড করা উচিৎ। এতে দক্ষতাও বৃদ্ধি পাবে।
-
যদি হাতে ভালো সময় থাকে এবং যথেষ্ট ভালো এনালিস্ট হতে পারেন সেক্ষেত্রে একাধিক পেয়ারে ট্রেড করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি নির্দিষ্ট একটি বা দুটি পেয়ারে ট্রেড করার অভ্যাস করেন। এমন অনেক ট্রেডারই যারা কিছু নির্দিষ্ট পেয়ার যেমন শুধু জিবিপি-ইউএসডি অথবা ইউরো-ইউএসডি এই পেয়ার দুটিতে ট্রেড করে থাকে।