ফরেক্স ট্রেডিং আমার জন্য ভালো। কারণ ফরেক্স এ কাজ করে আমি খুব অল্প সময়ের মাজে ভাল টাকা আয় করতে পেরেসি। ফরেক্স আমাকে খুব সাহায্য করেসে। ফরেক্স সুদু আমাকে নই যারা ফরেক্স এ কাজ করে তাদের সবাইকে ফরেক্স অনেক সাহায্য করেসে। তাই ফরেক্স আমার জন্য খুব ভাল।
Printable View
ফরেক্স ট্রেডিং আমার জন্য ভালো। কারণ ফরেক্স এ কাজ করে আমি খুব অল্প সময়ের মাজে ভাল টাকা আয় করতে পেরেসি। ফরেক্স আমাকে খুব সাহায্য করেসে। ফরেক্স সুদু আমাকে নই যারা ফরেক্স এ কাজ করে তাদের সবাইকে ফরেক্স অনেক সাহায্য করেসে। তাই ফরেক্স আমার জন্য খুব ভাল।
এটা একটা টাকা নিয়ে ব্যবসা তাই এটার প্রতি এতো অার্কষন ,এটা FxAhsan ভাই এর মত বলতে পারি কাচা টাকা আছে তো তাই মাথা সহজেই নষ্ট হয়ে যায়।
এটা একটা পিউর বিজনেস এছাড়া অন্য কিছু নয়,কাচা টাকা আছে তো তাই মাথা সহজেই নষ্ট হয়ে যায়
আসলে আমি বলব ফরেক্স মার্কেট আমার জন্য খুবই ভালো কারণ আমি ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালকরে জ্ঞান অর্জন করতে পারলে আমি এখান থেকে খুব অল্প সময়ে টাকা আয় করতে পারব যা দিয়ে আমি আমার সকল অভাব পুরন করতে পারব এবং ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব এজন্য এটা আমার জন্য ভালো
আমি ফরেক্স ট্রেডিংযে আসক্ত নই আসলে আমি ফরেক্স ট্রেডিং কার্যক্রমকে নিজের পেশা হিসাবে গ্রহন করেছি এবং আমি চাই যে এখান থেকে প্রতি মাসে আমি একটি ভাল প্রফিট অর্জন করে নিব।
আমি ফরেক্স ট্রেডিং নিয়ে এক সময় খুবই এক্সাইটেড ছিলাম এবং এর পিছনে বেশ কিছুুদিন ধরে পড়ে আছি। এখন পর্যন্ত কোন কুলকিনারা পাচ্ছি না তবে চেষ্টা করছি কুল পাওয়ার জন্য। এখন আর নেশাও না, ভাল লাগাও না। একসময় ছিল নেশার মত তার পরে হল ভাল লাগা। এখন আর এরকম মনে হয় না। এখন ট্রেড করা এক রকমের আতংক বলা যেতে পারে।
ফরেক্স আমার এক রকম আসক্তি বলা যায়, কারন কাজের ফাকে ফরেক্স বন্ধুদের সাথে আলোচনা , বাসায় আসলে পরিবারকে সময় না দিয়ে ফরেক্স ট্রেডে সময় দেওয়া এক রকম আসক্তি বলা যায়।
ফরেক্স ট্রেডিং করে কখনো অসক্ত হওয়া যাবে না ফরেক্স করা ভাল তবে আসক্ত হওয়া ভাল না তাই ফরেক্স করতে গিয়ে কখনো আসক্ত হওয়া যাবে না সে দিকে খেয়াল রাখতে হবে তাই ফরেক্স করতে গয়ে যদি ফরেক্স মারকেটের প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে ফরেক্স করে সফলতা হয় না।
ফরেক্স একটি ব্যবসা এবং ফরেক্সকে আমি আমার ক্যারিয়ার হিসাবে নিয়েছি । ফরেক্স ট্রেডিং আসক্তি নয়, এটা ভলো লাগা। আর ভাল লাগে বলেই আমি ফরেক্স এ আসি। এখান থেকে একদিন ইনশাল্লাহ ক্যারিয়ার ডেভেলপ করব। আর ফরেক্স এর এই জিনিসটা আমার খুবই ভাল লাগে তা হল--এর সকল কার্যক্রম অনলাইনে হয় এবং এখানে ব্যক্তির সর্বোচ্চ স্বাধীনতা বজায় থাকে। কোন চাপ নেই। নিজের ইচ্ছে মত কাজ করে যান।
আসক্ত হয়ে ফরেক্স মার্কেটে সময় কাটালে তা জুয়ারীর পর্যায়ে চরে যায়। জুয়ারীরা সাধারণত প্রচন্ডভাবে আসক্ত তাকে । ফরেক্স মার্কেটে লস করে যদি শেখার জন্য বা নিজের ভূল যৌক্তিকভাবে সংশোধনের জন্য পথ খুঁজতে এখানে আসে তবে তাকে জুয়ারী বলাটা যৌক্তিক হবে কী?