ফরেক্স ব্যবসায় আমার একটাই লক্ষ্য আর তা হল এই ব্যবসাটি আমি পার্ট টাইম হিসেবে অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে চাই । সফলতার পেছনে না ছুটে শেখার পেছনে বেশী সময় দিয়ে অল্প অল্প করে লাভ করতে চাই এবং সেই অর্থকে পুজি করে ভবিষ্যতে ফরেক্স ভাল একটি পরিমানের অর্থ বিনিয়োগ করতে চাই । আমি চাই এমন একটি পেশা যেখানে কোন প্রকাশ ঝামেলা থাকবে না। শুধুমাত্র নিজের ইচ্ছেমত চলা যাবে। এ জন্য আমি ফরেক্স নিয়ে কাজ করছি মনে হয় খুব শিঘ্রই লক্ষে পৌছাতে পারব।