-
স্পেড এর সহজ বাংলা হচ্ছে কোন কিছুর উপর কর দেওয়া। আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আপনি যখন কোন ট্রেড অপেন করছেন তখন সেই টা কিছু লসে অপেন হয় আর এই লস এর পরিমানটাই হচ্ছে স্পেড। আমরা যেমন সরকারকে বিভিন্ন জিনিস এর উপর কর দিই স্পেড ও তেমন । আমরা এই খানে সেইটা সরকারকে না দিয়ে ব্রোকারককে দিয়ে থাকি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করলে ফরেক্স ব্রকার একটি স্প্রেড কাটে আর এই স্প্রেড সব ব্রকার কেটে থাকে এই স্প্রেড হল ফরেক্স ব্রকার কম্পানির একটি ভ্যাট বলে জানি তবে প্রথ্যেক ফরেক্স ব্রকার এইটা কেটে নেয় ।
-
আপনি যখন একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে।আপনি যখনই একটি ট্রেড ওপেন করবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ট্রেড টি কয়েক পিপস লসে ওপেন হয়েছে, আসলে এই যে লস এ ওপেন হয় এটা ব্রোকার ফি হিসাবে কেটে নেয়।বিভিন্ন কারেন্সি পেয়ারে স্প্রেড এর পরিমান বিভিন্ন হয়। তাই ট্রেড করার আগে এটা আপনি দেখে নিতে পারেন, তাহ্লে আপনি সহজেই এই ট্রেড লস হলে আপনার কত এমাউন্ট লস হবে তা অতি সহজেই বের করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে স্প্রেড কি স্প্রেড হোল ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে একটা কমিশন কাটে এই কমিশঙ্কে স্প্রেড বলে আর এই সপ্রেড সব ব্রকারের জন্য কাটে তাই স্প্রেড কম বেশি আছে সেটা দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করা ভালো একটি কম স্প্রেড দেখে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে বা ফরেক্স ব্রকারে ফরেক্স ট্রেড করার জন্য ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় বা এন্ট্রি নেয়ার সময় ভ্যাট দিতে হয় আর এই ভ্যাট কে ফরেক্স মার্কেটে স্প্রেড বলে আর এই স্প্রেড অনেক ব্রকারে দিতে হয় কোন কোন ব্রকারে কম ।
-
স্প্রেড হলো ব্রোকারের অংশ। আমরা কোনো না কোনো ব্রোকারের অধীনে ট্রেড করে থাকি। তারা আমাদের বিভিন্ন সুবিধা দেয়। তারা আমাদের সুবিধা দেয়ার পরিবর্তে প্রতিটা ট্রেডের জন্য যে অংশ কেটে রাখে সেটাই স্প্রেড। স্প্রেডই হলো ব্রোকারের মুনাফা বলে আমি মনে করি।
-
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।আপনি ধরুন ১.৭৪৪৫ এ gbpusd বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৯ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে।
-
আমরা ট্রেড ওপেন করলেই দেখতে পাই ট্রেডটি কিছুটা লসে ওপেন হয় আর এভাবেই ব্রোকার আয় করে। এটা তাদের কমিশন আপনি লাভ বা লস করুন তারা কিন্তু ঠিকই আয় করবে।
-
কোনো ট্রেড ওপেন করলে সেটা কিছুটা লসে ওপেন হয়। এই কয়েক পিপস লসই হলো স্প্রেড। স্প্রেড হলো ব্রোকারের অংশ। আমরা কোনো না কোনো ব্রোকারের অধীনে ট্রেড করে থাকি। তারা আমাদের বিভিন্ন সুবিধা দেয়। তারা আমাদের সুবিধা দেয়ার পরিবর্তে প্রতিটা ট্রেডের জন্য যে অংশ কেটে রাখে সেটাই স্প্রেড। স্প্রেডই হলো ব্রোকারের মুনাফা।
-
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড করতে হলে আপনাকে কিচুটা কমিসন দিতে হবে। একটি হল বিড এবং অপরটি হল আস্ক। এই কয়েক পিপস লসই হলো স্প্রেড। আমার জানামতে ইন্সটাফরেক্স সবচেয়ে কম এবং ফিক্স স্প্রেড অফার করে থাকে।