আসলে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে লাভ লস বিদ্যমান আজ আপনার ৯ ডলার লস হইলে আপনি যদি ভালো ট্রেড করতে পারেন তাহলে কাল ১৮ ডলার লাভ হতে ও পারে এজন্য মন খারাপ করার কিছু নেই শুধু আপনাকে ফরেক্স মার্কেটে ভালো ভাবে ট্রেড করতে হবে
Printable View
আসলে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে লাভ লস বিদ্যমান আজ আপনার ৯ ডলার লস হইলে আপনি যদি ভালো ট্রেড করতে পারেন তাহলে কাল ১৮ ডলার লাভ হতে ও পারে এজন্য মন খারাপ করার কিছু নেই শুধু আপনাকে ফরেক্স মার্কেটে ভালো ভাবে ট্রেড করতে হবে
নয় ডলার লস হলে অনেকে মানুস আবেগ এ আর লস করে ফেলে। আমরা যদি আমাদের আবেগ নিওন্ত্রন না করতে পারি তাহলে আমরা লস করতে করতে সব ডেপসিত হারিএ ফেলেবে। আমাদের উছিত ধৈর্য ধরে ট্রেড করা এবং লাভ করার জন্য অপেক্ষা করা। নয় ডলার এর লস থেকে মানুস আর অনেক টাকা আয় করতে পারবে।
আসলে আমরা যারা নতুন ট্রেডার তারা সব সময় হিসাব করি আমার কত ডলার লাভ হল বা লস হল। সঠিক হিসাব কিন্তু এটা নয়। এখানে আপনি কত পিপস লাভ করলেন বা লস করলেণ এটা হল প্রকৃত *হিসাব। কেননা কোন ট্রেডার এক ট্রেডে তার প্রফিট হতে পারে ২০০০ ডলার। আবার কারও হতে পারে .২০ ডলার। দুই জনের পিপস সংখ্যা দেখলে নির্ধারণ করা যায় কে কত লটে ট্রেড করে।
ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে।না বুঝে ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।
ফরেক্স মার্কেটে আমরা লসকে এড়াতে পারি না তার প্রথম কারন হর আমি মনে করি আমাদের দুর্বলতা যেমন আমরা ফরেক্স ভাল শিক্ষকেরর কাছে শিখি না তাই আমাদের অপূর্ণতা সব সময় বোধ করি আবার অনেকে ফরেক্স ট্রেডিং ভাল অভিজ্ঞ ট্রেইনারের কাছে শিখতে হবে এই ব্যপার টা অনেকে জানেই না এই কারনে আমরা বেশি লসের শিকার হই।
আপনার ৯ ডলার লস হয়েছে বিষয়টা যদিও আপনার জন্য খুব খারাপ একটি ঘটনা কিন্তু আমি মনে করি যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করতে আপনার মন খারাপ ছাড়া ভাল হবে না তা চেয়ে আমি মনে করি আপনার উচিত হবে ভবিষ্যত্বে যেন এই ধরনের লসের মুখে আপনাকে আর পড়তে না হয় তার জন্য প্রকৃত লসের কারন অনুসন্ধান করে তা থেকে শিক্ষা গ্রহন করা।
ফরেক্স করতে গিয়ে লস হতে পারে তবে কতো ডিপজিট ছিল যে লস করছেন ৯ ডলার সেটা ডেখার বিসয় আপনার স্টপ লস ব্যভার করা উচিত ছিল তাহলে আপনার ৯ ডলার লিস হতে পারত না তাই স্টপ লস ব্যবহার করলে লস কম হতে পারতো।
নয় ডোলার লস করেছেন এটা কোন সমস্যা নয় কিন্তু আপনি কত ডোলার ইনভেস্ত করে ৯ ডোলার লস করেছেন সেতাই হল বর ব্যাপার। বেবসাতে ল্যাব লস থাকবেই এতে ম খারাপ করার কিছু নেই, আপনি যে ভুলের কারনে লস করেছেন তা শুধ্রানর চেশ্তা করুন
অধিক কাজ করলে অথাৎ এটা সম্পকে অধিক ধারনা নিতে হবে তাহলে লস কম হবে।
আমার মতে লাভ লস মিলিয়েই ফরেক্স ট্রেডিং আর তাই এখানে লস হওয়াটাই স্বাভাবিক বিষয়। আর যদি আপনি ঠিকমত এনালাইসিস করে পুনরায় সঠিক ট্রেড ওপেন করুন। অবশ্যই লাভ করতে পারবেন। এছাড়া দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারেন।