-
ফরেক্স এ ভাল ট্রেডার না হওয়ার বিভিন্ন লক্ষন রয়েছে। যেমন ফরেক্স সম্পর্কে ভাল করে না জানা ফরেক্স এর উপর অনেক জ্ঞান না থাকা ফরেক্স সম্পর্কে অনেক অভিজ্ঞতা না থাকা বেশি বেশি লোভ করা ফরেক্স কে সিরিয়াস ভাবে না নেওয়া এবং ইত্যাদি। তাই আমার মতে ফরেক্সকে ভাল ভাবে জানতে হবে সম্পর্কে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান রাখতে হবে ফরেক্স নিয়ে অনেক এনালাইসিস করতে হবে তাহলেই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।
-
একজন ভালো ট্রেডার কে, কিভাবে হওয়া যায় তা সংজ্ঞায়িত করা কঠিন। তবে কিছু কিছু নিয়ম মেনে চললে ট্রেডের ক্ষেত্রে ভালো করা যায় আই মিন লস কম হয়। প্রথমেই যদি বলি তাহলে বলতে হবে ধর্য্য ধরা। সময় নিয়ে মার্কেটের কলা কৌশল আয়ত্তে আনা। রিয়েল ট্রেডে যাওয়ার আগে ডেমো একাউন্ট দিয়ে প্র্যাকটিস করা। রিয়েল ট্রেড করার সময় মার্কেট এনালাইসিস করে সিদ্ধান্ত নেয়া। ট্রেড করার সময় আবেগকে কম পশ্রয় দেয়া। মার্কেটের মুভমেন্ট বুঝা।
-
ফরেক্সে সফল না হওয়ার পিছনে বেস কিছু কারন আছে। যেমনঃ নিজে এনালাইসিস অনুসরন না করা ।১ ধৈর্য হারা ২ লোভে পড়ে ট্রেড করা ৩ অন্যের কথা শুনে ট্রেড করা। ৪৫.মানিম্যানেজমেন্ট না মানা।৫.স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করা।
-
বুঝে শুনে তারপর ট্রেড করাই ভাল ট্রেডারের লক্ষন । শুধু বাই আর সেল করলেই ভাল ট্রেডার হওয়া যায়না । সঠিক সময়ে সঠিক ট্রেড ওপেন করে প্রফিট করে বের হয়ে আসাই ভাল ট্রেডারের লক্ষন । আর এসকলের বিপরীত কর্মই হচ্ছে ভাল ট্রেডার না হওয়ার লক্ষন ।
-
ভাল ট্রেডের না হওয়ার লক্ষণ গুলো নিম্নে দেওয়া হল
১/আপ্নি যদি ট্রেড সম্পরকে না বুঝেন ।
২/আপনি যদি ঠিক সময়ে ট্রেড না কিনতে না পারেন।
৩/আপ্নার যদি বেশি লুভ থাকা।
৪/সময় মত ট্রেড মভ করতা না পারলে।
৫/ বেশি বেশি ট্রেড করা ।
-
হ্যা বন্ধু একজন ভাল ট্রেডারের মধ্যে অনেক বৈশিষ্ট থাকা দরকার বলে আমি মনে করি যেমন সে অবশ্যয় নিজের মধ্যেকার লোভ, আবেগ, ভয় ইত্যদি বিষয়গুলো ভালকরে বশে এনে ট্রেড করেতে সক্ষম , ফকোস ট্রেডিং করার জন্য সে সিস্টেমের অনুগামি এবং সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সে ভাল পারদর্শি এবং সে নিজের সিগনাল ব্যবহার করাই আগ্রহী। ধন্যবাদ।
-
ভালো ট্রেডার না হওয়ার লক্ষন আমি যা বুঝি তা হলো সে অলস ভাবে এই ফরেক্স এ আসবে ডেমো ট্রেডিং করবে না শুধু লোভ এর জন্য কিছু নলেজ ও লাক নিয়ে ফরেক্স ব্যবসা শুরু করবে তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স শিখতে চান এবং ফরেক্স সাফল্যতা অর্জন করতে চান তাহলে আপনাকে ফরেক্স প্ররিশ্রম এবং দক্ষতা অর্জণ করা লাগবে তাহলে আপনি ভালো ট্রেডার হবেন । এই গুলোই হলো ভালো ট্রেডার হওয়াল লক্ষন।
-
একজন ভাল ট্রেডার না হওয়ার কারন তাদের কিছু লক্ষন হোল ফরেক্স সম্পরকে তাদের জ্ঞান না থাকা ফরেক্স অভিজ্ঞতা না থাকা কখন কিভাবে ট্রেড করতে হবে তা না বঝা কখন বাই করতে হবে তা না বঝা কখন সেল করতে হবে তা না বঝা ।
-
ভালো ট্রেডার না হয়ার লক্ষন ঃ
১, লোভে পরে ট্রেড করা ।
২, নিজে না বুজে ট্রেড করা ।
৩, অন্যের কথায় কান দিয়ে ট্রেড করা।
৪, সিস্টেম না বুজে ট্রেড করা।
৫, এনালাইসিস না করে ট্রেড করা । ইত্যাদি ।
-
ভাল লিখেছেন কিন্তু খারাপ ট্রেডার হওয়ার প্রধান লক্ষন হল মানি ম্যানেজমেন্ট না ফালো করা,স্টপলস ছাড়া ট্রেড করা আর অতিরিক্ত লোভ করা। আসলে আরো অনেক লক্ষণ আছে একজন খারাপ ট্রেডার হওয়ার। একটা কথা মনে রাখবেন প্রফিট কমবেশি সবাই করতে পারে কিন্তু সবাই প্রফিট ধরে রাখতে পারে না।