Originally Posted by
IFXmehedi
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে । আমি মনে করে এই হতাশাই আমাদের বড় একটা সমস্যা । আমরা মেনে নিতে পারি না যে যেকোনো বিজনেস এ লস হওয়াটা খুবই স্বাভাবিক । তাই লস করবার পড়ে আমাদের হতাশ হওয়া চলবে না । পরবর্তীতে ধৈর্য ধরে আনাল্যসিস করে ট্রেড করতে হবে ।