কথা সত্য যে বড় লট মানে বেশি প্রফিট তবে তার বিপরীত কথাও রয়েছে। বড় লট মানে বড় লস। যদি লাভ বেশি হয় তবে সেখানে লসতো বেশি হবেই। তাই রিক্স কম নেয়াই সর্বোত্তম পন্থা। এতে করে নিজের একাউন্ট সেভ থাকবে। তাছাড়া বড় লট নিয়ে একাউন্টকে ঝুকির মুখে ফেলে নিজেকে হাইপার টেনশনে রাখার কোন মানেই হয় না। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে মাসিক টার্গেট নিয়ে অল্প অল্প করে যদি লাভ করা যায় তাতে নিজের একাউন্ট সেভ থাকার পাশাপাশি আর্থিকভাবে সফলতা অর্জন করাও সম্ভব হবে।