-
ধন্যবাদ আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পরকে মূল্যবান কিছু পরামর্শ দেয়ার জন্য। আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। আমিও মনে করি ২-৩টির বেশি পেয়ার নিয়ে কাজ করলে ম্যানেজ করা সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা যদি ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখতে পারে তাহলে আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অর্থ খুব সহজেই উপার্জন করতে পারব ।
-
ফরেক্স মার্কেটে মানি ম্যানাজমেন্ট সমানভাবে ট্রেডে বিভক্ত করুন । অতিরিক্ত লট নিবেন না যা আপনার মানি ম্যানাজমেন্ট এর নিয়ম ভঙ্গ করে।জানার চেয়ে মানাটাই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । তাই সকলকেই আগে প্রকটিস করতে হবে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় । অামরা লোভ থেকে নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করব ।
-
ফরেক্কিস ত্ছুরাদে নিয়ে কিছু টিপস
১। সর্বচ্চ ৩ টি পেয়ার নিয়ে কাজ করুন।
২। ধারণা আনার চেস্টা করুন মার্কেট মুভমেন্টের ব্যাপারে।
৩। ১-২ টি ট্রেড ওপেন রাখুন, এর বেশি হলে অনেক সময় মেনেজ করতে কষ্ট হয়ে পড়ে।
৪। বড় পিপ্সের মুভমেন্ট হয়ে গেলে সেই পেয়ার পর্যবেক্ষণ করা ছাড়া ট্রেড দিবেন না।
৫। মানি ম্যানাজমেন্ট সমানভাবে ট্রেডে বিভক্ত করুন। অতিরিক্ত লট নিবেন না যা আপনার মানি ম্যানাজমেন্ট এর নিয়ম ভঙ্গ করে।
৬। ই সি এন এবং রেগুলেটেড ব্রোকার দ্বারা ট্রেড করুন।
৭। সুযোগ হারিয়ে গেলে আফসোস করে তারাহুরো করে ট্রেড নিবেন না, নিজেকে কন্ট্রোল করুন।
৮। সাপোর্ট রেসিস্টেন্স মেনে ট্রেড করুন। তোকে সফল হতে হলে আপনাকে আগেও ফরেক্স এর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
অতিরিক্ত লট নিবেন না যা আপনার মানি ম্যানাজমেন্ট এর নিয়ম ভঙ্গ করে।জানার চেয়ে মানাটাই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । তাই সকলকেই আগে প্রকটিস করতে হবে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় । অামরা লোভ থেকে নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করব । তাই সকলকেই আগে প্রকটিস করতে হবে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় । অামরা লোভ থেকে নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করব ।
-
কম পেয়ার নিয়ে কাজ করলে লাভ করার সুযোগ বেশি থাকে। আবার বেশি পেয়ার নিয়ে কাজ করলে লস করার প্রবনতা বেশি থাকে। কম পেয়ারে নিয়ে কাজ করলে কোন সময় পেয়ারগুলো কোনদিকে যাবে তা লক্ষ্য রাখা যায়।
-
আমার কাছে আপনার টিপসগুলো অনেক ভালো।কারন ফরেক্সে ট্রেড ভালোভাবে করতে হলে আপনার দেওয়া টিপসগুলো মেনে চলে ট্রেড করতে পারলে অনেক ভালো ফলাফল পাওয়া যেতে পারে।সবসময় স্ট্রাটেজি বুঝে একটা থেকে দুইটা পেয়ারে ভালোমতো অ্যানালাইসিস করে ট্রেড করারর চেষ্টা করতে হবে এবং ইমোশনকে কন্ট্রোল করতে হবে।
-
আপনার হেডলাইনে বানান ভুলের কারনে কিছুই বুঝতে পারিনি। বানানের ব্যপারে সতর্ক থাকলে ভালো হত। হ্যা আমার মতে ৩-৪টি পেয়ারের বেশি কাজ করা উচিত নয়। মার্কেট মুভমেন্টের ব্যপারে ধারনা আনা অবশ্যই জরুরি। আসলে বেশি ট্রেড ওপেন রাখা ঠিক না, কিন্তু আমাদের ইমোশনের জন্য সেটা বুঝিনা। হুম আপনার ৪ নম্বর পয়েন্টা টা অনেক গুরুত্বপূর্ন।
-
ট্রেডিং এ কি করতে হবে আর কি করতে হবে না সেই সম্পর্কে আমরা সকলেই জানি । কিন্তু কয়জন মানার চেষ্টা করি । আমরা মেনে চলি না । জানার চেয়ে মানাটাই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । তাই সকলকেই আগে প্রকটিস করতে হবে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় । কিভাবে আমরা নিয়মের মধ্য থেকে ট্রেড করতে পারি । সবসময় স্ট্রাটেজি বুঝে একটা থেকে দুইটা পেয়ারে ভালোমতো অ্যানালাইসিস করে ট্রেড করারর চেষ্টা করতে হবে এবং ইমোশনকে কন্ট্রোল করতে হবে।
-
আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। আমিও মনে করি ২-৩টির বেশি পেয়ার নিয়ে কাজ করলে ম্যানেজ করা সমস্যা হয়ে দাঁড়ায়। তখন এনালাইসিসে তালগোল পেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। একইসাথে ২-৩টির বেশি ট্রেড ওপেন করে রাখা উচিত নয়। এতে মানসিক চাপ বেশি পড়ে। মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেড করা উচিত। ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করে অনেকে না বুঝে তারা ভাল বুঝতে পারে না কি করতে হবে এই না বুঝতে পারার কারন এ তারা অনেক অনেক ডলার লস করে থাকে আপনার এই পোস্ট পরে আমি মনে করি তাদের লস কিছুটা হলেও কমবে ফরেক্স মার্কেট এ নিয়ম মেনে ট্রেড করতে হয় নিয়ম মেনে ট্রেড করলে লাভ হয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমরা যদি সবসময় কমন রুলস গুলো মেনটেন করে সঠিক নিয়মে ট্রেডিং করি তাহলে এই মার্কেটে লস করার খুব বেশি সম্ভাবনা থাকেনা। নিম্নে কতিপয় ট্রেডিং সংক্রান্ত কমন স্ট্র্যাটেজি তুলে ধরা হলো-
১। ১০০% অন্যের স্ট্রেটেজি ফলো করা যাবেনা
২। না বুঝে কোন ইন্ডিকেটরের উপর নির্ভর করা যাবেনা, যদিও আমি ইন্ডিকেটর পছন্দ করিনা
৩। না বুঝে কারেন্ট ট্রেড লসে যেতে দেখে কিছুটা অপেক্ষা না করেই হুট করে ট্রেড ক্লোজ করে সাথে সাথে অপোজিটে এন্ট্রি নেয়া যাবেনা
৪। কোন সাইটের কপি ট্রেডিং এ যাওয়া যাবেনা
৫। একই সাথে বাই/সেল অর্ডার খোলা যাবেনা
৬। দীর্ঘ সময় একই পেয়ার নিয়া রিসার্চ করুন
৭। সরবোচ্চ $৫০ নিয়া ডেমো ট্রেড করুন। জানি নিজের রিয়েল ভাবতে চাইলেও হয়না। তাই কম একাউন্ট নিয়া ডেমো তে প্র*্যাক্টিস করুন। যেদিন $৫০ কে অন্তত $৬০ করতে পারবেন নেক্সট এক সপ্তাহে, বুঝবেন এখন আপনি নিজেও প্রো ট্রেডার।