-
একজন জুয়ারি ট্রেডার ফরেক্স সম্পর্কে তেম একটা ভাল ধারনা রাখে না সে মনে করে আসলে দক্ষতা অভিজ্ঞতা কিছুই না যেহেতু মার্কেট প্রায়ই উপরে নিচে উঠা নামা করে সেহেতু বড় ভলিউম দিয়ে ট্রেড করে শর্ট টাইমের মধ্যেই তো লাভ করা সম্ভাব তারা মূলত এটিকে ব্যবসা মনে করেনা তারা এটিকে খেলা বা গেম মনে করে। আর ঐ সকল জুয়ারীরাও মাঝে মধ্যে লাভ বা প্রফিট করে থাকে কিন্তু ট্রেডিং জ্ঞানে অজ্ঞ হওয়ার কারনে মার্কেটে বেশি সময় টিকে থাকতে পারে না।
-
যে ফরেক্স এর মত ভালো একটা ব্যবসাকে জুয়া হিসেবে নেয় তাকে ট্রেডার বলা যায় না । কারণ ট্রেডার উপাধিটা শুধু মাত্র আমাদরে মত সাধারণ ট্রেডারদের উপাধি । যে ফরেক্স নিয়ে জুয়া খেলে তাকে তো একজন জুয়াড়ি বলা উচিত । তার কোন ধরনের প্লান থাকেনা । সে শুধু অন্ধের মত নিজের ইচ্ছাকে প্রধান্য দিয়ে ট্রেড করে এতে কোন সময় সফল হয় কিংবা কোন সময় বিফল হয় । তবে জুয়াড়িরা কিন্ত জ্ঞানী হয় !! তাই তারা অনেক বেশি টাকা ফরেক্স এর পিছনে ব্যায় করে । কিন্ত চরম একটা বাস্তবতা হল তাদেরকে এই মার্কেট হতে একদিন না একদিন বড় ধরনের ক্ষতির বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হবে ।
-
একজন জুয়াড়ি ট্রেডার কি কি করেনঃ
রিস্ক ম্যানেজমেন্ট এর প্রতি সামান্য মনযোগ অথবা রিস্ক ম্যানেজমেন্টই করেন না।
সব সমই তার ফোকাস থাকে প্রফিট এবং পুরস্কার এর উপর।
ট্রেডিং এর সময় প্রচন্ড ইমোশনাল থাকে মার্কেট আপস এবং ডাউন এর উপর।
অন্ধের মত বা Y or N পন্থায় ট্রেড ওপেন করে অবাস্তবিক প্রফিট টার্গেট ঠিক করে।
যখন তখন ট্রেড করে থাকে।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার কি করেনঃ
স্ট্রেটিজি দিয়ে ট্রেড করেন।
একটি স্বচ্ছ ট্রেডিং প্ল্যান মোতাবেক ট্রেড করেন।
একটি ট্রেডিং জার্নাল দিয়ে ট্রেড করে থাকেন।
প্রতি ট্রেডে রিস্ক ম্যানেজ করেন এবং প্রত্যেক ট্রেডে রিস্ক কন্টোল করেন।
অতিরিক্ত প্রফিট বা সুবিধার আশায় থাকেন না।
ট্রেডে এন্টার করেন তখনি যখন ট্রেডিং অ্যাজ তৈরি হয়।
ইমোশন দিয়ে লাভ বা লস বিচার করেন না।
ট্রেড হল তার একটি ব্যবসা এইভাবেই ট্রেডিং করে থাকেন।
-
একজন জুয়াড়ি ট্রেড়ার সবসময় না বুঝে ট্রেড ওপেন কিংবা ক্লোজ করে থাকেন। মূলত জুয়াড়িরা ফরেক্সকে না বুঝে ট্রেড করে থাকে। ওদের কাছে কোন ট্রেড এনালাইসিস করার সক্ষমতা থাকে না। তারা অনেকটাই ভাগ্যের উপর ভিত্তি করে ফরেক্স করে। অধিকাংশ সময়ই তারা হাই ট্রেড করার কারণে একাউন্ট জিরো করে!
-
আমার মতে একজন জুয়ারি তার ইচছা অনুযায়ী ট্রেড করে।মমার্কেট এনালাইসিস করার কোন প্রয়োজন মনে ককরে না সে।তার উদ্দেশ্য মার্কেট অনুকূলে গেলে কোটিপতি আর প্রতিকুলে গেলে জিরো।এটা জুয়া খেলারই অনুরূপ।কিন্তু ফরেক্স কোন জুয়া খেলা না এখানে আপনি একটা সুন্দর এবং সুশৃঙ্খল ট্রেডিং স্ট্রাটেজির মাধ্যমে খুব ভালো আয় করতে পারবেন এবং যেটা হবে লাইফটাইম।যেটা জুয়াড়িরা কখনোই করতে পারে না।তাই আসুন জুয়া খেলা বাদ দিয়ে ফরেক্স ট্রেডিংকে একটা আর্ট এবং পেশা হিসেবে দেখি।তাহলেই আমরা সফল হতে পারবো।
-
এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে ফরেক্স জুয়া খেলা। আসলে তা নয়। কিছু জুয়ারি আছেন যারা ফরেক্সকে জুয়া খেলার উপায় হিসেবে ধরে নিয়েছেন। এখানে এনালাইসিস করে সৎ পথে ইনকাম করা যায়। বেশি লাভের আশায় ট্রেডিং না বুঝে শুধুমাত্র ইয়েস নো এর ভিত্তিতে ট্রেড করলে এই মার্কেটে ট্রেডার হিসেবে টিকতে পারবে না। ফরেক্স কোন জুয়ার মঞ্চ নয়।
-
ফরেক্স মার্কেটে যে জুয়া খেলা আছে আমার জানা ছিলনা। এই প্রথম এই শব্দটি নতুন শুনলাম। কিন্তু কিভাবে যে তারা ফরেক্স মার্কেটের মত মার্কেটে জুয়া খেলতে পারে তা আমার জানা নেই। তবে ফরেক্স মার্কেটে যদি অবিজ্ঞ হয় তাহলে ফরেক্স মার্কেটে যা খুশি তাই করতে পারবে।
-
ফরেক্স কে ভাগ্যের পরিহাস মনে করে না বুঝে আন্দাজে যারা ট্রেডিং করে তাদেরকে জুয়ারী ট্রেডার বলে।জুয়ারী ট্রেডাররা ফরেক্সে কিছু শিখেনা বলে ফরেক্সে কে ভাগ্যের উপর নির্ভরশীল ভেবে ট্রেড করে বলে ফরেক্স আর জুয়াকে সমান বিবেচনা করে। তাদের কোনো ধৈর্য্য , ট্রেডিং প্লান, স্ট্রাটেজি কিছুই থাকেনা।
-
জুয়াড়ি ট্রেদার দের মাথায় কোনো চিন্তা ই নেই, তাদের চিন্তা একটাই হয় লাভ নয় লস, তাহলে তারা ট্রেডিং কেন করতে আসে তারা জুয়াড়ি হিসেবে অন্যান্য কাজ তো করতেই পারেন এতে তো কোনো সমসা নাই, তারা বাই অথবা সেল নেন, তাকে প্রফিট উসে করেন স্টপ লস করলেও করতে পারেন, এবং একটা নিয়ে সুয়ে বসে লাভের আশায় দিন কাটিয়ে দিন, একজন রিয়েল ট্রেদার এমন হতে পারেন না.
-
ফরেক্স কে যে জুয়া খেলা মনে করবে সে ফরেক্স থেকে কোন্দিনই ভালো প্রফিত করতে পারবে না। বরং সে আরো লস করবে । কারন ফরেক্স মার্কেট কোন জুয়া খেলা নয়। ফরেক্স একটি শিক্ষনীয় জিনিস যেখানে আপনি না শীখে করলে অনেক লসে পরে যেতে পারেন।