-
আমি শর্ট টাইম এবং লং টার্ম দুটোই পছন্দ করি মুলত যখন যেটা করার ভালো সুযোগ পাওয়া তখন সেটাই করার চেষ্টা করি। তবে বেশিরভাগ সময়েই শর্ট টার্ম ট্রেড করা হয়ে থাকে কারন লং টার্ম ট্রেড করার সুযোগ সবসময় আসে না। আর আপাদত শর্ট টার্ম ট্রেডে ভালো প্রফিটও হচ্ছে তাই এই টার্মে ট্রেড করতে একটু বেশি ভালো লাগে।
-
আমি শর্ট টাইম এবং লং টাইম দুভাবেই ট্রেড করি। তবে বেশিরভাগ ট্রেডই শর্ট টাইম মানে ডে ট্রেডিং হয়ে থাকে। একটি ট্রেড করে প্রফিট নিয়ে সেদিনই ট্রেড ক্লোজ করার চেষ্টা করি। আর যখন কোন পেয়ার সম্পর্কে আগে থেকেই বোঝা যায় সামনে কি হতে পারে এনালাইসিস এর পর তখন ঐ পেয়ারে ট্রেডটা লং ট্রেড হিসেবে রেখে দেই।
-
শর্ট টাইম ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি এ্যানালিসিস করতে হবে এবং তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে একটি ট্রেড করতে হবে যাতে করে ভুল ট্রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই প্রফিট এর চেয়ে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পক্ষান্তরে যদি আপনি অনেক হিসাব নিকাশ করে একটি ট্রেড করেন এবং অনেক সময় ধরে রাখেন তাহলে দেখবেন অনেক প্রফিট আপনি করতে পারবেন এবং ভুল ট্রেড এর সংখ্যা ও অনেক কম হবে তাই লস হলেও কম লস হবে।
-
ফরেক্স বিজনেসে সব ধরণের সুযোগ সুবিধা রয়েছে। আপনার যদি হাতে সময় থাকে তাহলে বসে বসে শর্ট টার্ম ট্রেডিং করেও যেমন প্রফিট করা যায় আবার অন্য ব্যস্ততা থাকলেও সমস্যা নেই,আপনি মার্কেট বুঝে লং টার্ম এ্যান্ট্রি দিয়ে টেক প্রফিট এবংস্টপ লস সেট করে রাখতে পারেন। নির্দিষ্ট প্রাইসে অটোমেটিক সিস্টেমে ক্লোজ হয়ে যাবে। আমি শর্ট টার্ম ট্রেডিং বেশী করি তবে মাঝে মাঝে কিছু এ্যান্ট্রি লংটার্ম দিয়ে থাকি। সেটা নির্ভর করে মার্কেট এবং ক্যান্ডেলস্টিক বিভিন্ন টাইমফ্রেমসহ এ্যানালাইসিসের উপর।
-
অল্প সময়ের জন্য যে ট্রেড ওপেন করা হয়, সেটাই আমি বেশি পছন্দ করি। কারন এতে কোন টেনশন করা লাগে না এবং বেশি লাভ করা সম্ভব। তবে এ্যানালাইসিস করে ট্রেন্ড বুঝতে হবে এবং সেই অনুপাতে ১ ঘন্টার ক্যান্ডেল দেখে ট্রেড করতে হবে। তবে দৈনিক ২-৩টি ট্রেডের বেশি দেওয়া ঠিক নয় এবং ২০-৩০ পিপস এর বেশি লাভের দরকার নাই। তাহলেই আপনি সফল হতে পারবেন।
-
লং টার্ম ট্রেডিং কওশলটা মূলত যারা ফরেক্স মার্কেটে অনেক দিন ধরে ট্রেড করে তাদের জন্যই বেশি কার্যকারী এবং যাদের ট্রেডিং এর মূলধনটা প্রায় ১০০০ ডলার । যদিও আমার অ্যাকাউন্ট এর বালাঞ্চ এখনও ৫০০ ডলার হয় নাই । বেশিরভাগ ট্রেডই শর্ট টাইম মানে ডে ট্রেডিং হয়ে থাকে। একটি ট্রেড করে প্রফিট নিয়ে সেদিনই ট্রেড ক্লোজ করার চেষ্টা করি। আর যখন কোন পেয়ার সম্পর্কে আগে থেকেই বোঝা যায় সামনে কি হতে পারে এনালাইসিস এর পর তখন ঐ পেয়ারে ট্রেডটা লং ট্রেড হিসেবে রেখে দেই।
-
ফরেক্স এ আমি যখন নতুন ট্রেড করি তখন আমি সর্ট টাইম এ ট্রেড করতাম। কেননা, সর্ট টাইপম এ মার্কেট এর ক্যান্ডেল গুলো বেশী মুভিং হয়ে থাকে তাই আমি সর্ট গুলো করতাম। তারপর ৩ থেকে ৪ মাস পর আবার লং টাইম এর চার্ট ব্যবহার শুরু করলাম । এতে দেখলাম যে লং টাইম এর চার্ট গুলো আবার অনেকটা বুঝা যায় যে মার্কেট কোন পজিশন এ যাবে। তবে আমি মার্কেট বুঝে এনালাসিস করে মাঝে মাঝে দুটুই ব্যবহার করে থাকি। লং টাইম ও সর্ট টাইম ও। ধন্যবাদ।
-
শট টেড করতে গেলে ঝুলে লং টেড হয়ে যায়।sl ব্যাবহার না করায় লস এতটা বেশি হয়ে যায় যে লস লং টেড হয়ে যায়।
-
ফরেক্স মার্কেট এ আমি কম আর বেশী সব টাইম ই পছন্দ করে থাকি। তবে যখন যেভাবে আমার টার্গেট পরে আমি তখন ই ট্রেড করে থাকি। আমি ফরেক্স শিখার কয়েক মাস পযর্ন্ত সর্ট টাইম ব্যবহার করতাম। আর যখন আমি অনেকটা দক্ষ ও অভিজ্ঞতা হয় তখন আমি আবার লং টাইম যেমন, H1, H4, Daily টাইম ব্যবহার করা শুরু করি। তবে এভারেজ এ আমি সব টাইম ই ব্যবহার করে থাকি। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে একেকজন লং টাইম টাইমফ্রেমে ট্রেড করে স্বাচ্ছন্দ্যবোধ করে আবার অনেকে শর্ট টাইম ট্রিট করে। শর্ট টাইম ট্রেড করতে হলে অনেক এনালাইসিস করতে হয়। হাতে লাভ কম হওয়ার আশঙ্কাও রয়েছে এমনকি লস হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বলি শর্ট টাইমে ট্রেড করলে রিক্স বেশি। তাই প্রতিটি ট্রেড করার পূর্বে ধৈর্য সহকারে অ্যানালিসিস করে ট্রেড করলে লং টাইম কেটে সফলতা বেশি।